নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আর বিপ্লবী কখনো মরে না, তাদের জীবন-কর্ম-দর্শন নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছে বিপ্লবীদের কথা। www.biplobiderkotha.com

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

শেখ রফিক

সম্পাদকঃ বিপ্লবীদের কথা (মাসিক পত্রিকা), সম্পাদকঃ www.biplobiderkotha.com, সাধারণ সম্পাদকঃ বিপ্লবী গবেষণা সংসদ।

শেখ রফিক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কোনো বিপ্লবী পার্টি নেই...

২১ শে মে, ২০১৫ বিকাল ৩:৩২

বাংলাদেশে কোনো বিপ্লবী পার্টি নেই...
কিন্তু ২/৪ জন বিপ্লবী মানুষ রয়েছেন।
২/৩ টা কমিউনিস্ট পার্টি, কয়েকটা সোশ্যালিস্ট পার্টি, নিজেদেরকে বিপ্লবী পার্টি হিসেবে গড়ে তোলার জন্য যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছেন। কিন্তু মনের ভুলেও বিপ্লবী পার্টি হয়ে উঠতে আর পারছে না।
কিন্তু মজার বিষয় হলো এই সমস্ত পার্টিগুলোর নেতারা মিটিং-সমাবেশে যখন বক্তব্য রাখেন তখন ওই সমাবেশের উপস্থাপক নেতাদেরকে বিপ্লবী বলে, জনগণের বন্ধু বলে পরিচয় করিয়ে দিয়ে বক্তব্য প্রদানের আহবান জানান। উঃ বিষয়টি কি যে বিরক্ত লাগে!
(২/৪ জন বাদে) অতীতের বিপ্লবী মানুষগুলো থেকে এরা এতটাই বিপরীত যে ভাষায় প্রকাশ করা সম্ভব না।
আর আন্ডারগ্রাউন্ড পার্টির সবাই শ্রেণীশত্রু-খতম তত্ত্ব নিয়ে ৪৫ বছর ধরে ব্যস্ত আছেন।
বাংলাদেশে কোনো বিপ্লবী পার্টি নেই...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৫ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনি কিন্তু বিপ্লবী।
আপবার নামটা বদলায়ে 'বিপ্লব' রাখুন।

২| ২১ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এদের সমাবেশে শ্রোতার চেয়ে বক্ত বেশি থাকে!

করুনা করতেও করুনা হয়- এরা এত বেশরম হয় কিভাবে? দেশ জনতার শেকড় বিহীন হয়েও দিব্যা নাম ভাংগিয়ে মতিঝিলে আলিশান টাওয়ার আর ব্যক্তিগত আয় রোজগার করে দিব্য চলে যাচ্ছে!
নতুন নতুন কিশোর যুবকদের পুথিগত মন্ত্রে উত্তেজনা জাগে.. ঝাপিয়ে পড়ে
একসময় যখন তাদের ভেতরের লোভি পূজিবাদী রুপটা দেখে ধীরে তারা বাস্তবতায় মিশে যায়- আবার নতুনদের টোপ ফলে - এভাবেই চলছে ফুটপাতে লাশ নিয়ে শেষবাবের মতো যেমন কিছূ লোক ব্যবসা করে- তেমনি খোদ রাশিয়া চীনে বিলুপ্ত কমিউনিজমের লাশ নিয়ে তাদের ব্যবসা!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.