নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে
গতকাল রাতে খেলছি ব্যাডমিন্টন, আমি যে এলাকায় থাকি এই এলাকা কে নিউ ইয়র্ক এর দ্বিতীয় চায়না টাউন বলে, এখানে সপ্তাহে দুই দিন যাই খেলতে, বয়স এর সাথে সাথে ভুড়ি ও বাড়তেছে, একটু খেলেধুলে কমানোর চেষ্টা করতেছি আর কি। যাই হোক, রাতে ঘুমাইতে ঘুমাইতে ২ টা বাজলো, ছোট মেয়ে (রাইমা) সকাল ৫ টা থেকে হটাৎ কান্না কাটি, তার শব্দে বড় জন (রাইনা) ও ঊঠেগেলেন। কেমন টা লাগে বলেন। যাই হোক, উঠে গেলাম, দুই মেয়ে কে লিভং রুমে চলে আসলাম, এসে দেখি বৃষ্টি হচ্ছে। রাইনা কে বললাম যাও জানালা দিয়ে বৃষ্টি ধরো। সে তহ মহা খুশি। আমি রাইমা কে নিয়ে সোফায় বসে বৃষ্টি উপভোগ করতে লাগলাম। যাই হোক।
রাইনা, রাইমা কে ব্রাশ, টয়লেট এবং সকালের নাস্তা করাইলাম, এবার আমি অফিসের ল্যাপটপ অন করে গেলাম চা বসাইতে।
সকাল সকাল স্ট্যান্ড - আপ মিটিং শেষ করে চা নিয়ে ঢুকে গেলাম কাজ এ, দুপুর ১২টা পর্যন্ত কাজ করলাম, ১২ঃ১০ এ মনে হইলো ব্যাংক এ যাইতে হবে। বউ এর কিছু টাকা এর দরকার। এটিএম থেকে সেই এমাউন্ট তোলা যাবে না, বাধ্য হয়ে বের হইলাম ব্যাংক এর উদ্দেশ্যে। হটাৎ মনে হইলো ক্যামেরা টা নিয়ে বের হলে কেমন হয়? বউ বলে ক্যামেরা তহ ভিজে যাবে, আমি বললাম গেলে যাবে, অনেক দিন ছবি তুলি না।
যাই হোক এই ছবি গুলা আজকে তুলে নিয়ে আসলাম, কেমন হইলো জানাইয়েন
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
আপনারা যারা আমার তোলা ছবি ব্যাবহার করতে চান ব্যাবহার করতে পারেন।
১০ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৬
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। ভালো লাগে নাই একটাও?
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: হ্যাঁ ছবি গুলো দেখলাম।