নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

আশা

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৬

মিছে স্বপ্ন, মিছে আশা,

মিছে মিছে ভালবাসা,

মিছে কবিতা, মিছে গান

গেয়ে যায় এই প্রান।

কোনদিন হবেনা মিলন তার সাথে

তবুও মিছে মিছে স্বপ্ন দেখে

আমি তারে বাসি ভাল, সে বাসে না

আমি তার কাছে আসি সে আসে না

কত যে ভালবাসি একদিন তুমি বুঝবে,

আমি আর থাকবনা সেদিন আমায় তুমি খুজবে।

সে আছে আমার সব খানে

আমার কোন জায়গা নেই তার প্রানে।

আমার কোন যোগ্যতা নেই তোমার সামনে দাড়ানোর,

তবু কেন ভয়ে থাকি তোমাকে হারানোর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৬

চড়ুই বলেছেন:
সে আছে আমার সব খানে
আমার কোন জায়গা নেই তার প্রানে।
আমার কোন যোগ্যতা নেই তোমার সামনে দাড়ানোর,
তবু কেন ভয়ে থাকি তোমাকে হারানোর।

বেশ লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.