![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুহার অাদিম নিবাস থেকে বেরিয়ে
ফড়িং ধরি,
ঘুম, ক্রোধ, বোধ বেচে
নিলামে কিনি ঘাসের অরন্য।
দগদগে স্মৃতি বদলে লুফে নিই আঁধার তরল।
ঢোকে ঢোকে ফড়িং নাচাই,
আপনারে মেরে আপনারে বাঁচাই।
২০৬ অস্থির হিসেব কষতে ভুলে গিয়ে
বিরান চরে ফেলে আসি গোঁয়াড় ফিমার।
২৪তম কশেরুকা ভাসিয়ে নিয়ে যায়
কুমারী নদী।
পাঁজরে ধনুক বানায় বুনো শিকারী।
কে থাকে গুহায়
কে করে ছাই
এমন অমল জীবন,
ছড়িয়ে দিলেম নড়িয়ে দিলেম
আমার আপন ভুবন।
ফুরায় সে জল, আঁধার তরল
বুনো সংসার ছুটি,
ক্লান্তি-রথে সেই সে পথে
গুহার পানে ছুটি।
অতঃপর ঘুম নিরল স্তব্ধ
বিরান হু হু চিত্ত,
গুহায় আমি আঁধাবন্দি
অন্ধকারের বৃত্ত।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪
প্লাবণ ইমদাদ বলেছেন:
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭
নিলু বলেছেন: ভালই লাগলো , লিখতে থাকুন
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫১
অবনি মণি বলেছেন: অতঃপর ঘুম নিরল স্তব্ধ
বিরান হু হু চিত্ত,
গুহায় আমি আঁধাবন্দি
অন্ধকারের বৃত্ত।