![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মত নগন্য মানুষের জঘন্য টাইপের পরামর্শ বিএনপির মত সুবিশাল হস্তীকায় দলের নীতিনির্ধারকদের কর্ণকুহরে প্রবেশ করার সম্ভাবনা নাই, তাছাড়া শেষের সারির দিক থেকে প্রথমে থাকা আমার মত ব্লগারের লেখা যে অনেকেই সযতনে এড়িয়ে যাবেন তা জেনেও বিবেকের তাড়নায় এই লেখার অবতারনা করছি।
শাহ্বাগ ইস্যুতে বিএনপি প্রথম থেকেই নিরব, নিশ্চুপ মাঝে কিছু কিছু নেতা মুখ ফস্কে তাদের মনোভাব প্রকাশ করেছেন (এতেই তাদের চরিত্র প্রকাশ হয়ে যায়)। আজ পত্রিকায় দেখলাম ম্যাডাম সবাইকে গভীরভাবে পর্যবেক্ষণ করে উল্টাপাল্টা কথা বলনে নিষেধ করেছেন। কিন্তু আজই উনাদের প্রেস ব্রিফিং শুনে হতবাক হয়ে গেলাম।
যে কথাগুলো উনারা বললেন এগুলো জামাতিরা বললে তাদের মুখে মানাতো, কিন্তু আপনারা এগুলো কিভাবে বলেন?
# জয় বাংলা নিয়ে আপনাদের এত গা জ্বলা কেনো? জয় বাংলা কি কারো বাপ দাদার সম্পত্তি যে সেই গোষ্ঠীর লোক না হলে তা উচ্চারণ করা যাবেনা? ভুলে গেছেন ৭১ এ ৭ কোটি মানুষ জয় বাংলা বলে মৃত্যু ভয়ে ভীত না হয়ে যুদ্ধে ঝাপিয়ে পরেছে? নিশ্চিত মৃত্যু জেনে ও সাহশী বীর হায়েনাদের রুখে দিয়েছে। কোন মন্ত্রে দিয়েছে? তার বুকে ছিলো দেশপ্রেম আর মুখে ছিল জয় বাংলা। জিয়াউর রহমান যে যুদ্ধ করেছেন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি কি মুখে জয় বাংলা বলেননি? আপনার আশে পাশে শত সহস্র মুক্তিযোদ্ধা যারা আপনার মন রক্ষার্থে "বাংলাদেশ জিন্দাবাদ" বলছে তারা ৭১ এ কি বলতো? তাহলে আপনারা কেনো দেশকে দ্বিধাবিভক্ত করেছেন? যদিইবা ইউনিকনেস এর দরকার থাকতো তবে এটা মুখে নিলে পাপ হবে এমন ভাব কেনো?
এখন ও সময় আছে জনতার সাথে দাড়ান, এই সংগ্রামী জনতা আপনাদের মিটিঙ মিছিলে ৩০০ টাকা রোজে আসা জনতা না। এরা আওয়ামী বাহিনি না, এরা দেশপ্রেমিক জনতা, এরা ধান্দামী বুঝেনা, এরা ক্ষমতার লোভ চিনেনা। এরা চিনে শুধু রাজাকারদের যাদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তারা শান্তি পাবেনা।
দয়া করে সৎ সঙ্গ করুন। মানুষের কাতারে আসুন। আজ যেমন দিকে দিকে জামাত প্রতিষ্ঠান বয়কট করার কথা উঠেছে, কালকে জামাতকে সঙ্গদানকারীদের বয়কট এর কথা যদি মঞ্চে কেউ ভুল করেও বলে বসে তখন আপনাদের অবস্থা কি হবে বুঝতে পারছেন? দেশ ও দশের রাজনীতি তো আপনারা রাজনীতিবিদেরা অনেক আগেই ছেড়ে দিয়েছেন তবু দয়া করে আগুনে ঘি ঢালবেন না। জ্বলে পুড়ে যাবে সবকিছু। কুসঙ্গ ছাড়ুন আর না ছাড়ুন আন্দোলনকারীদের নিয়ে বিষাদগার করবেন না। যে জনগণের নাম ভাঙিয়ে আপনার রাজনীতি করেন, দামী দামী গাড়িতে ঘুরেন, রাজপ্রাসাদে থাকেন আজ সেই জনগণ ই জেগে উঠেছে, এদেরকে সম্মান করুন আর না করুন অপমান করবেন না।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
মহান পংকজ বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
বোকামন বলেছেন: যে জনগণের নাম ভাঙিয়ে আপনার রাজনীতি করেন, দামী দামী গাড়িতে ঘুরেন, রাজপ্রাসাদে থাকেন আজ সেই জনগণ ই জেগে উঠেছে, এদেরকে সম্মান করুন আর না করুন অপমান করবেন না।