![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা গত রাতের,
পেট ছিল ফাকা
আকাশটাও ঢাকা
মেঘ নয়, তারায় তারায়,
ঘটনা এ দিনপাতের,
কাধে প্রজাপতি
সময়জুড়ে ক্ষতি
তবু কিশোর আমি পাড়ায় পাড়ায়।
চুলে বাসা বাধে
কাকেরা কি সাধে
হরদম গাছ কাটে লোকে,
কেচো ছিল যত
হালচাষরত
হুটহাট বাসা বাধে বুকে।
ঘটনাটা সোজা
মিছে হাড়ি খোজা
ভাত-ডাল গিলে দাও ঘুম,
ফাইল, খাতা রাখো
নাকে তেল মাখো
বিষ্টি নামবেই ঝুমঝুম।
২| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।মজা পেলাম ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৩
ফা হিম বলেছেন: চুলে বাসা বাধে
কাকেরা কি সাধে
এই লাইন দুটা পড়ে খুব হাসলাম। অসাধারণ !!