![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অথৈ পলি জমে
প্লাবন ছাড়াই,
জানো তো তুমি,
জানোনা?
আমার ভীষণ ক্ষরার অসুখ
তবু থাকে,
মানো তো তুমি,
মান না?
আমার পলি তোমায় গড়ে
সন্ধ্যেবেলার দেবীর রুপে,
বড্ড বেশী চুপে চুপে,
তারপরে দেয় ধুপ না গো
সে অন্য ধোয়ায় তোমার পূজো,
স্বপ্নপোড়ার গন্ধ দিয়ে,
বোঝ তুমি,
বোঝ না?
তবে কেন এতো তৃষা,
এত্তো নেশা আমার তরে,
দিলাম তো সব আমার পূজোর
ডালা ভরে।
এই নিয়ে নয় দিব্যি থাকো,
দীঘল রাতে বুকের ভেতর আমায় আঁকো।
যাই না চলে
অন্য দেশে, অন্য বেশে,
তবু আমি সন্ধেবেলায়
হৃদয়ঘরে এসে এসে দেবো পূজো,
আমায় সখি নাই বা খোঁজ।
খোঁজলে যা পাও সে তো মানুষ,
সংসারে যে ক্লান্ত পুরুষ।
এরচে ভালো একলা রাতে,
শাখায় বাধা শুন্য হাতে,
শুন্য বুকের ধূধূ চরে
অশ্রুতে নাও আমার ছোঁয়া,
আমরা জানি এই জনমে
হবেনা না গো অমন পাওয়া।
©somewhere in net ltd.