|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বুলি বলে শুনতে পাই, রূপ কেমন তা দেখি নাই, ভীষম ঘোর দেখি।। পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না, উপায় কী করি, আমি উপায় কী করি।।
 
 এইমাত্র ঘটনা ঘটল। 
দুইটা ড্রাফট পোস্ট ঠিক করছি আর মন্তব্যে সহব্লগারদের সাথে আলাপ করছি।
বারবার অটো লগআউট হচ্ছে তো কদিন ধরেই।
হঠাৎ দেখি সেই মাহাত্ম্যপূর্ণ বাণী, যা এর আগে আমার নিজস্ব দুইমাত্র মাল্টির দুটাতেই দেখা হয়ে গেছে।
প্রচন্ড অভিমান হল। কার উপরে হল বুঝলাম না।
রাগের চেয়ে অবাক বেশি। ব্যান হব ঠিক কী কারণে? নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা আছে, অ্যাভারেজের চেয়ে তিন ডিগ্রি বেশি ভদ্র যে কোন কাজে অথবা ব্লগীয় ইন্টারাকশনের (ব্যতিক্রম তো থাকবেই... সেটা বিশেষ সময়ে)।
আর এখন ঠিক কোন্ কারণে ব্যান হতে পারে! আগামাথা কিছুই পেলাম না।
প্রথমেই নিলাম স্ক্রিনশট।
তারপর ভাবলাম, স্ক্রিনশট দিয়ে একটা পোস্ট মেরে তিন-চারটা ব্লগালয়ে হাজির হব। সামুতে যে পরিমাণ ইন্টারাকশন পাওয়া যায়, আশা করলাম তিন-চারটা ব্লগের যোগফলে সেই পরিমাণ পাব। তাতেই হবে। প্লাটফর্মে আর কী এসে যায়। কথা বলতে পারলে, শুনতে পারলেই যথেষ্ট।
প্রচন্ড শ্লাঘা লাগল।
দ্বিতীয়বার কিছুতেই লগ ইন করব না।
 হঠাৎ মনে হল, অটো লগ আউট যেমন বাগ, এটাও বাগ না তো?
সব জায়গাতেই একাধিকবার দেখা দরকার শুধু এই কারণে যে, কোন ভুল হয় নাই তো?
এই ভাবনাটার কারণ মাত্র একটা, বিন্দুমাত্র ফ্ল নেই আমার গত তিন মাসে। হতেই পারে না ব্যান। তাহলে...
পুরোপুরি নিশ্চিত ছিলাম, লগইনের চেষ্টা করামাত্র ওই নোটিশটা আবার আসবে। এবং আমি পাড়ি জমাব, সমস্ত লেখার ব্যাকাপ নেয়া শেষে।
আজব! লগিন হল, চার পাঁচটা মন্তব্য করলাম। 
বিন্দুমাত্র কারণ ছাড়া এবার ব্যান হলে মারা গেলেও আমার নাতিকেও আর সামুমুখো হতে দিতাম না। 
আল্লাহ বাঁচালো, অকারণ একটা ভুল ধারণা নিয়ে সরে গেলাম না।
প্ল্যাটফর্মটার সবচে বাজে বাগ এবার প্লাটফর্মকে সবচে বাজে কলঙ্ক দিতে চলেছে।
আত্মমর্যাদাসম্পণ্ন যে কোন ব্লগার দ্বিতীয়বার লগ ইন করে দেখার ট্রাই না-ও করতে পারেন। একজনের ক্ষেত্রে এটা অধর্তব্য, দশজনের ক্ষেত্রেও। কিন্তু ভাল ব্লগার, পুরনো ফেয়ার ইউজার একশোজনের ক্ষেত্রে এটা সামুর অপমৃততুর কারণ হবে। রীতিমত গণবিপর্যয়কর পরিস্থিতি।
মনে হয় সামুর মডারেটর আর ডেভলপারদের পুরো স্ক্রিপ্টে চোখ দেয়ার সময় এসেছে।
 ৫০ টি
    	৫০ টি    	 +৩/-০
    	+৩/-০  ১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:৪৯
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:৪৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মেহেদী ভাই... এই বিভাগটা আমার দৈনন্দীন বিষয় নিয়ে... অথবা চলমান আশপাশ নিয়ে।   
 
২|  ১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:০৭
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:০৭
মামুন রশিদ বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ লিসানি ভাই । আশা করি অন্য কোন ব্লগারের ক্ষেত্রেও এটা ঘটলে দ্বিতীয়বার লগইনের চেষ্টা না করে ব্লগ ছেড়ে দিবেন না । 
আর ব্লগারদের বিভ্রান্ত করার জন্য এই বাগটাই যথেষ্ট । এমনিতেই লগইন সমস্যার জন্য ব্লগাররা বিরক্ত ।
আশা করি কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিবেন এবং সামুকে দ্রুত বাগমুক্ত করার পদক্ষেপ নিবেন ।
  ১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:১৪
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৪:১৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: রীতিমত শক পেয়েছিলাম। ড্রাফটগুলো গোছানো শুরু করব, এখনো কিছু আসছে না। সিরিজের পরের পোস্টগুলোর জন্য। কালকে রাতেও অটো লগআউটের পর বিরক্ত হয়ে আর লগিন করিনি। আজকে এখন চারবার-পাঁচবার।
আমি সাধারণত একটা প্রতিষ্ঠান কীভাবে চলবে বা ভালভাবে খারাপভাবে চলছে কিনা তা নিয়ে নাক গলাই না। প্রতিষ্ঠান যারা চালায় তারাই বোঝে হ্যাপা কাকে বলে। আমার দুই পয়সার পুকুরের ব্যবসা চালাতে গিয়ে গলদঘর্ম। এক হাজার একটা ভুল। আর এটা তো বিশাল কমুনিটি। 
তার পরও, স্ক্রিপ্ট আগাপাশতলা ঘেঁটে দেখে পুরোটাকে ঢেলে সাজাতে ভাল ডেভলপারদের এক সপ্তাহের বেশি লাগবে না- যদি অ্যাসাইন করা যায়।
ব্যাপারটা এখন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। নজর তো দিতেই হবে।
৩|  ১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:০৫
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:০৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
আশা করি কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিবেন এবং সামুকে দ্রুত বাগমুক্ত করার পদক্ষেপ নিবেন ।
  ১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৩০
১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৩০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জানা আপু বিষয়টা ঘেঁটে দেখছেন, খুব ভাল লাগল। এ ধরনের পরিস্থিতি কেটে যাবে আশা করছি। ধন্যবাদ ভাই।
৪|  ১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:১৩
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:১৩
জানা বলেছেন: 
আপনার পোস্ট পড়ে আমি রীতিমত শক্ড @লিসানি। এমন ঘটনা আগে কখনও ঘটেনি। 
আমরা দেখছি। পরে আবারও আসবো এখানে দায়বদ্ধতা নিয়ে। 
অসুবিধার জন্য দুঃখিত। 
  ১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৩১
১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৩১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আপু বিষয়টা যে বাগ তা তো এখন নিশ্চিত। খুবই আনইউজুয়াল হলেও, পরিস্থিতি সেদিকেই গেছে। 
অসুবিধা তো কিছু নেই, শুধুই একটা মন খারাপ ছিল। যা লগ ইন করে বুঝতে পেরেই ভাল হয়ে গেছে।
অগুণতি ধন্যবাদ রইল বিষয়টা আমলে নেয়াতে। 
৫|  ১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:২৬
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:২৬
ভোরের সূর্য বলেছেন: জানা আপু
লগিন সমস্যা অনেক আগে থেকেই হচ্ছে।কিছুক্ষন আগেও আমি একটা কমেন্ট লিখছিলাম।পোস্ট করার সময় দেখি অটো লগআউট হয়ে গেছি।আবার নতুন করে লিখতে হল।বেশ কয়েকদিন আগেই আমি মেইল দিয়েছিলাম কিন্তু কোন রিপলাই পাইনি।আর বার বার আপনাকে পারসোনালি মেইল দিয়ে ডিসটার্ব  করতে ইচ্ছা করেনা তাই আপনাকে জানায়নি।এখন আপনার রিপলাই দেখে জানালাম আপনাকে।গত কালকেও আরজুপনি এই সমস্যা নিয়ে একটা পোস্ট দিয়েছে। একটু দেখুন প্লিজ।
  ১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৩
১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: নতুন করে লগ ইন করা খুব কষ্টকর বিষয় হয় মাঝে মাঝে। কিন্তু ইদানিং সমস্যাটা খুব বেশি বেড়ে গেছে। 
আশা করছি স্থায়ী একটা সমাধান হবে।
৬|  ১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৮
১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ইদ মোবারক ভাই   
 
  ১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৩
১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আ-হ্! মুক্তদেশের সহযোদ্ধা! ঈদ মোবারক ভাই। আশা করি খুব খুব ভাল আছেন।
৭|  ১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:১২
১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:১২
আরজু পনি  বলেছেন: 
আজকে এমন সব ঘটনা গটছে যে সত্যিই হার্টের রোগী হয়ে যাবো 
আমার ক্ষেত্রে এমন ঘটলে তো ............   
   
 
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৪৪
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৪৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: তাহলে তো বাকী ঘটনাগুলোর জন্য একটু ঘুরে দেখতে হয়... মজা পাব আশা করি।
ধরেন, পনিআপু, বাই চান্স আমি যদি এই নোটিশটা দেখার তিনদিনের মধ্যে কোন বাজে কমেন্ট/ ঝগড়াঝাটি বা গালাগালি করে থাকতাম... তাহলে তো রিট্রাই না করে মাথা গুঁজ করে চলেই যেতাম- বড়জোর ভাবতাম গালাগালিতেই ব্যান।
৮|  ১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:২৫
১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:২৫
হাসান মাহবুব বলেছেন: নানারকম সমস্যায় সামু ভারাক্রান্ত। টেকনিক্যাল সমস্যাগুলোর সমাধান করতে না পারার প্রতিফলন দেখা যাচ্ছে এ্যালেক্সা র্যাংকিংয়ে। আগে সামু ছিলো বাংলাদেশের টপটেন সাইটের একটা। এখন ২৬ নাম্বারে। কোথায় গিয়ে ঠেকবে কে জানে!
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৫১
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৫১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: হামাভাই, সামু খুব বেশি পিছাবে না। আমার মনে হয়, অ্যালেক্সা কমার কারণ এগুলো-
১. মানুষ প্রচুর পরিমাণে নেট ইউজার হচ্ছে, বিশেষ করে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে। তারা সামুয়িক নয়।
২. কিছু পরিমাণে নিক গত ছয় বছরে আসলেই হারিয়েছে এখান থেকে চিরদিনের জন্য।
৩. যেটাকে আমি বলব 'বাংলা ভাষায় সোশ্যাল এন্টারটেইনমেন্ট', স্বভাবতই সেটার বিস্তৃতি অনেক বেড়েছে। ফেবু সহ। যেমন একটা সময়ে শুধু বাংলা দেখার জন্য বুভুক্ষু হয়ে সামুতে ঢুকতাম করতাম। তখনো কিন্তু কমুনিটির চেতনা আসেনি, থাকতে থাকতেই আসে।
৪. সুনির্দিষ্ট কিছু বিতর্ক।
আমার মতে সামুর বাগ সামু ইউজার কমানোতে সবচে কম অবদান রাখে।
আর রাঙ্কিং কমলেও ইউজার মোটামুটি কাছাকাছিই আছে। কিছুটা কমেছে হয়ত। অ-ব্লগার পাঠকও আগের চেয়ে বাড়তি। সামুকে ততক্ষণ পর্যন্ত আনডিফিটেবল পজিশনে পাবেন আপনি, যতক্ষণ পর্যন্ত এখানকার অসাধারণ পোস্ট ভান্ডার থাকছে- সেটা তো আগে থেকেই আছে। পাশাপাশি কোয়ালিটি ব্লগার আজো বহু বহু। এবং সামুর সবচে মজার আকর্ষণ, যেটাকে আমরা একটু নেগলেক্টই করি, আসলে এটা অনেকটা প্রাণের মত, সেই তর্কাতর্কির এন্টারটেইনমেন্ট কিন্তু আজো আছে।
৯|  ১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৩২
১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৩২
তাসনুভা সাখাওয়াত বীথি  বলেছেন: যে মুহুর্তে অনেকের আপ্রান প্রচেষ্টা বা সদিচ্ছা বা সামু কতৃপক্ষের বিশেষ দায়িত্বশীল ভূমিকার কারনে   বা যে কোন ভাবেই হোক না কেন ব্লগ তার প্রান ফিরে পেতে চলেছে ঠিক সে মুহুর্তে এসব ট্যাকনিকেল সমস্যা ব্লগের জন্য ক্ষতিকর । 
@জানা আপু প্লিজ ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখুন । দয়া করে আপনি নিজে দেখবেন । অন্য কারো উপর দায়িত্ব দিবেন না । 
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৫৪
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৫৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: একমত। বিশেষ করে জানা আপুর ক্ষেত্রে আরো একটা কথা বলা চলে, তা হল, স্ক্রিপ্ট/কোডিঙটা একটু দেখা।
অনুমান করি দু/তিনজন দক্ষ ডেভলপার এক দু সপ্তাহেই চমৎকারভাবে সমাধান করতে পারবে।
১০|  ১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৪০
১২ ই আগস্ট, ২০১৩  সন্ধ্যা  ৭:৪০
ভোরের সূর্য বলেছেন: আরজুপনি কি হয়েছে?মানে হার্টের রোগী রোগী হবার মতন।
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৫৫
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৫৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সেটাই ভাবছিলাম।
১১|  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ৮:০৮
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৮:০৮
মেংগো পিপোল বলেছেন: @জানা আপু লগইন সমস্যটা মাঝে মাঝে খুব জালাতন করে। বিশেষ করে এরকম হতে দেখা যায় মাসের প্রথম দিকে হয়। ইদানিং আরো একটা সমস্য হচ্ছে অনেকে সামহোয়ারেই ঢুকতে পারছেনা ইরোর লোডিং দিচ্ছে। এতে প্রক্সি ব্যাবহার করতে হচ্ছে। প্রক্সিতে আবার নানান সমস্যা বাংলা লেখা যায়না, পোষ্টে লাইক করা যায়না, ছবি আপলোড হয় না। অনেকে ধারনা করছে বাংলা লায়ন ইউজার দের এই সমস্য হচ্ছে। বিষয়টা যদি একটু দেখতেন আপু, খুব উপকার হয়। প্রক্সি ব্যাবহার খুব বিরক্তি কর। বর্তমানে আমিও প্রক্সি ব্যাবহার করছি। আমি বাংলায় লিখলাম অন্যব্লগে লিখে, কপি করে দিলাম।
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৭
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অন্যব্লগে কপি করে লেখা- ভয়ানক কষ্টকর কাজরে ভাই। আমি সামু থেকে লিখে কপি করে ফেবুতে পেস্ট মারি, আমার জ্বালা আপনিই বুঝবেন।
১২|  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ৮:১৯
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৮:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম! সামুর সুস্বাস্থ্য কামনা করছি
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৫
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই।
১৩|  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ৮:৫৩
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৮:৫৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: সামুর উন্নতি কামনা করছি।
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৬
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ রইল প্রোফেসর!
১৪|  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:০৬
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:০৬
টুম্পা মনি বলেছেন: অনেক সময়ই দেখায় সার্ভার বিজি। যেমন গতকাল দিনের অনেকটা সময় এবং আজকে সারা সকাল আমি ব্লগ ওপেন করতে পারি নি। তবে দুপুরে ব্লগে এসে বুঝেছি আমি ব্লগ ওপেন করতে না পারলেও অনেকেই পেরেছেন। মডু ভাইয়া, আপুদের আসু দৃষ্টি কামনা করছি।
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৫
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সার্ভার বিজিটা একটু কমই দেখি অবশ্য... দৃষ্টি আকর্ষণ হচ্ছে। ভাল লাগল জানা আপা আসায়।
১৫|  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:১০
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:১০
রেজোওয়ানা বলেছেন: খুবই দু:খজনক বিষয়! 
আমার একবার পোস্ট নির্বাচিত পাতা থেকে সরে গিয়েছিল আর আমি ভাবছিলাম মনে হয় ইচ্ছাকৃত ভাবে সরানো হয়েছে। পরে বুঝতে পেরেছি সেটাও বাগ ছিল।
আশাকরি এসব সমস্যার দ্রুত সমাধান হবে। 
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৪
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভয়ানক! বাগোপিডিয়া জেনে গেলাম। রেজোওয়ানা আপুকে অনেক দিন পর পেলাম আমার ব্লগালয়ে।
অবশ্যই, প্রত্যাশা রইল।
১৬|  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৩৫
১২ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৩৫
সায়েম মুন বলেছেন: দু:খজনক!
লগ আউটি এখন নৈমিত্তিক ব্যাপার। আর প্রায় একটা এরর এনকাউন্টার দেখায়। পোস্ট লিখে সেভ করতে গিয়ে যখন লগ আউট হয় তখন সেটা হৃদয় বিদারক ব্যাপার। সামুর এই গরীবি হাল দেখতে ইচ্ছে করছে না। 
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৩
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সামুর এই গরীবি হাল দেখতে ইচ্ছা করছে না- কড়া একমত।
১৭|  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:১২
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:১২
কাজী মামুনহোসেন বলেছেন: ব্লগ কয়েকদিন বন্ধ থাকার পর থেকে অনেকে লগিন করতে পারছেন না, মানে তারা আজ পর্যন্ত একবারও লগিন করতে পারেননি। আমি বিভিন্ন গ্রুপে এরকম কয়েকজনকে দেখেছি।
নিমচাঁদ ভাই তাদের একজন ছিলেন তবে তিনি কয়েকদিন আগে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন।
এ ব্যাপারে জানাপার দৃষ্টি আকর্ষন করছি।
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫১
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: খাইসে মামুন ভাই। এটাতো আরেক ভয়াবহ। রীতিমত নিমচাঁদ ভাইও সে হ্যাপায় পড়েছেন।
১৮|  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:২৪
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:২৪
প্রিন্স হেক্টর বলেছেন: সুন্দরবনের সব বাঘ কি সামুতে চলে আইলো?   
 
  ১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫২
১২ ই আগস্ট, ২০১৩  রাত ১১:৫২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: খবর শোনেন নাই! সুন্দরবনে কয়লাপ্ল্যান্ট বসানো হয়েছে। তাই সুন্দরী প্ল্যান্টও ভাগবে ভাবতাসে। বাট তাদের শ্বাসমূল সমস্যা করছে।
১৯|  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১২:২২
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১২:২২
হাসান কালবৈশাখী বলেছেন: 
ঈদ মোবারক লিসানি ভাই।
লগইন সমস্যা আমিও ফেস করেছি। তবে আমার এই নিক 'হাসান কালবৈশাখী' কোন লগইন সমস্যা দেখিনি।
তবে ২য় নিক 'কালবৈশাখীর ঝড়' লগইন করতে ৩ বার ট্রাই করতে হচ্ছে।
ডেভেলপাররা ২নম্বরি ধরার জন্য কিছু রাখছে কি না কে জানে?
  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৫৪
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৫৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ঈদ মোবারক ভাই!
হ্যা, আমারো বিশ্বাস লগইন সমস্যা ইউনিক সমস্যা। কারণ, সার্ভারের অপরিচিত মেশিন থেকে যদি আমার নিকে লগিন করতে যাই তাহলে বার পাঁচ-সাত চেষ্টা করতে হয়। অথচ যদি পুরোনো মেশিন থেকে লগিন করি, তাহলে একবার বড়জোর দুবারেই হয়ে যায়।
এটা আমাদের অ্যাকাউন্টের নিরাপত্তা দিচ্ছে। তা পরিকল্পিত হোক বা না হোক।
২০|  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৩৪
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৩৪
হাছন রাধা করিম বলেছেন: ভাগ্য খুবই ভালো আপনার লিসানি ভাই।
জনাবা জানা যেহেতু বলেছেন তিনি এখানে আবার আসছেন তাই ওনার দৃষ্টি আকর্ষন করছি: অনূগ্রহ করে আপনাদের মোবাইল সাইটটি ঠিক করুন।
  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৫৬
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৫৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ। নাহলে আপনাদের অন্য ব্লগগুলোয় পেতাম তো না!
সম্পর্ক গড়ে ওঠা অনেক বড় একটা বিষয়। অনেক অনেক দিন পরও আপনাদের কয়েকজনকে পেলে আমার বিষণ্ন মনও ভাল হয়ে যায়।
২১|  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৪৬
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৪৬
অ্যানোনিমাস বলেছেন: আমার তো হয় না 
  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৫৮
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১২:৫৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই বুঝি নাই। সমস্যা হয় না নাকি লগিন হয় না। ভাল আছেন আশা করি।
২২|  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১:১৬
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১:১৬
মোমেরমানুষ৭১ বলেছেন: অটো লগআউট এর ব্যাপারটা ভাবতাম আমর একাই হত, এখন দেখি অনেকেরেই হয়। অনেক্ষন সময় নিয়ে একটি মন্তব্য টাইপ করি, মন্তব্য প্রকাশের বাটনে ক্লীক করলে দেখা যায় লগ আউট হয়ে গেছি। সব চলে গেছে। সে সময় চরম বিরক্তি লাগে
  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ২:৫৬
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ২:৫৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সবারই তো হয় ভাই। বিশেষ করে মন্তব্য করার পর, হান্ড্রেড পার্সেন্ট। ভাল থাকুন অনুক্ষণ।
২৩|  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১০:২১
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১০:২১
মিত্রাক্ষর বলেছেন: আমি যদিও এই সমস্যার সম্মুখীন হইনি তবুও বুঝতে পারছি এটা কিরকম হতাশাজনক।
আর ইউজার নেম/পাসওয়ার্ড ভুলজনিত লগইন সমস্যার সমাধানের জন্য নিচের লিঙ্কটি দেখার অনুরুধ থাকলো।
Click This Link
  ১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১১:১৫
১৩ ই আগস্ট, ২০১৩  রাত ১১:১৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ধন্যবাদ ভাই লিঙ্কটার জন্য! অগুণতি ধন্যবাদ। দেখছি এখনি। ভাল থাকুন সব সময়।
২৪|  ১৬ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:৩৮
১৬ ই আগস্ট, ২০১৩  দুপুর ২:৩৮
আমি সাজিদ বলেছেন: achen kemon lisani vai
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৮:৫৮
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩  সকাল ৮:৫৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই আলহামদুলিল্লাহ, খুবই ভাল আছি। আশা করি আপনিও ভাল আছেন।
২৫|  ২১ শে নভেম্বর, ২০১৩  সকাল ১০:৩৩
২১ শে নভেম্বর, ২০১৩  সকাল ১০:৩৩
সাইবার অভিযত্রী বলেছেন: কত্ত কত্ত নিক ব্যন খাইলাম !
ক্যাচাল ছাড়লাম না!
আল্লাহ ভরসা ।
  ২১ শে নভেম্বর, ২০১৩  বিকাল ৩:৫২
২১ শে নভেম্বর, ২০১৩  বিকাল ৩:৫২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: খাইসে, আপনি তো তাহলে মহাব্যানায়িতরে ভাই!
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:৪৩
১২ ই আগস্ট, ২০১৩  বিকাল ৩:৪৩
মেহেদী হাসান '' বলেছেন: প্রকাশ করা হয়েছে: জীবনযাপনযাপিতজীবন বিভাগে
 
   
 
একটু যদি ব্যাখ্যা করেন...