![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ককটেলবাহী যুবকের চোখ
তোমায় অভিশাপ দেবোনা আর,
করবোনা নিনাদ
তোমার অমঙ্গলের তরে,
তোমার জন্য বরং
আমি কাল রাতে জমিয়ে রেখেছি
দুধের সরের মত নরম জোস্না
আর ভোরবেলার শালিকের ডাক।
তোমার কঠোর দুটো হাত
আমি একবার ছোয়া কেবল
শিশিরের গায়ে,
তারপর তোমায় মুঠো ভরে দেব
আমার জমানো জোস্না
আর শালিকের ডাক।
অত:পর তোমার হাতে তুলে দেব
আরো শক্তিশালী কোন মরণ বোমা।
তখন পারবে কি তুমি
ছুড়ে দিতে নির্মম অস্ত্র
মানুষের বুকে!
©somewhere in net ltd.