নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ।হাজারো মানুষের ভিড়ে মিশে থাকা একজন।এইতো আমি!

কুর্দি আয়লান

মৃত্যুর জন্য বেঁচে আছি!

কুর্দি আয়লান › বিস্তারিত পোস্টঃ

চুম্বন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৮

আমি ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম ।

তুমি তোমার পাগল করা ফিগার নিয়ে দাঁড়িয়ে আছ বিছানার পাশে , তোমার ঠোঁটে বিন্দু বিন্দু ঘাম ... এই বৈশাখী গরমে পাগল করে দেবার মত লাল ঠোট ...

আমি চেয়েছি তোমাকে ... কতভাবেই না চেয়েছি ... ক্লান্ত অফিসের কাজের ফাঁকে , সকালে ঘুম থেকে ওঠার পর , বৃষ্টিভেজা কোন একাকী রাত্রিতে ... আমি চেয়েছি তোমাকে , একান্তভাবে , নিবিড় করে ।


আমি জড়িয়ে ধরলাম তোমার ক্ষীণ কটি , কাছে টানলাম তোমাকে ... একটুকুও বাধা দিলে না তুমি । আমি আমার চোখের সামনে দেখছি তোমার ঠোঁট ... বিন্দু বিন্দু ঘাম , স্বচ্ছ আবরণ ভেদ করে দেহের সবটুকু ।

আমি প্রত্যাশায় বাড়িয়ে দিলাম ঠোঁট ....

অশ্লেষে তোমার ঠোঁটে ঠোঁট দিলাম ডুবিয়ে , পান করতে লাগলাম তোমার লাল , ভেজা ঠোঁট থেকে মৃতসন্জিবনী সুধা ... যার স্বাদ আমি ছাড়া আর কেউ অনুভব করছে না ..... হে বিদেশিনী , এসো , ধন্য কর আমায় !

আহ!!!

বুকের গভীর থেকে গভীরে চলে যাচ্ছ তুমি ... শীতল করে দিয়ে যাচ্ছ আমার অন্তকরণ ... আমি ধন্য , আমি তৃপ্ত , আমি সার্থক



শেষ বিন্দুটুকু উপভোগের পর আমি কোকের বোতলটা নামিয়ে রাখলাম ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৭

মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: চুমু খাওয়ার জন্য মেয়ে আর পেলেন না?

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

লিংকন১১৫ বলেছেন: ধুর লাস্ট লাইন টা না লিখলেই তো পারতেন , দিলেন তো মজা টা নষ্ট করে । B-)
অনেক শুভেচ্ছা রইলো আপনার হবু বউ কে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.