![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহরে ভয়
ওৎ পেতেছে মৃত্যু,
বোধের অন্তুষ্টিক্রিয়ায় সমবেত জনতা।
এক কাকের আর্তনাদে চৌচির আকাশ
আর নবজাতকের চোখে
অবিরল সভ্যতার পানে বিচ্ছুরিত অভিশাপ।
কেদে কেদে শুকিয়ে যাওয়া অশ্রুতে
আর টিকেনা বিপ্লব
টিকেনা পরিবর্তনের আর্তনাদ,
কেননা,
কেউ ভাল নেই,
ভাল নেই মানুষেরা।
গাছপাকা ফলের মত ছিড়ে নিয়েছে
নরম ফালি চাদ,
নিয়েছ শুষে নদীর জল
আর ঊষর আত্নার থেকে
ছিনিয়ে নিয়েছে
জীবনের ঘ্রাণ।
তবু একজন সমুদ্র বাতাসেও
তুলে রাখে লন্ঠন,
ধরে রাখে শেষ আলোকের শিখা,
আজও জোস্না গলে পড়ার অপেক্ষায়
পেতে রাখে বুক;
কবে, কবে নিমিলিত হয়
আহত আখির পাপড়িসকল!
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০
সুমন কর বলেছেন: ভালই তো!!