নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ।হাজারো মানুষের ভিড়ে মিশে থাকা একজন।এইতো আমি!

কুর্দি আয়লান

মৃত্যুর জন্য বেঁচে আছি!

কুর্দি আয়লান › বিস্তারিত পোস্টঃ

একটি Scientific প্রেমপত্র.............

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৩


ওগো মাদামকুরী,

প্রেমের এক বোতল সালফিউরিক এসিডের শুভেচ্ছা নিও ।আমি সোডিয়াম হয়ে তোমাকে ক্লোরিনের মত ভালবাসি । আর আমার এই ভালবাসা F=ma এর মতোই চিরসত্য । প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন থেকেই তোমার মনের লিফট পাম্প আমার মনে এসে উঠানামা করতে থাকে ।তোমার আমার এই সীমাহীন ভালবাসা কখনো স্প্রিং নিক্তিতে মাপা সম্ভব নয় । C.G.S ; M.K.S বা F.P.S পদ্ধতিতে কখনো তোমার আমার এই ভালবাসার একক দেয়া যাবেনা । আমার এই ভালবাসার দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস, আয়তন কখনো ভার্নিয়ার স্কেলে কিংবা স্ক্রু গজের সাহা্য্যে নির্ণয় করা যাবেনা । শুধু মনে রেখো তোমার আমার এই গভীর ভালবাসায় কোন যান্ত্রিক ত্রুটি নেই । তোমার প্রতি আমার ভালবাসা সবসময় সুষম ত্বরনে চলতে থাকবে । তোমার আমার ভালবাসার যারা অবমূল্যায়ন করবে তাদের ও বুঝতে হবে যে,প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে । ভরবেগের সংরক্ষন সূএের মতো তোমার প্রতি আমার ভালবাসা বিয়ের আগে ও পরে একই থাকবে ।


প্রিয় মাদামকুরি, তোমাকে একদিন না দেখলে বন্ধ হয়ে যায় আমার মনের গীয়ার চাকা । আর যখনই তোমাকে এক নজর দেখি তখন নিজেকে হিলিয়াম গ্যাসের ন্যায় হালকা মনে হয় । তোমার নাম আমার হ্রদয়ে সর্বদাই সরলদোলকের মতো দোল খাচ্ছে । অপটিক্যাল ফাইবার ব্যবহার করে তা দেখতে পার । মহাবিশ্বের যেকোন দুইটি বস্তুকনা পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে বলে তোমাকে সর্বদাই পাইতে ইচ্ছে করে । আমার প্রেম খাটি না ভেজাল ,ফাঁপা না নিরেট, তা অতি সহজেই আপেক্ষিক গুরুত্বের সাহায্যে জেনে নিতে পার । তোমার কাছ থেকে পাওয়া সবটুকু ভালবাসা আমি রেফ্রিজারেটরে রেখে দিয়েছি যেন তাতে কোন দিনও পঁচন না ধরে । তোমার আমার প্রেম সর্বদা স্নেলের সূএঃআপতন কোণ = প্রতিফলন কোণ এই নিয়ম মেনে চলবে । এসো আর দেরি না করে জারন-বিজারন বিক্রিয়ার মাধ্যমে পরস্পরে আয়নিক বন্ধনে আবদ্ধ হই । তোমার আমার ভালবাসায় যদি কখনো মরিচা পরে তাহলে ভয় পেওনা…………তাকে আবার গ্যালভানাইজিং করে নেব………।


ইতি
তোমার প্রেমের নিউটন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫২

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: নিউটনকে পিঁয়েরে কুরি মারবে! :D

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

কুর্দি আয়লান বলেছেন: হা হা হা , দারুণ

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৪

আহমেদ সাঈফ মুনতাসীর বলেছেন: ভাই এইটা তো আমার লেখা। চতুর্মাত্রিক ব্লগে!
কার্টেসি আশা করেছিলাম! এভাবে লেখা চুরি করা অন্যায়।
আমি চতুরে ধূ্সর অরণ্য নামে লিখি।

লিংকঃ Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.