![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাকুরঝি,
ইস্পাতের লাইন দু¨টো ফেলে
রেল চলে গেছে
সুনসান দূরের স্টেশানে।
আমরা কেবল পড়ে রয়েছি দুটো মানুষ
জীবন্ত জীবাস্মের মত
দুটো ভিন্ন ইস্পাতের চোয়ালে।
ব্যাবধান কত?
বিশ-পঞ্চাশ তো নয়,
হবে হয়তো কয়েকটা বছর।
তবু দেখো
কত প্রাচীন, কত মর্মরে হয়ে গেছে
সময়ের অদ্ভুত দেয়ালটা।
''হোক না প্রাচীন
ভীষন অচিন
তাওতো সোনায় কেনা,
প্রাণের হাটে সওদা শেষে
থাক না কিছু দেনা''......
©somewhere in net ltd.