![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখনী আমার প্রতিবাদের ভাষা, ব্লগ আমার স্বপ্নবোনার জমিন, আমি এক স্বাপ্নিক চাষা
২. অদ্ভূত প্রতারণা:
২০০০ সালের ঘটনা। বুয়েটের আহসানউল্লাহ হলে থাকি। আমার রুমের দরজায় আমাদের রুমমেটদের একটা গ্রুপ-ছবি লাগিয়েছিলাম; ছবির নীচে প্রত্যেকের নাম ও নিজ জেলার নাম লেখা। হয়তো সেটাই কাল হয়েছিল।
এক সন্ধ্যায় ছোটখাট ভোঁতা চেহারার এক ভদ্রলোক (পরনে ‘ইন’ করা শার্ট, প্যান্ট, জুতা, হাতে অফিসিয়াল ব্যাগ) আমার রুমে এলেন আমার খোঁজে। ভদ্রলোক জানালেন খুলনা থেকে ঢাকা আসার পথে ঈগল পরিবহনে তাঁর সাথে আমার পরিচয়। বুয়েটে একটা কাজে এসেছিলেন, তাই দেখা করতে এসেছেন, সৌজন্য সাক্ষাৎ। আমি তাঁকে মনে করতে পারিনি, তবে আলাপ করে ভাল লাগল। কিছুক্ষণ গল্প করে তিনি চলে গেলেন।
আবার এলেন মাসখানেক পর এক সন্ধ্যায়। আমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর একটা অ্যাসাইনমেন্ট করছিলাম, এমন সময় তিনি এলেন। ড্রয়িং করতে করতে তার সাথে কিছুক্ষণ কথা হলো। তিনি হাস্যমুখী, নম্র ও ভদ্র। তাঁকে চলে যেতেও বলতে পারিছিনা, আবার প্রায় অপরিচিত এই লোকের সাথে গল্প করতেও আমার ভাল লাগছিল না।
রাত তখন প্রায় ৮টা। আমার এক রুমমেট শৈবাল দা টিউশানি থেকে ফিরে শুয়ে পড়লেন, এবং একটু পরই ঘুমিয়ে পড়লেন (তার জ্বর ছিল যতদূর মনে পড়ে)। অপর রুমমেট তখনও বাইরে। ড্রয়িং-এর এক পর্যায়ে আমি লোকটাকে আমার রুমে বসিয়ে রেখে স্কেল আনতে পাশের রুমে মুন-এর কাছে গেলাম। সেখানে গিয়ে আরেক বন্ধু তানভীরকে পেয়ে এমন আড্ডা জমে গেল যে আমি ড্রয়িং এবং আমার রুমের সেই ‘অতিথি’-র কথা বেমালুম ভুলে গেলাম।
আমাদের হলের ডাইনিং-এ সে’রাতে ছিল ফিস্ট। আমি, তানভীর ও মুন একসাথে ফিস্ট খেলাম, এর প্রায় আধঘন্টা পর আমার হঠাৎ মনে পড়ল আমার ফেলে আসা অ্যাসাইনমেন্ট ও ‘অতিথি’-র কথা। রুমে ফিরে দেখি তিনি নেই। শৈবাল দা ঘুম থেকে উঠে চোখ চুলকাচ্ছেন আর আরেক রুমমেট লিমন ভাই মাথা চাপড়াচ্ছেন।
লিমন ভাই রুমে ঢুকতেই আমার সেই অতিথি আমাকে খোঁজার নাম করে বেরিয়ে গেছেন। শৈবাল দা তখনও ঘুমন্ত। এরপর লিমন ভাই আবিষ্কার করলেন, তাদের ড্রয়ার থেকে টাকা ও ক্যালকুলেটর সাবড়ে সেই ‘অতিথি’ কেটে পড়েছেন। আমার ড্রয়ারেও কিছু টাকা ছিল, তা নেই। তখন মোবাইল ফোন-এর যুগ শুরু হয়নি, ক্যালকুলেটর ছিল তখন সবেচয়ে ‘জনপ্রিয়’ চুরিযোগ্য বস্তু। কী ভুল করেছি বুঝলাম, কিন্তু আর কীই বা করার আছে…।
এই অদ্ভুত প্রতারণা (নাকি চুরি?) আমার কাছে আজও এক দু:স্বপ্নের মতো। জীবনে বিভিন্নভাবে প্রতারিত হয়েছি; কিন্তু এই প্রতারণা আমার কাছে এখনও অভিনব, স্মরণীয়…।
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: উপরের মন্তব্য টি অন্য একটি পোস্ট এর ভুল বশত এখানে দিয়ে ফেলেছি তাই দুখিত । প্লিজ মুছে দিন.........
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: CH Gayle: i made... " 175* from 66 Ball...Strike rate 265.15 ...."... so, i'm the best....

AB de : Gayle bro...i made 31 from 8 ball..strike rate 387.50... so dear Gayle bro think
if i played 66 ball what would it be.....