![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন,
নিয়ন আলোয় আবছা মুখেদের প্রতিচ্ছবি,
ছায়ার দালান,
দালানের ছায়া।
নিভু নিভু সুখে-অসুখে
আহা,
কি নিদারুন মায়া।
দূরের ঘাটে নৌকো বেধে
সাতরে পাড়ি দেয়া,
কিছু অপলক ধোয়া,
কিছু আলো চুয়া চুয়া।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৪ রাত ৯:৫৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ছায়ার দালান,
দালানের ছায়া।
ভালো লাগলো উপমা এবং কবিতাও ! ++
ভালো থাকুন ।