![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখনী আমার প্রতিবাদের ভাষা, ব্লগ আমার স্বপ্নবোনার জমিন, আমি এক স্বাপ্নিক চাষা
অনেকক্ষণ ধরে কলিংবেল বাজিয়ে গৃহকর্তাকে ত্যক্ত-বিরক্ত করে ছাড়ল এক ভিখারি। অবশেষে কর্তা দরজা খুলে ভেতরে ডেকে নিলেন ভিখারিকে।
“আগে বল, এতবার কলিংবেল বাজালে কেন?”
“বাবা, আমার মায়ের খুব অসুখ; চিকিৎসা করাতে অনেক টাকা দরকার”
“তাই? আচ্ছা, তোমাকে তো গতমাসে দেখলাম বাজারের সামনে একটা লাশ নিয়ে বসে কাঁদতে। বলছিলে তোমার মা মারা গেছেন, দাফন করতে সাহায্য চাই...। ঠিক না?”
“বাবা, ওটা আমার আসল মা ছিলনা, সৎ মা।”
“ওহ, তাই? ঠিক আছে। তোমার বাবা যে কয়টা বিয়ে করেছেন, তার সব কাবিননামাগুলো নিয়ে এসো। তারপর যত চাও, দেবো”
“থাক, বাবা। সাহায্য লাগবে না। আমার মায়ের চিকিৎসা আমি নিজেই করতে পারব”
“এই, তোমাকে তো বেশ চেনা চেনা লাগছে, কী নাম বল তো তোমার? আবুল নাতো?”
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
ম্যাংগো পিপল বলেছেন:
দারুন
+++++++
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
চ।ন্দু বলেছেন: নট ব্যাড।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
ঘুড্ডির পাইলট বলেছেন:
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
সরলপাঠ বলেছেন: ভালই লিখছেন। ++++++++
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
ডরোথী সুমী বলেছেন: খোঁচা তো ভালই দিলেন। ভাল হয়েছে।