![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবুও কি ঘুম আসে?
সিজোফ্রেনিক স্বপ্নে ভাসা ভাটফুলের ঘ্রাণে
এমন পৌষের নাগরীক নিদ্রাকে
কেমন ছিড়ে যেতে ধরে ধবল শিমুল তুলোর মত।
পাই পাই করে হিসেব কষিনি বলেই কি
এমন করে ঠকতে হবে নিদ্রামাদলের নিষুতি হাটে!
বুকপকেটে রাখা অজস্র জোনাকি ছড়িয়ে দিয়ে
খুজে ফিরি আধারমানিক।
লন্ঠনের আলো ফুরালে শেষে জোনাকীর ছুটি দিই,
তবু,
তবু আসেনা নিউরনের শ্রান্তি.............
২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫
প্লাবণ ইমদাদ বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৭
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর লিখেছেন।
নতুন বছরের শুভেচ্ছা।
ভাল থাকবেন।