![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশারির দেয়াল ঘেঁষে আমার মহাকাশ
যাপিত জীবনের দীর্ঘশ্বাস যেখানে ঠেকে যায়
সমুদ্রের ঢেউয়ের মত।
আরো কিছু প্রজাপতির ঝাঁক
বাঁক নিয়ে ফিরে যায়,
ফিরে যায় শৈশবের প্রপঞ্চকর জোনাক-সেনা।
নিবিড় কৌতুক তাড়া করে
পাঁজরের অতল গহবর অবধি।
দখিনের টালমাটাল হাওয়া
শুষে নেয় পাঁজরের ঘাস,
নিউরনে জমাট পদ্ম দুলে উঠে
মশারীর ভাঁজে।
ক্রমাগত বেলুনের মত ফুলে ওঠা অভিমান
ক্রমশ ফুটো করে ক্রোধের আলপিন।
অপূর্ব চুপসে যায় বোধ,
খসে পড়া রোগা বিড়ির ছাই
আশ্রয় নেয় মগজের ছাইদানীতে।
আহ মশারি,
আমার আঁধারের অপরুপ সৌরজগত!
©somewhere in net ltd.