নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন বোতলে পুরাইন্না....

দ্যা প্রেসিডেন্ট

জ্ঞান ছড়িয়ে পড়ুক সর্বত্র...

দ্যা প্রেসিডেন্ট › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বেরাদারানে ব্লগার, আমি আপনাদের প্রেসিডেন্ট মুক্তির বাণী নিয়ে এসেছি...

২৭ শে মে, ২০১৯ সকাল ৯:২৪



আসসালামু আলাইকুম
সম্মানিত ব্লগারগণ,
শুভ ব্লগিং।


শুরুতেই আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে-যাঁর নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আমি স্মরণ করছি মেজর জিয়াসহ স্বাধিকার, গণতান্ত্রিক আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের। আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

সুহৃদ ব্লগারগণ,
ছোট্ট এই লেখাটি আপনাদের জন্য একটি বিরাট সতর্কবার্তা হতে পারে। আপনারা সকলেই যথেষ্ট সচেতন ও বুদ্ধিমান। কোন ভূমিকা না টেনে আমি আমার আলোচনা শুরু করতে চাই। নিজে থেকে আপনাদের সামনে এসে পকপাকানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেয়া। আমরা এজন্য আমাদের কর্মীদের (আপনাদের ভাষায় যারা গোয়েন্দা, তাদেরকে) মাঠে নামিয়ে দিয়েছি। কর্মীদের উপর শতভাগ নির্ভরতা না থাকায় আমি (আপনাদের মহামান্য প্রেসিডেন্ট সাহেব) নিজেই আপনাদের ব্লগে একাউন্ট খুলেছি। আপনাদের ব্লগের মোডারেট যথেষ্ট সফল প্রেমিক বটে ;) । আমার যৌবনের একটা ঘটনা বলি, আমার ১ম প্রমিলাকে যখন আমি প্রেমপত্র দিতে যাব, তখন দেখি প্রেমপত্র পকেট থেকে বের করার পূর্বেই সে আমায় প্রপোজ করে বসেছে। ঐ মুহুর্তের অনুভূতিটা আপনাদের লিখে বুঝানো যাবে না। হুজুরের মেয়ে হওয়ায় আমার সাথে সে পেরে উঠছিল না; তাই আমায় তার উপর মেহেরবানি করত তাকে মুক্তি দিতে হয়েছে =p~

প্রিয় ব্লগারবৃন্দ,
মূল কথায় ফিরে আসি, আমি আপনাদের ব্লগের গঠনমূলক সমালোচনা, আড্ডাবাজী, রসাত্মক ও শিক্ষানীয় লেখালেখি দেখে মুগ্ধ হয়েছি। ইচ্ছে করে কলমের এক গুতোয় পুটুস করে আপনাদেরকে মুক্তি দিয়ে দেই; যেভাবে মুক্তি দেই মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামীদের। কিন্তু বেরাদারানে ব্লগার, এই মুক্তিদানের পেছনে বাস্তবে আমার কোন ক্ষমতা নেই ভাই, বিশ্বাস করুন এটা নিজেকে পবিত্র করার উদ্দেশ্যে কচ্ছি নো; সত্যি আমার কোন ক্ষমতা নেই। কিন্তু ক্ষমতা নেই তাতে কী হয়েছে, গোপন তথ্য ফাঁস করে দেয়ার ব্যক্তিগত স্বাধীনতা তো আমার আছে নাকি! সেই স্বাধীনতা রক্ষায় আমি আপনাদেরকে কিছু টিপস্ বলে দিতে পারি। যদি আপনারা সেগুলো ভুলে না গিয়ে সিরিয়াসলি যথাযথভাবে মানতে পারেন, তবে দেখবেন খুব দ্রুতই আপনাদের উপর থেকে শকুনের চোখ উঠে গেছে। কাজগুলো হল,

১) দয়া করে পর্নের সাথে সাদৃশ্যপূর্ণ (বা স্বল্পক সাদৃশ্য) কোন ছবি প্রকাশ করবেন না।

২) পাঠক ও মন্তব্য লাভের আশায় সুন্দরী ললনাদের এমন ছবি প্রকাশ করবেন না, যা চটি গল্পের সাথে দেয়া ছবিগুলোর সাথে মিলে যায়।

৩) কোন ব্যক্তি, রাষ্ট্র, সরকার বা বিরোধী দলের বিরুদ্ধে এমন অযাচিত শব্দ প্রয়োগে সমালোচনা করবেন না যা অশ্লীলতার কাতারে পরে।


মোটাদাগে অনুরোধ থাকলো, সবাই সামান্য সময় ব্যায় করে ব্লগ ব্যবহারের নীতিমালাগুলো আবার পড়ে আসুন।




ব্লগের সদর দরজায় এমন একটি সুন্দর বাক্য এড করার জন্য ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ, তবে পড়ালেখা শব্দের পরিবর্তে অন্য কোন ব্যাপক অর্থবহ শৈল্পিক শব্দ যুক্ত করলে আমার গোয়েন্দারা উঁকুনাভিযান চালাতে এসে কিছু জ্ঞান নিয়ে যেতে পারতো।

সর্বশেষ কথা হল, প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে আপনাদের ব্লগের ব্লগারেরা সুযোগ্য নেতৃত্ব, সঠিক দিক নির্দেশনা এবং আপনাদের স্বচ্ছ পেশাদারিত্বের পাশাপাশি দেশপ্রেম ও আন্তরিকতার মাধ্যমে গণমানুষ, মানবিকতা, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের সবসময় সোচ্চার থেকেছেন। এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।

আপনাদের ও আপনাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সুখী, সুন্দর ও কল্যাণময় জীবন কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
খোদা হাফেজ, ব্লগ শিকল মুক্ত হোক, বাংলাদেশ চিরজীবী হোক।



দ্যা প্রেসিডেন্ট
ঢাকা, বাংলাদেশ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৯ সকাল ১০:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৪ মাসে সবেধন একটি পোষ্ট!
মুক্তি পাইলেন কেমতে?
আবার প্রথম পাতায়ও বটে!
কানে মূখৈ বলুনতো গুপন ফর্মুলাটা কি????

যাক।

টিপসে ;) যুক্তি আছে
হা হাহা

২৭ শে মে, ২০১৯ রাত ১১:৩৩

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: ব্লগার মিষ্টার মি. ম. ভাই, 

বাউন্স বলে তো আপনি সবার আগেই ছক্কা হাকলেন  

দেখা যাক, বাউন্স বলে কারা সুবিধা নিতে পারে  ;)



ভালবাসার গোপনীয়তা প্রকাশ করতে নাই; এটা আপেক্ষিক মধু।  

প্রিয় সুনাগরিক, 
যারা যুক্তি বুঝে না তারা শুধু এতটুকু মানলেই চলবে! 


১) দয়া করে পর্নের সাথে সাদৃশ্যপূর্ণ (বা স্বল্পক সাদৃশ্য) কোন ছবি প্রকাশ করবেন না। 

২) পাঠক ও মন্তব্য লাভের আশায় সুন্দরী ললনাদের এমন ছবি প্রকাশ করবেন না, যা চটি গল্পের সাথে দেয়া ছবিগুলোর সাথে মিলে যায়। 

৩) কোন ব্যক্তি, রাষ্ট্র, সরকার বা বিরোধী দলের বিরুদ্ধে এমন অযাচিত শব্দ প্রয়োগে সমালোচনা করবেন না যা অশ্লীলতার কাতারে পরে। 




এগুলো আপনার জন্য না  ;
আপনার জন্য রাষ্ট্রীয় ভালবাসা।  

২| ২৭ শে মে, ২০১৯ সকাল ১০:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে।

২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
রাষ্ট্রকে রেফিডেন্স দানকারী বন্ধু হিসেবে আপনাকে আমার ব্লগে সুস্বাগতম।

৩| ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:০৯

মা.হাসান বলেছেন: মহামান্য প্রেসিডেন্ট স্যার,
ওয়াআলাইকুম আস সালাম। আপনার উপদেশ আমাদের জন্য শিরোধার্য।
তবে কিছু কথা থাকে।
আপনি অবগত আছেন যে পুলিশ জনগনের বন্ধু। তবে পূর্বে যখন স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল তখন তারা কিছু স্বাধীনতা বিরোধী চেতনার লোককে পুলিশ বাহিনীতে চাকুরি দিয়েছে। এদের সবাইকে এখনো চিহ্নিত করা সম্ভব হয় নি। সরকারের সুনাম নষ্ট করার জন্য এরকম কিছু পুলিশ মাঝে মাঝে সাধারণ মানুষের পকেটে ইয়াবা রেখে ঝামেলা করে। দোষ হয় সোনার পুলিশ বাহিনীর সদস্যদের। তেমনি ভাবে আপনার কর্মি বাহিনীর কিছু লোক, যারা স্বাধীনতা বিরোধী সরকারের সময় নিয়োগ পেয়েছিল, এরা নিয়মিত ভাবে ব্লগে ফ্লাডিং, আপত্তিকর কন্টেন্ট পোস্ট, আক্রমনাত্মক পোস্ট ইত্যাদি করে আসছে।

এই ব্লগের সার্ভার ইউএসএতে অবস্থিত। ব্লগের ডোমেইনে .bd শব্দ নেই। এই ব্লগ বাংলাদেশের গন্ডির মধ্যে আবদ্ধ না। সারা পৃথিবীর বাংলাভাষা-ভাষি লোকেরা এখানে ব্লগিং করে । কাজেই বাংলাদেশ সরকারের এখানে কতৃত্ব করতে চাওয়ার কোন যুক্তি সঙ্গত কারণ দেখিনা। এমনকি সরকারি সংস্থাগুলো ব্লগ কতৃপক্ষের কাছে কোন ব্লগার সম্পর্কে তথ্য চাইলে ব্লগ কতৃপক্ষের তা সরবরাহ করার কোন বাধ্যবাধকতার কারণও খুঁজে পাই না। ব্লগ কতৃপক্ষ চাইলে যে কোন নেচারের পোস্ট অনুমোদন দিতে পারেন। তবে ব্লগ কতৃপক্ষ সভ্য সামাজিক নিয়মে বিশ্বাসি। কেউ আমাদের নোংরা ভাবে আঘাত করলে আমরা নোংরা ভাবে প্রত্যাঘাতে বিশ্বাসি না। আমরা যুক্তি ও মুক্ত বুদ্ধি দিয়ে অন্ধকারকে প্রতিহত করবো।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি।
জয় বাংলা। জয় বাংলা ব্লগিং।

২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: রাষ্ট্রের প্রিয় সুনাগরিক,

তোমার সুন্দর মন্তব্যটি পড়লাম, হ্যা এটা আফসোসের বটে কিন্তু এই সুদীর্ঘ মন্তব্যের প্রতিউত্তর হচ্ছে নিচের ভেড়া, বয়স্ক ভেড়া।




আমরা এসকল ভেড়াদেরকে রাষ্ট্রিয় কর্মকাণ্ড থেকে মুক্তি দিতে পারছি না। যার ধরুন এই বয়স্কদের শরীরের দুর্গন্ধময় লোমের ফাঁকফোকরে এমন কিছু দুস্কর্ম/দুস্কর্মা থেকে যায়, যা রাস্ট্রের জন্য ভাল দিক না।


বর্তমান সরকার আবার ক্ষমতায় গেলে হয়ত এই বয়স্করা সুদীর্ঘ সময় আর জীবিত থাকতে পারবে না। আশা করা যায়, এর পর ভাল দৃষ্টি সম্পন্ন লোক আসতে পারবে।


জয় ব্লগিং।

৪| ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই পেসিডেন্ট আবার কার মাল্টি!


লেখা ভালো। আমাদের অরিজিনাল রাষ্ট্রপতির মতোই রোমান্সে ভরপুর বক্তৃতা;)

{আজকাল পোস্ট না দিয়েও সেফ হওয়া যায়! ভন্ডবাবা নিকে একটা আইডি খুলবো নাকি। }

২৭ শে মে, ২০১৯ রাত ৮:০২

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: এই পেসিডেন্ট আবার কার মাল্টি!


রাষ্ট্রীয় পাঠকের প্রতিক্রিয়া,
মাল্টি কী ভাই?
রাস্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় মাঝেমইধ্যে এসব পূর্বেকার আমলের শব্দগুলোর অর্থ ভুলে যাই ;)

যদি এটা কার মাল্টি কয়ে দেই, তবে তো আর মাল্টির কেরামতি রক্ষা থাকলো না ;)

যাই হোক, মনে হয় না ভন্ডবাবা নামে একাউন্ট খোললে মুক্তি পাবে! কারণ আজকাল আমাদের রাস্ট্রীয় র‍্যাব ও নিরাপত্তা কর্মীরা চাঁদা না পাওয়ায় এসব অনেক ভণ্ডবাবাদের লাল ঘরে বন্ধি করে রাখছে। তবে, কিছু সংখ্যক বাবাদের ওখানে যাওয়ার পর বুদ্ধির দরজা খোলে যায়, যদিও ওদের জেলের দরজা দ্রুত খুলে না।



রাস্ট্রীয় শুভেচ্ছা ♥

৫| ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:৫৬

কালো যাদুকর বলেছেন: এই পোস্টটা পরে মনে হল "HR directed Ethics 101 training" . ভাল।

পরব।

২৭ শে মে, ২০১৯ রাত ৮:০৩

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
আপনাকে যাদুঘর থেকে বেরিয়ে আসার পারমিশন কে দিল? X((

৬| ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগ রাহুমুক্ত হোক......

২৭ শে মে, ২০১৯ রাত ৮:০৬

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: এ উপলক্ষে কোথাও কোনো মানববন্ধন বা শিরনি ফিরনির আয়োজন করতে তবে হয়তো ফ্রি ফ্রি খাওয়ার ব্যবস্থা পেতাম আপনাদের কপাল মন্দ। তারপর দেখা যাক সূর্য উঠে কি না

৭| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: পত্রিকায় পড়লাম আপনি নাকি চিকিৎসা করাতে (শারীরিক চেকআপ) করাতে লন্ডন গিয়েছিলেন?
আমাদের দেশে চেক আপ করানো যায় না? ভালো হাসপাতাল নেই? তাহলে ১৬ কোটি মানুষ কোথায় যাবে?


ব্লগের বিপদ কেটে যাবে ইনশাল্লাহ।

২৭ শে মে, ২০১৯ রাত ৮:১৩

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
দেখুন 16 কোটি মানুষ কোথায় যাবে সেটা তো চিন্তার বিষয় বটে। যদি 16 কোটি মানুষ চেকআপ করার জন্য লন্ডন চলে যায় তবে তো লন্ডন লন্ডন থাকবে না বাংলাদেশ হয়ে যাবে। আমরা চাইনা আমাদের ক্ষমতা হারাতে তাই আপাত আমরা এই রিক্স নিচ্ছি না।


রাষ্ট্রীয় শুভেচ্ছা আপনাকে জানানো গেল না দুঃখিত।

৮| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


সামুতে কোন ধরণের এলার্মিং শব্দ ব্যব হার না করা উচিত, ও পোষ্ট লিখতে খেয়াল রাখা উচিত।

সামুর প্রতিষ্টাতা হিসেবে বংগবন্ধু ও জেনারেল জিয়ার দীর্ঘ জীবন কামনা করছি।

২৭ শে মে, ২০১৯ রাত ৮:১৯

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
ধন্যবাদ সম্মানিত,
লক্ষণীয়, আমরা সংসদেও মুরুব্বীদের সম্মান দিতে জানি না কিন্তু এই ব্লগে আপনার মত মুরুব্বীদের যথেষ্ট সম্মান দেয়া হচ্ছে। আসলে এসব আমাকে বিশেষভাবে প্যারা দেয়। হয়তো আমার পূর্বে কোন সরকারি বুদ্ধিজীবী এখানে এসেছিল আর এ সম্মানটুকু নিতে না পারার কারণে অর্থাৎ তার নিজের হজম শক্তি কম থাকার কারণে সে ব্লগের বিরুদ্ধে লেগেছে।
আমি আমি ব্যক্তিগতভাবে তার সুস্থতা কামনা করি।


আপনার স্বদেশীয় রাষ্ট্রীয় শুভেচ্ছা জানবেন

৯| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৫:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পোস্টেই প্রথম পাতায়!!!!!!
বোঝাই যাচ্ছে আপনি সত্যিই রাষ্ট্রপতি মহাশয়। অভিবাদন আপনাকে। ‌
যথার্থই বলেছেন।
বাস্তবে সামুর রাহু মুক্তি আমাদের সবারই প্রার্থনা।
অনেক গুলো কমেন্ট জমে গেছে। এবার সময় নিয়ে প্রতিমন্তব্যগুলো কাইন্ডলি দিয়ে দিন।

অফুরান শুভেচ্ছা জানবেন।

২৭ শে মে, ২০১৯ রাত ৮:৩০

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
আমার সময়ের গুরুত্ব বোঝার কারণে আপনাকে ধন্যবাদ। আপনাকে রাষ্ট্রীয় অভিনন্দন আমার ব্লগবাড়িতে আগমন করার জন্য।
রাষ্ট্রের দুর্বিসহ যন্ত্রনা নিয়ে রাতে গ্যাস্ট্রিকের ঔষধের সাথে পেইস ১০ পয়েন্ট খেয়েও ঘুম আসে না। সম্প্রতি আপনাদের ব্লগিং করার জজবা দেখে আমার সন্দেহ হয় এটা কি সত্যি চটি বা পোর্ণ সাইট । আমাদের মহামান্য ভেড়া ক্ষমতায় আসার প্রথম দিকে যে চটি গুলোর সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন তাদের একটার সাথেও আপনাদের ব্লগের মিল নাই। সত্যি এটা খুব কষ্টের। আমার জন্য না যারা চটি খুঁজে এখানে তাদের জন্য ;)

১০| ২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রেসিডেন্টের কাজ জানাজা আর শোকবানী প্রদান, ব্লগিং নয়।

২৭ শে মে, ২০১৯ রাত ৮:৩৬

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: প্রিয় রসের হাড়ি বিক্রিকারী অরাষ্ট্রীয় রম্যকার লেখক গিয়াস ভাই,

ঠিক বলেছেন, প্রেসিডেন্ট এর কাজ জানাজা আর শকরানি প্রদান। এই জানাজা পড়তে কিন্তু আপনাদের ব্লগে আমার আসা। এসে দেখি এটা তো জানাযার যোগ্যই হয়নি। তল্লাশি নিতে গিয়ে যে কর্মীদের নিয়োগ করেছি তাদের উপর আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। সেজন্যই সেই কর্মীদের যাচাই বাছাই সহ কষ্টিত জীবনে কিছুক্ষণ আনন্দ লাভ করার জন্য ব্লগিং শুরু করলাম।


আপনাকে রাষ্ট্রীয় হাসি জানানো হলো =p~

১১| ২৭ শে মে, ২০১৯ রাত ৮:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তাইলে পুধানমতিরি নামে আইডি খুলবো, বাংলাদেশের পেসিডেন্টুররা কোন কাজের না।

ঘুইরা আসুন...... :D

২৭ শে মে, ২০১৯ রাত ৮:৪৩

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
রাষ্ট্র চালাতে গেলে এমন জিনিস গুলো আগে থেকে মুখস্থ করে রাখতে হয়। ঘুরে এসেছি তবে সেটা প্রথমবার না অনেক আগের পোস্টটা অনেক আগেই পড়েছি। ধন্যবাদ অনেকদিন পর স্মরণ করিয়ে দেয়ার জন্য।


আপনি যে নামটা এখানে বলছেন (পুধানমতিরি) মনে হয় না এই নামে আপনি একাউন্ট খুলতে পারবেন। যদিও বর্ডার ক্রস করে খুলে ফেলেন তবুও কিন্তু প্রথম পাতায় আসতে পারবেন না। কারণ আমরা রাষ্ট্রীয়ভাবে ব্লগে স্মারকলিপি প্রদানের মাধ্যমে আপনার বিরুদ্ধে অবস্থান নেব। প্রয়োজনে সরকারি মানববন্ধন , সরকারি আন্দোলনের ডাক দেয়া হবে। ঘরে ঘরে আমরা সরকারি কেল্লা নির্মাণ করব। তবু এরকম রাষ্ট্রীয় মানহানিকর কাজ করার সুযোগ আপনাকে দেয়া--- হবে----- না।

১২| ২৮ শে মে, ২০১৯ রাত ১২:৩৮

আহমেদ জী এস বলেছেন: দ্যা প্রেসিডেন্ট,



প্রেসিডেন্ট হিসেবে যে যে ফরমান নাজিল করেছেন তা তো নিজেই ভঙ্গ করেছেন আবার-----
এক প্রতিমন্তব্যে লিখেছেন - আমরা এসকল ভেড়াদেরকে রাষ্ট্রিয় কর্মকাণ্ড থেকে মুক্তি দিতে পারছি না। এটা আপনার ফরমান নম্বর ৩ এর সুস্পষ্ট লঙ্ঘন। :P
একই রকম লঙ্ঘন করেছেন একথা বলে -----আজকাল আমাদের রাস্ট্রীয় র‍্যাব ও নিরাপত্তা কর্মীরা চাঁদা না পাওয়ায়.... B-)

হুমমমমমমমম, যেমন দেশের তেমন ধ্য পেসিডেন,,,,,,,,,,,,,,,,,,,,,,,, :|
আমার এই বাক্যটিও কি আপনার ফরমান লঙ্ঘনের আওতায় পড়বে??????????????????? :P

২৮ শে মে, ২০১৯ বিকাল ৫:৫৬

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
জঘন্য দেশের মান্যবর সুনাগরিক,

অবশ্যই পড়বে, পড়বে না কেন! যে কুকাজ করলেন, তাতে না পড়ার তো কথাই না।
দেখুন, রাষ্ট্রীয়ভাবে আমাদেরও কিছু স্বাধীনতা আছে। আমরাও ফিল্ম দেখি। ইতিহাস আমরাও পড়ি। রাজনীতি করে এখান অবধি এসেছি বলে যে একেবারে মুক্ষসুক্ষ তেমন না। দেখুন, রাষ্ট্র চালানো যে কত্তবড় ঘাড়ত্যাড়ামি দায়িত্ব হেইডা আপনারা বুঝবেন না।( আপনাদের বুঝার সুযোগ দেয়া হচ্ছে না বটে।) আপনারা তো আমাদের মাথায় কাঠাল ভেঙে খেতে পারেন শুধু। রাষ্ট্রীয় কাঠাল হলে তো আর কথাই নাই। একবারো আমাদের বন্দিত্বের কথা চিন্তা করেন না! যদি আমাদের এই বন্দি জীবনের কথা ভাবতেন, তবে এমন নির্দয়ভাবে আমাদের ভুল ধরতে পারতেন না!

যাই হোক, রাষ্ট্রীয়ভাবে আপনাদের হেদায়াত কামনা করি।

১৩| ২৮ শে মে, ২০১৯ ভোর ৪:৩২

কালো যাদুকর বলেছেন: Dear The President,
I want to make a clarification , if I may, with your permission ,about my beloved Nick. It's actually mean Black Megician. it has no remote connection with Musium. Please read my Nick name closely. However, I highly appreciate your dedication about our Blog on your very first post.
Another request, please take sincere initiative to drain the swamp. We have few frog here.
Sincerely yours.

২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
বাংলা ব্লগে মানুষ ইংলিশও লিখে #:-S

আপনি চাকচেচ ম্যান!

১৪| ২৮ শে মে, ২০১৯ ভোর ৪:৫৬

বলেছেন: আবারো আপনাকে প্রসিডেন্ট হিসাবে দেখতে চাই।।।

কাজের কাজে হবেই হবে।।।।

২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
দেখুন,
সাময়িক সময় নিয়ে ব্লগে এসেছি দেখে ভাইবেন না চেয়ার খালি রেখে এসেছি।
পাহারাদার নিয়োজিত আছে ;)


১৫| ২৮ শে মে, ২০১৯ সকাল ৭:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
দেখুন 16 কোটি মানুষ কোথায় যাবে সেটা তো চিন্তার বিষয় বটে। যদি 16 কোটি মানুষ চেকআপ করার জন্য লন্ডন চলে যায় তবে তো লন্ডন লন্ডন থাকবে না বাংলাদেশ হয়ে যাবে। আমরা চাইনা আমাদের ক্ষমতা হারাতে তাই আপাত আমরা এই রিক্স নিচ্ছি না।
রাষ্ট্রীয় শুভেচ্ছা আপনাকে জানানো গেল না দুঃখিত।

রাষ্ট্রীয় শুভেছা না জানানো গেলেও, রাষ্ট্রীয় দাওয়াতও তো পাই না!

২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
রাষ্ট্রীয় দাওয়াত খেতে তো আর সালামি লাগে না, তাই গায়েপড়ে খবর নিচ্ছেন ;)। আপনি ভদ্রলোক বটে, অনেকেই তো দাওয়াত ছাড়া চলে আসেন। যাদেরকে দাওয়াত দিতে নিষেধ করি, সেই পেটুকশ্রেষ্ঠদেরও সবশেষে রাষ্ট্রীয় খাবারদাবারের টেবিলে দেখতে পাই!

যাই হোক, দু'আ কইরেন, বেতন বাড়লে নিমন্ত্রণ হবে ;) ;)

১৬| ২৮ শে মে, ২০১৯ সকাল ১০:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পেপসোডেন্ট সাহেবের বাণীখানা দেখে একটা মাইনাচ দিয়ে গেলাম B-))

২৮ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১০

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
আপনারা যে মাইনাচ দিয়ে হুদাই নিজেদের উপর সন্দেহের তীর টেনে নিচ্ছেন সেই খবর কি রাখেন?

রাষ্ট্রীয়ভাবে মাইনাচ দেয়া যায় না, খরচপাতির ব্যাপার আছে। তাই খালি হাতেই করতালি ;) ;)

১৭| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: কোন মন্তব্য নেই।

কমেন্ট ও পোষ্ট পড়লাম।

আপনি সবাইকে চিনেন বুঝলাম। তাইওতো ওবাইদুল কাদের এর মতো বলতে হচ্ছে, নতুন বতলে পুরাতন মদ কিনা, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ...

আর, বঙ্গবন্ধু এবং জিয়া দুজনেরই প্রসংশা। আপনি তৃতীয় কোন রাজনৈতিক দলের সদস্য কিনা।

তাইওতো, মখা আলমগীরের মতো বলতে হচ্ছে "জামায়াত শিবিরের কর্মীদের কাজ" যদিও নিজেকে প্রেসিডেন্ট দাবি করছেন।

১৮| ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৮

খায়রুল আহসান বলেছেন: মুক্তি মিলবে কবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.