নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবিষ্কারের নেশায়

রাকিব হোসেন ফুহাদ

এ ধরা ক্ষনিকের জন্য যেতে হবে চলে ক্ষনিকের মাঝে অসীম রহস্য উন্মোচন করে যাব বলে, যাহা আমি শিখিয়াছি এ ধরায় এসে তার চেয়ে ভাল কিছু করে যাব সাবইকে ভালবেসে। তোমরা যেখানে দেখাবে আমায় এক মুঠো মাটি আমি সেখানে খুজে বেড়াব যা সোনার চেয়েও খাটি। তোমরা যেখানে উড়াইয়া দিবে এক মুঠো ছাই আমি তাহাতে খুজে বেড়াব অসীম রহস্যের পাই।

রাকিব হোসেন ফুহাদ › বিস্তারিত পোস্টঃ

সত্যিই আজ সে চিরতরে চলে যাচ্ছে। শুধু তার নামটাই থেকে যাবে স্মুতির পাতায়।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

দিনগুলো কত তাড়াতাড়িই না চলে যায়। শুধু রয়ে যায় তার স্মৃতি বিজড়িত ডায়রির পাতাগুলো। সময় নিরবে চলে যায় ঠিকই কিন্তু চিরকালের জন্য ফেলে রেখে যায় হাজারো স্মৃতি। আর সে স্মৃতিগুলো কুড়িয়ে নেয় মানুষ। তাইতো হাজার বছর আগের মানুষের রেখে যাওয়া স্মৃতিগুলো আজও মানুষ বয়ে চলছে। কারো কারো জীবনে স্মৃতিই কাল হয়ে দাড়ায়। বইতে পারেনা স্মৃতির ভার, আর হারিয়ে যায় কালের গহব্বরে। প্রতিটি মূহূর্ত আমাদের জীবনে নিয়ে আসে কিছু ছোট ছোট ঘটনা আর এই ঘটনাগুলোই পরবতীতে হয় স্মৃতির পাতা। এমনই কিছু স্মৃতি বহন করে আমরা পেরিয়েছি জীবনের এতটা পথ। আজ আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে আরেকটি বছর সাথে সাথে প্রত্যেকের বয়সের সংখ্যাটাও ভারী হচ্ছে। আজকের পর থেকে জীবনে কোনদিন দিনের তারিখ লিখতে গিয়ে কেউ 2014 সালটা ব্যবহার করবেনা। শুধু একটা সংখ্যর পরিবর্তন, 4 এর পরিবর্তে 5 ব্যবহার। সবার জন্য শুভ কামনা সেই সাথে পরিবর্তন আসবে প্রত্যেকের জীবনেও। 4 সংখ্যাটি অনেক স্মৃতি ফেলে রেখে গেছে। এমন কোন স্মৃতির ভার বহন করব না, যার বোঝা বইতে গিয়ে নিজেই হারিয়ে যাব। এমন কিছু স্মৃতিকে আকড়ে সামনে এগিয়ে যাব, যে স্মৃতিগুলো আমাদের কাছে বোঝা না হয়ে হবে অনুপ্রেরনা। আর একজন ক্লান্ত পথিককে অনুপ্রানিত করে নিয়ে যাবে জীবনচূড়ায়। এমনই কিছু স্মৃতি নিয়ে আমরা 2014 সাল থেকে পা বাড়াব 2015 সালের দিকে। সবার জন্য শুভ কামনা রইল 2015 সালটা হবে সবার জন্য একটি স্মরনীয় একটি সাল।

My Facebook Link

https://www.facebook.com/rakibhossenfuhat

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

খেলাঘর বলেছেন:

হ্যাপী নিউ ইয়ার।

হরতাল দিয়ে শুরু করছে রাজাকারেরা।

সরকার ফাঁসী দিয়ে শুরু করছে। বিএনপি বোমা দিয়ে শুরু করছে।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪১

রাকিব হোসেন ফুহাদ বলেছেন: ঠিক ভাই দুর্ভোগ যত আমাদের সাধারন মানুষের। তারা তো এর মর্ম কিছু বুঝবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.