![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কে ? বা কে আমি? এইটার উওর হল আমি নিজেকে আবিষ্কার করতে পারিনি । চেষ্টায় আছি নিজেকে খুঁজে পাবার জন্য। দোয়া করবেন ।
আলো নিভিয়ে অন্ধকার করার একটা ব্যর্থ চেষ্টা চালাম এই শহরে
অন্ধকার এ শহরের জন্য না ।
এই শহরে তোমাকেও ভুলে থাকা যাবে না
আলোর ন্যায়
এই শহরে আমি যেমন অন্ধকারকে সংগি করতে পারলাম না
তেমনি তোমাকেও
আলো আর নিজের বাধার জন্য তুমি রয়ে গেলে আলোর ন্যায়
ব্যার্থ গুলা রয়ে গেল তোমার ন্যায়
ধরা যাবে না ছোঁয়া যাবে না ফেলা যাবেনা
শুধু রয়ে যাবে
অনভুতিতে থেকে মনে পরেই যাবে বাধাহীনভাবে .........
©somewhere in net ltd.