![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস বাংলাদেশের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার একটি লেখা প্রকাশ করেছে। একটি বিদেশী পত্রিকায় ইংরেজীতে লেখার তার যোগ্যতা নিয়ে প্রশ্ন নাই করলাম, ধরে নিলাম কেউ একজন ড্রাফটি তৈরি করে দিয়েছেন। এখন ঐ লেখা যদি তিনি পড়তে পারেন বা কাউকে দিয়ে পড়ান তাইলে উনি বুঝতে পারবেন, যিনি ড্রাফটি তৈরি করে দিয়েছেন তিনি কি আছাঁচা বাঁশ দিয়ে দিয়েছন। দেখুন ওনার লেখা-----
* উনি লিখেছেন, "১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্র ছিল অন্যতম দেশ, যারা আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের বিষয়কে স্বীকৃতি দিয়েছিল"।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কে না জানে? খাদ্যবাহী জাহাজ মাঝসমুদ্রে আটকে দিয়ে বাংলদেশে দূর্ভিক্ষের সৃষ্টি, সপ্তম নৌবহর পাকিস্তানের পক্ষে পাঠানো! উপরন্তু যুক্তরাষ্ট্র বালাদেশকে স্বীকৃতি দেয় স্বাধীনতার ৪ মাস পর ১৯৭২ সালের ৪ এপ্রিল স্বীকৃতি দানকারী ৫৪ তম দেশ হিসেবে। আপনারাই চিন্তা করুন ৫৪ তম নাকি অন্যতম! উনি ইতিহাস জানেননা নাকি জেনে শুনেই যুক্তরাষ্ট্রের এই নির্লজ্জ পদলেহন?
* খালেদা জিয়া আরো লিখেছেন "অন্যান্য বিশ্বশক্তির দিকে অর্থনৈতিক সম্পর্ক (বাংলদেশের) ঝুঁকে পড়ছে অথচ তারা (যুক্তরাষ্ট্র) তেমন কিছু করছে না"। এখানে অন্যান্য বিশ্বশক্তি বলতে উনি কি রাশিয়া বা অন্যান্য যুক্তরাষ্ট্রবিরোধী অর্থনৈতিক শক্তির কথা বুঝাতে চেয়েছেন? এবং যুক্তরাষ্ট্রকে কি করতে বলতে চাইছেন? সপ্তম নৌবহর পাঠিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে? বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলকথাই হচ্ছে -সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আর একমাত্র যুক্তরাষ্ট্রনির্ভর দেশগুলোর অর্থনীতি যুগে যুগে কিভাবে ধ্বংস হয়েছে তা বুঝতে কোন বিশিষ্ট অর্থনীতিবিদ হতে হয়না। সেখানে অন্যান্য বিশ্বশক্তির দিকে অর্থনৈতিক সম্পর্ক ঝুকে পড়ার জন্য যুক্তরাষ্ট্রকে কিছু করতে বলা ৭১ সালে জামাতের আমেরিকা প্রীতি আর রাশিয়া ভীতি পররাষ্ট্রনীতির কথা মনে করিয়ে দেয়।
* লিখেছেন "নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তাঁর গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল ককাস বাংলাদেশ সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছে"। উনি যে ককাসের রেফারেন্স টেনেছেন সেই ককাসই ওনার সুপুত্র তারেকের সমালোচনা করে বলেছিল বাংলাদেশের রাজনীতিতে তারেক জিয়ার মত দূর্নীতিবাজকে আর দেখতে চাইনা।
* শেখ হাসিনার সমর্থন বিষয়ে লিখতে গিয়ে লিখেছেন, "১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় নৃশংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে যেসব রাজনৈতিক নেতার বিরুদ্ধে, তাঁদের সমর্থকরাও হাসিনার নোবেল পুরস্কারের অধিকার নিয়ে প্রশ্ন তুলবে।"
হা..হা..হা.... এইখানে ব্যাপক মজা পাইছি, আর কোন লোক পাইলনা শেখ হাসিনার বিরোধিতা করে সেটা দেখানোর?
এখন এই রাজাকাররা একটা কাজ করতে পারে, খালেদাকে নোবেল দেয়ার সুপারিশ করে জেলে বন্দী সকল অপরাধীদের স্বাক্ষর সংগ্রহ শুরু করতে পারে।
* তত্বাবধায়ক সরকার নিয়ে লিখতে গিয়ে লিখেছেন "নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান আনার জন্য তিনি (শেখ হাসিনা) নিজেই একসময় সহায়তা করেছেন"। পক্ষান্তরে তিনি নিজে (খালেদা) যে তখন চরম বিরোধিতা করে বলেছিলেন "পাগল ও শিশু ছাড়া কেই নিরপেক্ষ না" সে কথাও মনে করিয়ে দিলেন।
* তত্ত্বাবধায়ক সরকারের জন্য চাপ পয়োগের আহবান জানিয়ে লিখেছেন "তত্ত্বাবধায়ক সরকার এলে ভোটারদের সম্মানিত করা হবে, এ কথা বলে চাপ প্রয়োগের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র বৃটেনের"। ২০০১ সালের মত দেশের জনগনের বদলে উনি এখন অভ্যন্তরীন বিষয়ে পশ্চিমা শক্তির হস্থক্ষেপ চাচ্ছেন।
* জিএসপি সুবিধা সরাসরি বাতিল চেয়ে বলেছেন "শেখ হাসিনার কাছে তাদের পরিষ্কার করতে হবে, শ্রমিক সংগঠনগুলো এবং রাজনৈতিক বিরোধীদের মত প্রকাশের সুযোগ না দিলে বাণিজ্য খাতে অগ্রাধিকার প্রত্যাহার করা হবে"। আমাদের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত পোশাক শিল্প ধ্বংস হয়ে ৪০ লক্ষ লোক না খেয়ে মারা গেলে ওনার কি লাভ হবে আর আওয়ামী লীগের কি লস হবে?
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: একদম মেইন পয়েন্টগুলো তুলে ধরেছেন সহজ ভাষায়। খুব খারাপ লাগে এমন একটা মহিলা আমার দেশের প্রধানমন্ত্রী হয়। আবারও হতে চায়।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
জানকিরান বলেছেন: খালেদা জিয়া স্বশিক্ষিত। হতে পারে সে ফাইভ পাশ (নাকি ফেইল!)। তাই বলে সে ইংরেজী লিখতে পারবে না তা মনে করার কোন করান নাই। সবারই ইংরেজী বলা এবং লিখার অধিকার আছে। হোক সেটা হাস্যকর।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
এক্সপেরিয়া বলেছেন: ভাই ইংরেজি ত সবাই জানে । যেমন রাস্তার পোলাও কিন্তু কেদারাকে চেয়ার বলে । । কিন্তু কথা অত বড় আর্টিকেল তিনি কেন তেনার বাপেরও লিখার যোগ্যতা নেই । তা একজন ব্লগার হলেই বুঝা যায় । @লিঙ্কনহুসাইন
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
মাজহারুল হুসাইন বলেছেন: * জিএসপি সুবিধা সরাসরি বাতিল চেয়ে বলেছেন "শেখ হাসিনার কাছে তাদের পরিষ্কার করতে হবে, শ্রমিক সংগঠনগুলো এবং রাজনৈতিক বিরোধীদের মত প্রকাশের সুযোগ না দিলে বাণিজ্য খাতে অগ্রাধিকার প্রত্যাহার করা হবে"। >>> এখানে ভুলটা কি বলবেন ? নাকি এখনও বাকশালের স্বপ্ন দেখেন ? আমিনুলকে মেরে ফেলবেন, ইলিয়াস গুম হবে আর সেটা কাউকে বলা যাবে না । এ রকম যে বউ পিটামু কিন্তু বউ কাঁনবো ক্যান !
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
হ্যারিয়ার টু বলেছেন: তার ভাষন আগে লিখে দিত আলী আহাসান মোজাহিদ, এরপর সফিক রেহমান লিখত। এইবার অন্যকেউ লিখেছেন মনে হয়।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
লিঙ্কনহুসাইন বলেছেন: খালেদা জিয়া লেখাপড়া জানেনা এইডা আওয়ামীলীগের অপপ্রচার
এর তেব্র নিন্দাজ্ঞাপন করছি ।