| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কপোত-কপোতীদের জন্য দুইটা খবর আছে ।
একটা ভালো,একটা খারাপ। দুঃসংবাদটা দিয়েই শুরু
করা যাক।
দুঃসংবাদঃ-
অবরোধে সহিংসতা ঠেকাতে মোটরবাইকে চালক
ব্যতীত অন্য কোন সঙ্গী থাকার
ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
থেকে ১৯৮৩ সালের মোটর ভেহিকেলস অধ্যাদেশ এর
৮৮ ধারার ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত
সরকার সারা দেশে মোটর সাইকেলে চালক ব্যতিত
অন্য কোনো যাত্রী বা সঙ্গী বহন নিষিদ্ধ ঘোষণা করে।
নাও, যারা জেল মাইরা চুল স্পাইক কইরা বাইকের
পিছনে গার্লফ্রেন্ডকে বসাইয়া ভাবসাব মাইরা চল,
তারা এইবার মুড়ি খাও।
সুসংবাদঃ- ২১ তারিখ থেকে খুলে দেওয়া হল ইন্সট্যান্ট
মেসেজিং এন্ড ভিওয়াইপি এপস হোয়াটসএপ,
লাইন,ট্যাংগো,লাইন ও ভাইবার। যারা এইকদিন
নিষেধাজ্ঞার কারনে চুটায়া প্রেম করতে পারেন
নাই বলে ডিজিটাল বাংলাদেশের চৌদ্দগুষ্ঠি উদ্ধার
করতেছিলেন তারা এখন পোষাইয়া নেন।
২|
২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫
নূরুস শাফী প্রিন্স বলেছেন: :-D @রণজিত দা
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭
রণজিত্ কুমার মহন্ত বলেছেন: