নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে
একটা নতুন কাজে জয়েন করলাম আড়াই মাস আগে, আগের কাজ এ প্রোজেক্ট শেষ, নতুন কাজ টা নিয়ে প্রথম থেকে অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু এখানেও একই অবস্থা, জানি না কি হইছে আমার, ইদানিং কিছুই ভালো লাগে না, দেশে ছোট বোনের বিয়ে হইলো এই মাসে, কিন্তু যাইতে পারলাম না, মনটা অনেক খারাপ হইছিল, আমার পরিবারের সবাই আছে কিন্তু আমি নাই, প্রবাস জীবনের এই হইলো জ্বালা, দেশের কেউ বুঝে না, দুই তিনটা ফেসবুকের ছবি দিয়ে জাজ করবে, আহা আমেরিকা কতো সুখে আছে, কোন সুখ নাই রে পাগল।
বাচ্চু ভাই কি সাধে গেয়ে গেছেন??
সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়াল রাখো
আসলে কেউ সুখী নয়।
ক্যামেরা টা নিয়ে যে বের হবো সেই সুযোগ ও নাই, অনেক দিন ভালো কোন ছবি তুলি না, কি ভাবে তুলবো? ছোট মেয়ে এর কার সিট নিয়ে ক্যারি করতে হয়, এই দেশে আবার কোলে নিয়া ঘুরা যায় না, যাই হোক ক্যামন আছেন সবাই?
শায়মা আপুর জন্মদিন এর শুভেচ্ছা, আশা করি উপরওয়ালা আপনার মনের সব সৎ কামনা গুলোকে বাস্তব করুক।
তেমন কিছু নাই লেখার, পুরাতন কিছু ছবি দিলাম যদি আপনাদের ভালো লাগে, ওহ আমাদের ছবি ব্লগ এর পুরস্কার কি? কই? কেমনে পাবো? এটা নিয়ে কি কোন আপডেট আছে?
সবাই ভালো থাকবেন।
২০১৭ তে তোলা সাজেক থেকে।
২০১৯ এ তোলা কিসিনা পার্ক।
২০১৯ এ তোলা।
২০১৯ এ তোলা দ্যা ব্রঙ্কস।
২০ শে আগস্ট, ২০২১ রাত ১:২৮
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আইটি প্রজেক্ট।
২| ২০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৭
ফেক রুধির বলেছেন: ছবি গুলো সুন্দর
২০ শে আগস্ট, ২০২১ রাত ১:২৯
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ধন্যবাদ।
৩| ২০ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪২
চাঁদগাজী বলেছেন:
কোন শহরে?
২৪ শে আগস্ট, ২০২১ রাত ২:২৩
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আপনার শহরেই থাকি, কাজ করি বাসা থেকে, প্রজেক্ট ক্যানসাস সিটি, রিমোট।
৪| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: হ্যাঁ পড়লাম।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৭
চাঁদগাজী বলেছেন:
কি ধরণের প্রজেক্ট, কি ধরণের কাজ?