![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার নগরে একদিন আসব আবার
একগোছা শালুক তুলে
ভরা বিল থেকে।
অবেলার গানে ঝুলি ভরে
দাড়াব তোমার রেটিনার ক্যানভাসে।
ট্রাফিক সিগন্যালে খামচি মেরে
ভেঙে দেব দানবিক নিয়ম যত।
বহুকাল আগের হারিয়ে যাওয়া
একটা আলপিনের খুজে বের হবো
নিয়ন আলোর পথে।
জানি পাবোনা তা খুজে
তবু জানো তো সময় বুঝে
জমেছে কতটা ক্ষত,
ঝরছে নীল মেঘ অবিরত।
স্মৃতির সলতে উসকে দিয়ে
হাওয়ায় উড়াব বিগত বিকেল যত।
হোক তা ধূসর, এলোমেলো,
রাঙাব না হয় ধার করা এক রঙে
কে দেয় ধার
অমন আধার
রঙের কৌটা বল,
বলবো তোমায় শেষ বিকেলে
তাহার কাছে চলো।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৫
আমি বন্দি বলেছেন: ভালো হয়েছে কবিতা