![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কে ? বা কে আমি? এইটার উওর হল আমি নিজেকে আবিষ্কার করতে পারিনি । চেষ্টায় আছি নিজেকে খুঁজে পাবার জন্য। দোয়া করবেন ।
ছেলেটিকে প্রথমে মেয়েটা পাত্তা দিতো না.......
অনেক দিন পর ছেলেটি মেয়েটির সামনে কোনো এক অভিজাত এলাকায় গাড়ি থেকে নামল ।
মেয়েটি তা খেয়াল করল, ছেলেটি মেয়েটিকে কি যেন বলল.....
তারপর আস্তে আস্তে তাদের মাঝে আবারও পুরাতন ভাললাগা জাগ্রত হল।
ছেলেটি মেয়েটিকে বলেছিল চল তোমাকে গাড়িতে করে বাড়ীতে রেখে আসি
আসলে ছেলেটির কোন গাড়ী ছিলনা কিন্তু একটা Android ফোন ছিল আর #UBER এর 250/= টাকার free একটা রাইড ছিল।
#কাছেআসারসাহসীগল্প
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: এক লাইনে গল্প !
বাকি লাইন লিখে ফেলুন ।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫
নাহিদ০৯ বলেছেন: এরকম পোষ্ট ও হোমপেইজ এ যায়। আমার পোষ্ট হোমপেইজ এ যায় না কেন? ঘুষ টুষ এর ব্যাপার নাই তো!!
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: সাহিত্য ও শিল্পের জগৎ প্রেম, সৌন্দর্য ও আনন্দের জগৎ । আত্মার জগতের স্বাদ পাওয়া যায় সাহিত্যে, শিল্পে । তাই সাহিত্য শিল্পের সহায়তাই মানুষের মনের উন্নয়ন সম্ভব হয় । গল্প-উপন্যাস ও কবিতা পড়তে পড়তে কী করে যে মানুষের দ্বিতীয় জন্ম হয় মানূষ নিজেই তার টের পায় না ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: কাছেআসার গল্প
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছেলেটিকে প্রথমে মেয়েটা পাত্তা দিতো না