নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবছি

মিষ্টিরস

আমি কে ? বা কে আমি? এইটার উওর হল আমি নিজেকে আবিষ্কার করতে পারিনি । চেষ্টায় আছি নিজেকে খুঁজে পাবার জন্য। দোয়া করবেন ।

মিষ্টিরস › বিস্তারিত পোস্টঃ

পরিক্ষার ফল!!!

০৯ ই মে, ২০১৮ রাত ১২:৫০

আগে পরীক্ষা শেষ করে কোন ছাত্রকে জিঙ্গেস করা হত যে পরীক্ষা কেমন হল ??
উত্তরে এক শ্রেণির ছাত্র বলত ভাল ,

আর এক শ্রেণির ছাত্র বলত মোটামুটি
অন্য আর এক শ্রেণির ছাত্র বলত খারাপ।

তারা আশানুরূপ ফল পেত।
এটা নব্বই এর দশকে।

আবার এই শেষ যে golden দশক আমরা পার করলাম(২০০১-১০) এই দশকে হতো উল্টাপাল্টা ফলাফল। যারা ভাল বলতো তারা ফল খারাপ করেছে।
মোটামুটি বলত যারা তারা আশার চেয়ে ভাল ফল পেত আর মিষ্টির বন্যা বইয়ে দিত।

খারাপ পরীক্ষা যারা দিত তারা করত সবচেয়ে ভাল ফলাফল।

এই দশকের কোন পরীক্ষার্থীকে যদি জিঙ্গেসা করা হয় যে পরীক্ষা কেমন হল ?

ভাল হওয়া শ্রেণি বলবে আরও ভাল হতে পারত, যদি প্রশ্ন পেতাম!

মোটামুটি শ্রেণি বিদ্রোহ করবে আর বলবে আমাদের মেধার কি কোন দাম নাই???
কোশ্চিন না পেয়ে পরীক্ষা যেমন হয় !!

আর খারাপ হওয়া শ্রেণি বলবে ফাটাফাটি। প্রশ্ন সব কমন।

এই আমাদের শিক্ষা ব্যবস্থা।

আগে ফলাফল নির্ধারিত হত নিজের শিক্ষা দিয়ে।
মাঝে হয়েছে শিক্ষা বোর্ডের ঠাকুর দ্বারা।
এখন হয় ফাঁস হওয়া প্রশ্ন দ্বারা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৮ ভোর ৪:৩৪

ভুল বানান বলেছেন: এবার তবু স্বীকার হইছে।

২| ০৯ ই মে, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: প্রধান সমস্যা হলো, এখন বাবা মা শুধু চান তার ছেলে মেয়ে যেন কোনো রকমে পাশ করে যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.