নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন বোতলে পুরাইন্না....

দ্যা প্রেসিডেন্ট

জ্ঞান ছড়িয়ে পড়ুক সর্বত্র...

দ্যা প্রেসিডেন্ট › বিস্তারিত পোস্টঃ

ব্লগারগণ, ভাইরাল হওয়া এই নিউজটির সত্যতা কতটুকু?

০৪ ঠা জুন, ২০১৯ ভোর ৬:৫৫


'আড়ং চিটিং করেছে। ২৫/৫/১৯ -এ একটি পাঞ্জাবী কেনা হয় ৭৩০ টাকায়, একই পাঞ্জাবী ৩১/৫/১৯ -এ কেনা হয় ১৩১০ টাকায়। ৫ দিনের মধ্যে দাম বেড়ে গেলো! X((

ভোক্তা আইন পরিষদের উপপরিচালক মোঃ শাহরিয়ার স্যার জরিমানা করায় আড়ং এর ক্ষমতাধর ধনী ব্যবসায়ীরা তাকে একদিনের মধ্যেই বদলী করে দিলো। 
আমরা সাধারণ জনগণই একমাত্র এদের বিরুদ্ধে লড়তে পারি, তবে একত্রিত হয়ে। আমরা অন্তত আজকের জন্য কি আড়ংকে বয়কট করতে পারি না?
আজ দেশের কোনো আড়ংয়েই কোনো কাস্টমার থাকবে না। দেশের এসকল দুর্নীতির বিরুদ্ধে আসুন না একটু প্রতিবাদী হই। আমাদের দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই।
# boycott Aarong
#at least for Today'



পোস্টটি জনগণের সারিতে দাঁড়িয়ে থাকা একজন সরকারি ডাক্তারের প্রেসক্রিপশন থেকে নেয়া।

আমার কেন জানি সত্য বলে মনে হচ্ছে, না হলে রেজা ঘটক পোস্ট দিতেন না।
রেজা ঘটক ভাইয়ের পোস্ট লিংক।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৭:০৯

জাহিদ অনিক বলেছেন: ঘটনা সত্য বলেই মনে হচ্ছে। অনেকের পোষ্ট দেখেলাম এইটা নিয়ে।

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৭:৫১

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: হু, কুল-জনগণ ব্যাপকভাবে যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তাতে সত্যই মনে হচ্ছে। তবে সত্য হলে যে ওদের কিছু করতে পারবেন তা মনে হয় না; আমরা যে তাদের পেছনে আছি।

যাকগে, পাঠপূর্বক মন্তব্যের জন্য কবিকে ধন্যবাদ। সময় আমাদের করণীয় জানয়ে যাবেন।

২| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৭:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Oh

০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৭:৫৫

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
আপনি জনগণের স্তরে নাই ভাইবেন না, আপনি বিদেশ থেকে দেশ বাঁচান হিসেবে এবিষয়ে শুধু হুই আপনার কাছে কাম্য নয়! ভাল করে আমাদের জনগণদের উদ্দেশ্যে কিছু কন।

৩| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১০:০৮

বলেছেন: দশজনে যাহা বলে তাহাই সইত্য -

০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৩:১৩

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: লতিফ ভাই,

দশজন আমাদের পক্ষে গাণ গায়, আর দশজন আমাদের বিপক্ষে

৪| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: ঘটনা সত্য !
ঈদ মোবারাক :)

০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৩:১৩

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: অসম্ভব খারাপ একটা ঘটনা।

জাতি মুক্তি পাক।

৫| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১০:৫৯

মা.হাসান বলেছেন: তওবা তওবা, দেশে এমন দিনও আইয়া পড়লো যে প্রেসিডেন্ট কে জিজ্ঞাসা করতে হয় জনগণের কাছে ঘটনা সত্য কিনা!!
যাউগ্গা, সত্য কথা কই। সত্য কথা হইলো ঘটনা পুরোপুরি মিথ্যা। সরকারি চাকরিতে বদলি খুব স্বাভাবিক একটা ঘটনা। সকল বদলি শুধু জনস্বার্থেই করা হয়ে থাকে। যেই ব্যাটা ডাক্তার সরকারি চাকরি করে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে পোস্ট দিছে তার ফাঁসি চাই। জয় ঈদ।

০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৩:২২

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:

জয় ঈদ মোবারক


শুনেন, মিডিয়া কন আর যাই কন, সবই আমাদের চামচা। একমাত্র জনগণই এমন বেহুদা পাব্লিক, যারা আমগোরে তোয়াক্কা করে না, আর জনগণের মইধ্যে ব্লগাররাই সচেতন পাব্লিকগোষ্ঠী।


তবে আপনার মত এমন সাচ্ছা জনগণ পাওয়া বড় মুশকিল। আপনি বিষয়টা বহুত বুঝি ফেলছেন। আপনাকে জাতীয় শ্রদ্ধা।
সাথে থাইকেন, সমর্থন পাইবেন ;) আসনও পেতে পারেন, একান্তে সাক্ষাতের সুযোগের অপেক্ষা কইরেন ;)

৬| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:০১

ভুয়া মফিজ বলেছেন: ঘটনা সইত্য। নিউজের লিঙ্ক দিলাম, view this link

০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৩:২৫

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: তাহলে তো ঘটনা সত্য দেখতাছি। আমাদের জনগণের উচিত বয়কট করা; দেখুন আমরা ওদের কিচ্ছু কথে পারি না, তয় জনগণ যখন এই পুঁজিবাদদের বিরুদ্ধে কথা কয়, তখন তারা কিছুটা হলেও ভয় পেয়ে আমাদের কাছে আসে। তখন বহুত মজা লাগে ;)

৭| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: আড়ং বা পারসোনা এখন সীমাহীন টাকার মালিক। ১৫/২০ লাখ টাকা জরিমানা করলে ওদের কিছুই যাবে আসবে না।

০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৩:৪৫

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: আমরা কিছু বলতে পারিন্না ভাই, এরা টাকার টিস্যু দিয়ে আমাগো সব দিক বন্ধ করে দেয়, যার কারণে কিছু দেখতে পাই না! আর তাই তো আপনাগো কাছে নিউজ জানবার চাই। আপ্নারা লাখ টাকার হিসাব শুধুনলেই চোখ কপালে তুলেন আর আমরা কোটি টাকার খবরেও তৃপ্ত হই না।


ঈদ মোবারক ভাই৷
সুরভী ভাবী কেমন আছেন?
জানাইয়্যেন ;)

৮| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:৩০

সুমন কর বলেছেন: সত্যই ছিল। এখন বদলির আদেশ স্থগিত করা হয়েছে।

০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৩:৪৭

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
তাহলে বুঝা গেল, জনগণের হৈ-হুল্লোড় কিছুটা কাজের।


ধন্যবাদ।

ঈদ মোবারক

৯| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১:৫০

ঢাবিয়ান বলেছেন: আড়ং বরাবরই গলাকাটা ।তাই আড়ং বয়কট করে চলাই উচিৎ সবার।

০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৩:৪৯

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
আমার কিছু সিস্টার আছে যারা আরংয়ের তলি পট্টি পরিধান করলে গর্ব বোধ করে। এখনো করবে কিনা দেখবার বড্ড মন চাচ্ছে ;)

হু, বয়কট করা অবশ্যই উচিত।

রাষ্ট্রীয় ঈদ মোবারক
ঈদের শুভেচ্ছা জানবেন

১০| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ২:৪১

মুফীদ হাসান বলেছেন: এই বিষয়ে সজিব ওয়াজেদ জয় এর সাথে কথা বললে ভালো হয়! আমার মনে হয় সঠিক তথ্যটা সে ই দিতে পারবে।

০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৩:৫১

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: ভদ্র লোক ঈদের মার্কেট করে ফেলছেন অনেক আগেই ;)

আপনি ট্যাগ দিয়ে কথা কবেন না ক'লাম!

রাষ্ট্রীয় ঈদ মোবারক
ঈদের শুভেচ্ছা জানবেন

১১| ০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৪:১৬

ওমেরা বলেছেন: আড়ং এর কোন জিনিসই আমার পছন্দ লাগে না , কি সব হাবি জাবি জিনিস অনেক দাম রাখে। আমি কখনো কিছু কিনিনি আড়ং থেকে । আমার আপু আবার আড়ং ছাড়া কিছু বুঝে না । আড়ং এর কাপড় পরে নাকি খুব আরাম ।
গতবছর ডিসেম্বর মাসে আমার আপু আড়ং থেকে একটা ড্রেস পাঠিয়েছে এখনো পরিনি আপনার পোষ্ট পড়ে সিন্ধান্ত নিলাম ওটা কখনো পরবই না।

০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৫:১৬

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: আড়ং এর কাপড় পরে আরাম হলে আপনি বিদেশি কাপড় না পরে আড়ংকেই কাছে টানতেন; আপনাদের কাছে টাকা মুখ্য হওয়ার কথা না! বরং বাঙালিদের কাছে আড়ং মানে অভিজাত জাতীয় উগ্রামী। আপনার আপুও তার বাহিরে না।


আপনার মানসিক মনোভাবকে শ্রদ্ধা জানাই। যদি সত্যি না পরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে আপনার আশপাশে যদি কোন বাঙালি থাকে তাকে গিফট দিয়ে দিয়েন; পূর্বশর্ত, আড়ং এর স্টিকার খুলে দিয়েন।


আপনার আজমের ঈদের দিনের শুভেচ্ছা ও ভালবাসা জানবেন।
রাষ্ট্রীয় ঈদ মোবারক 


১২| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আড়ং এটা ভালো কাজ করেনি। তবে, এর জন্যে আড়ং বর্জন করলে আমাদের দেশের হাজারো কুটির শিল্প এবং অনেক গরীব মানুষ অসুবিধায় পড়বেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.