নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ।হাজারো মানুষের ভিড়ে মিশে থাকা একজন।এইতো আমি!

কুর্দি আয়লান

মৃত্যুর জন্য বেঁচে আছি!

কুর্দি আয়লান › বিস্তারিত পোস্টঃ

ভাইরাল: ৮ মিনিট ১৭ সেকেন্ড শুধু দুইজনের নয় পুরো বাংঙ্গালী জাতির লজ্জা ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

হু বল্লে বা সত্য শেয়ার করলে অনেকেই বলবেন লুল । অথচ ঢাকা শহরের বড় থেকে ছোট ধরনের সকল আবাসিক হোটেলেগুলোতে যেয়ে রাইত বিরাইত বা মাঝ দুপুর বিকেলে ওইসব লুলের ঝুল কিন্ত আমরাই আগে ফাঁকে খুঁজি । যাক অত কথা বাড়াইয়া লাভ নাই সহজ ও ছোট কথা হইলো দেখেন আমরা যারা ব্লগে আছি তাদের কাজ হলো একটি খারাপ কাজকে ভালোর দিকে নেয়া বা অসচেতন মানুষকে সচেতন করা । যখন পুলাপাই বা পুলা মাইয়া দুইটা তাদের নিজের অপকর্মের একটা ভিডিও কইরা ভুল কইরাই ফেলেছে সেটাকে পারলে যেসব পর্ণ সাইটে পাওয়া যাচ্ছে সেইসব সাইট থেকে হাওয়া করার চেষ্টা মানে সরানোর চেষ্টা করুন ।

শুনেন একজনের একটা খারাপ কিছু দেখলেই আমরা বলবলি শুরু করে দিই ছি ছি ওই ছেলেটা ছি ছি ওই মেয়েটা খারাপ আর তখন ওরা সারা সমাজের বাকি সবাই আমরা যারা আছি পাজী, তারাও হয়ে যাই হাজী । হুনেন আমরা সমাজের সবাই যখন এত ভালো যে কারনে অনেক সময় শোনা যায় বেটার ৫০ বছর বয়স সেও পরকীয়া করছে আবার অনেক নারী আছেন যাদের বয়স ৩৫ থেকে ৪০ সংসারে ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত অনেক সময় দেখা যায় এরাও পরকীয় করেন । আর এখনকার যুগের অল্প বয়সের ছেলে মেয়েদের কথা কি আর বলবো ?

বাদ দেন বেশি বড় লেখা আমার পড়তেও বিরক্ত আবার লেখতেও বিরক্ত তাই লেখা সংক্ষিপ্ত ভাবে ইতি টাণতে চাইছি । শেষ কথা হলো ওইযে আজ কয়েকদিন থেকে ফেজবুকে কি সব ভাইরাল: ৮ মিনিট ১৭ সেকেন্ড নামে কি বলে ভাইরাল হয়ে দাঁড়াইছে, যাই হোক সেটাছিল ফেসবুকে এখন দেখছি কাল থেকে আজ দুইদিন ব্লগটিও ভাইরাল হয়ে দাঁড়িয়েছে । শুনেন দয়া করে বিষয়টি আর ভাইরাল না করে সকলে মিলে চেষ্টা করুন ফেসবুকের পেইজ থেকে এবং যে সকল পর্ণসাইটে ওটা আছে সেইসকল সাইট থেকে সরাতে । একটা কথা আমাদের মনে রাখা উঁচিত এ বিষয়টা শুধু ওই ছেলে মেয়ে দুটোর লজ্জা নয় এ লজ্জা আমাদের গোটা বাংলাদেশের ছেলে মেয়েদের,এক কথায় পুরো বাংঙ্গালী জাতির ।


হাসু মামা কৃতজ্ঞ আপনার কাছে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনি এই পোস্টটা না দিলে এই খবরটা আরেকটু কম ভাইরাল হত। আপনার অনুধাবনের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.