![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ হতে ঠিক কত আগে
তুই ছিলি মোর গানে,
সুরগুলো তো ভেসে গেছে
নিরব অভিমানে।
আজ হতে ঠিক কত আগে
বৃষ্টি ছিল মেঘে,
কথাগুলো ভেসে গেছে
নিরালা আবেগে।
অনেক দিনের মরুপথে
ক্লান্ত হেটে আজ,
আগলে তবু রেখেছি গো
তোমার স্মৃতির ভাজ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৩
বিজন রয় বলেছেন: শিরোণাম নেই!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪
ফারিহা নোভা বলেছেন: সুন্দর