নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

বাধাঁ

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

আমি ছিলাম কৃষ্ণ হয়ে, তুমি ছিলে রাধা

তোমার আমার মাঝে এখন পাহাড় সমান বাধা।

তোমায় দেখার প্রথম স্মৃতি এখনও চোখে ভাসে

তোমার সেই মধুর হাসি এখনও হৃদয়ে হাসে



আজ আমি নিশ্চুপ, নির্জনে একা

কাজ হল দিনের আকাশে সূর্য,আর রাতের তারা দেখা

বাতাসের সাথে বসে একা একা কথা বলা

হন্ন হয়ে নির্জনে একা একা পথ চলা

গভীর ধ্যানে মগ্ন থাকি সবকিছুকে ভুলে

একা সমুদ্র পাড়ি দিচ্ছি নৌকার সাথে দুলে।



আমি চাইনা আমার মত তুমি হও নিশ্চুপ

আমার মত নিবিয়ে রাখ তোমার মনের প্রদীপ,

জ্বালাবে তোমার প্রদীপ শিখা হবে উজ্জল

দেখাবে তোমার সকল ক্ষমতা আছে যত কৌশল,

হে নারী তুমিই শ্রেষ্ঠ, তুমি মহীয়ান

তুমি ধন্য, তুমি ধন্য তুলবে স্লোগান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.