| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিতমখুশি
আমার প্রথম ব্লগিং শুরু হয় একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট এর মাধ্যমে। এরপর থেকে ব্লগিং করার ইচ্ছা প্রবল থেকে প্রবল হতে থাকে। একপর্যায়ে এটা পাগলামিতে পরিণত হয়! এখনও এই পাগলামি আছে এবং সামনে আরও বাড়বে বলে মনে হয়!! ও হ্যা, আরেকটা কথা, আমার বয়স ১৪ বছর। বিদেশে সাধারণত এই বয়সের ছেলে-মেয়েরে প্রচুর ব্লগিং করে। কিন্তু, বাংলাদেশে এই অবস্থা নেই। তাই, নিজে এতো কম বয়সে ব্লগিং করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
আজকে কিভাবে এই পোস্টটি লেখবো বুঝতে পারছি না। সম্প্রতি সরকার ডিজনি তথা ডোরেমন কার্টুনটি বন্ধ করে দিয়েছে।
বেশ অনেকদিন আগে থেকেই ডোরেমন কার্টুনটি বন্ধ করার জন্য জোর দাবি জানানো হচ্ছিলো। কেউ কেউ বলেছিল, এটা বন্ধ করতে কেউ কেউ বলেছিল বাংলায় ডাবিং করতে।
আমিও এই কার্টুনটির বিপক্ষে ছিলাম, তবে আমার মতামত ছিলো, এটি যেন বাংলায় ডাবিং করে দেখানো হয়। কিন্তু, সরকার এটি বন্ধ করে দিয়েছে, কিন্তু সরকারের বন্ধ করার মত যোগ্যতা কি আদৌ আছে কি? সরকার কোন কোন কার্টুন বাংলায় তৈরি করেছে? কি কি ছোটদের অনুষ্ঠান সম্প্রচার করেছে? বাংলাদেশের প্রত্যেকটি চ্যানেলে ছোটদের জন্য কতটুকু সময় বরাদ্দ রাখা হয়?
কিছুদিন আগে দেখেছিলাম, মহা চুদুর বুদুর রহমানের এটিএন বাংলায় ছোটদের জন্য অনুষ্ঠানের নামে অত্যন্ত বাজে মানের কিছু অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।
কথায় আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। এতদিন তো তাও শিশুদের একমাত্র বিনোদন ছিল ডোরেমন। এখন তো সেটাও নেই! এখন তারা কি করবে? এখন তাদের অবস্থা বদ্ধ খাচায় বন্দি পাখির মত।
এখন, হয়তো তারা চ্যানেল ঘুরাতে ঘুরাতে পেয়ে যাবে হিন্দি গান অথবা কোন আইটেম গান যেগুলো দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে পড়বে এবং পরবর্তীতে একটি মানসিকভাবে বিপর্যস্ত প্রজন্ম তৈরি হয়ে যাবে ও তাদেরকে আমরা দেশ চালানোর দায়িত্ব দেবো!
আমিও চাই ডোরেমন বন্ধ হোক তবে সেটা যেন হিন্দি হয়। ডোরেমন বাংলায় প্রচার করে অথবা বাংলায় কোন সুন্দর এবং বেশ ভালো মানের কার্টুন তৈরি করে দেখানো হোক।
২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: আমি তো আজকেও দেখলাম যে ডোরেমন ডিজনী চ্যানেলে হচ্ছে। ডিজনী চ্যানেল টা যেটা ইন্ডিয়ায় হোস্ট হয় ।
৩|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমার এখানে হাঙ্গামা আছে
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
হেডস্যার বলেছেন:
আগে আমারে বলেন, যখন ডরেমন আছিলো না তখন পোলাপান কি করত?