নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ।হাজারো মানুষের ভিড়ে মিশে থাকা একজন।এইতো আমি!

কুর্দি আয়লান

মৃত্যুর জন্য বেঁচে আছি!

কুর্দি আয়লান › বিস্তারিত পোস্টঃ

৩০ হাজার কোটি টন কষ্ট

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

অসহনীয় দুঃখ মেটাতে কষ্টকে আলিঙ্গন করে নিলাম । কষ্টের প্রহর কাটে.........কাটে দুঃসময় । বিশ্বাস ছিল অবিশ্বাস এর আছড় পড়বেনা, সন্দেহের ছায়া পড়বেনা ; অবশেষে ভেঙ্গে গেল বিশ্বাসের আছড় । আজকাল যেন কি হয়েছে ??? নদীর স্বচ্ছতায় মুখ দেখাতে গেলেই ঘোলাটে হয়ে আসে জল, আজঁলায় ছেঁকে অশ্রু তুলতেই দেখি মৃত্তিকার কাচেঁর জারে সন্তাপহীন হয়ে বয় অসুন্দর কিছু লোক । তবুও চোখ কেবল সুন্দরের জন্য কাঁদে, আজ সত্যের ত্রিভুজ বিশ্বাস এর লম্ব এঁকে ধর্মীয় সিদ্ধান্ত প্রমান করতে গিয়ে দেখি-জনতার কম্পাসটা কেমন যেন ঢিলে, খস-খস করে বার বার ছিড়ে যাচ্ছে বিশ্বাসের বুক । আমি জ্যামিতিক সিদ্ধান্তের মতো বলতে পারিনা-জীবন ত্রিভুজের তিন কোনের সমষ্টি, বিশ্বাসের দুই সমকোণের সমান । পৃথিবীর গায়ে এখন ১২০ ডিগ্রি জ্বর,আর এক জ্বর পৃথিবীর মানুষের মনে ।


আমি এক ছেঁড়া-ফাটা , ভাঙা-চোড়া, জীর্ণ-শীর্ণ মানুষ । কেবলই উদ্দেশ্য বিহীন ভাবে জীবনের বোঝা বেয়ে চলছি । একসময় আমার জীবনের একটা উদ্দেশ্য ছিল। লক্ষার্জনে গতি ছিল, তখন সুন্দর কে সুন্দর বলতাম , ভালকে ভাল, বেঁচে থাকাকে তখন প্রচন্ড রকমের ভালবাসতাম । তখন আমার নিজস্ব একটা জগত ছিল, নিজস্ব ভুবন ছিল, সে একান্ত ভুবনে বসন্তের হাওয়ার মাতামাতি ছিল, কোকিলের আনাগোনা ছিল, এক ঝাঁড় বেলি গাছ ছিল, একটা কদম গাছ ছিল, আর ছিল এক সঙ্গিনী ।।


কিন্তু এক-দিন হটাৎ করে 'পাগলা হাওয়ার বাদল দিনে' বদলে যায় সব-কিছু, ভেঙ্গে যায় আমার নিজস্ব ভুবন। গুড়িয়ে যায়, হারিয়ে যায় সব-কিছু । তাইতো এখন ভালো লাগে রুদ্রু-রুক্ষ প্রকৃতি । ঝড়ের আভাস পেলেই মন আনন্দে নেচে উঠে । যা কিছু মানুষ কে ভোগায়-কাঁদায়, দুঃখ দেয় তা সব-কিছুকে এখন সাদরে আমন্ত্রন জানায় । এখন আমার ভাল লাগে ঝড়, বন্যা, যুদ্ধ, ভূমিকম্প.........আরো কত কি !!!

আমি ভাল নেই । পৃথিবিটা ভালো থাকলে তাতে আমার কি ? মানুষ স্বার্থপর, মানুষ হিংসুক, মানুষ ঈর্ষা প্রবন-এ সবই মানুষের আংশিক সংজ্ঞা । আমিও এর ব্যাতিক্রম হতে যাব কেন ? যারা সুখে আছে, শান্তিতে আছে , আনন্দে আছে,ফু্র্তিতে আছে -তাদের সুখ, শান্তি,আনন্দ,ফুর্তি কেড়ে নিতে পারলেই আমি খুশি । ৩০হাজার কোটি টন কষ্টের এক বোঝাকে কাঁধে নিয়ে চলছি সর্বক্ষন । কষ্ট-ই আমার সময় কে করেছে দুঃসময় । আমার খুব খারাপ লাগে তখন, যখন কেউ আমাকে ভুল বুঝে কিংবা অবিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দেয় ।

আমি যে কিছু বুঝাতে চাইনি, তা কিন্তু নয়; চেয়েছি । কোন আগল আমি রাখিনি; কেবল প্রিয়তম মানুষটির কাছে খুলে দিয়েছি আমার হৃদয়ের সমস্ত ভাজ ।

হয়ত হৃদয়ের উষ্ণতা সে বুঝতে পারেনি আজও ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.