![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরে এসোনা সুরঞ্জনা
ধুলো জমা কবির কপাটে শিকল এটেছে সময়,
ফিরে এসোনা তুমি।
যে কথাই কও ঐ যুবকের সাথে
নির্মোহ কবির অার
কি আসে যায় তাতে!
যাদুর কাঠিতে প্রেমিকা নিয়ে যে যাদুকর
ক্লান্ত শহর ঘুরে
তার থেকে কবি কিনেছে
ভাল থাকার দীক্ষা,
নিজেকে সময়ের উনুনে জ্বালানী করে
সুখে থাকার দীক্ষা।
ভেবোনা সুরঞ্জনা
সাটার স্পিডের দুরন্তপনায়
কবির ছেড়া স্যান্ডেলও
আজ হয়ে উঠে শিল্প,
লাইক, কমেন্টের ভার্চুয়াল বিকেলে
কবি তাই এক চুমুক বেদনার সাথে
ভালই থাকে একা,
আর ফিরে এসোনা সুরঞ্জনা!
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
এম এ কাশেম বলেছেন: চমৎকার
অনেক সুন্দর হয়েছে...........
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪২
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আধুনিক সুরঞ্জনা ভার্সন

কি কথা তাহার সাথে
ভালো থাকুন