![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোর রেলগাড়ীতে
তোর বাড়ীতে
উঠবো যেদিন এসে,
ছাইদানিটা দিস বাড়িয়ে
মুচকি খানেক হেসে,,
সিগারেটটা ছেড়ে দিলেও
ফুকবো দু'টান শখে,
কোকড়া চুলে হেচকা টানে
বলবি গেছিস বখে।।
বড় হয়েও অনেক বড়
ছোট্টবেলার মত,
খুনসুটিতে পড়বো গলে
আবোলতাবোল যত,
আলোর শহর অনেকদূরে
অনেক দূরের স্মৃতি,
কষতে গেলে পথের হিসেব
কেবল ভুল জ্যামিতি।।
তোর কাজলে শিশির হঠাৎ
সুখে থাকার মাশুল,
ভুলের নগদ পাওনাগুলো
হয়নি আজও উসুল,
আলোর শহর অনেকদূরে
অনেক দূরের স্মৃতি,
কষতে গেলে পথের হিসেব
কেবল ভুল জ্যামিতি।।
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো অনেক। বৈশাখী শুভেচ্ছা
৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
প্লাবণ ইমদাদ বলেছেন: ধন্যবাদ পরবাসী ভাইয়া আর লায়লা অাপু....
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০৩
আমিন পরবাসী বলেছেন: শুভেচ্ছা জানবেন কবি।