![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্পাদকঃ বিপ্লবীদের কথা (মাসিক পত্রিকা), সম্পাদকঃ www.biplobiderkotha.com, সাধারণ সম্পাদকঃ বিপ্লবী গবেষণা সংসদ।
চল্লিশের দশকের কথা বলছি, বাংলার কমিউনিস্ট পার্টি একটি 'দৈনিক পত্রিকা' প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। পত্রিকার নাম 'দৈনিক স্বাধীনতা'। বহু টাকার প্রয়োজন। এই গরীবদের পার্টি এতো টাকা কোথায় পাবে? পার্টি থেকে পার্টি সভ্য ও সমর্থকদের কাছে ৩ লক্ষ টাকা সংগ্রহ করার জন্য ডাক পাঠান হলো। কাজেই বহু মানুষের কাছ থেকে এই টাকা সংগ্রহের কাজ চলল। সাধারণ মানুষের কাছে মুষ্টভিক্ষা সংগ্রহ করে পত্রিকা প্রকাশ করার এটাই প্রথম প্রচেষ্টা। এবং শেষ পর্যন্ত এই চেষ্টা সাফল্যমণ্ডিত হয়েছিলো।
এর কারণ ছিল_পার্টি তখন গরীব-মেহনতি, কৃষক-শ্রমিকের পার্টি ছিল। অর্থাৎ শ্রেণী সংগ্রাম ছিল।
এক পর্যায়ে পার্টির অধিকাংশ সভ্য (গরীব কৃষক) তার জমি-জমা দান করতে শুরু করলো_পত্রিকা চালানো'র জন্য। কারণ তারা পার্টিকে নিজের সন্তানের চেয়েও বেশী ভালবাসে। যারা জমি-জমা দান করতে ছিল, তারা প্রায় সকলেই গরীব কৃষক। তাই তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদেরকে বুঝিয়ে সবার সম্পদ না দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু সেই অনুরোধ তারা মানতে নারাজ। তখন পার্টি সিদ্বান্ত নিলঃ কারো সম্পত্তি পার্টি পত্রিকা চালানো'র জন্য গ্রহণ করবে না।
©somewhere in net ltd.