নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই।কোথাও কেউ নাই। শুধু শূন্য। মহাশূন্য।\n

রেফায়েত প্রধান

পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা করছি । খুঁজে পেলেই জানিয়ে দেব।

রেফায়েত প্রধান › বিস্তারিত পোস্টঃ

কবিতা (বিরহের)

০৬ ই মে, ২০১৫ রাত ১১:৩৫

" পরবাস "

বন্ধু তুমি কেমন আছো ?
সুখে নাকি দুখে আছো ??
,
এই কি তোমার বন্ধুতা ,
দীর্ঘ সময় চুপ থাকা !!
,
নতুন অনেক বন্ধু পেয়ে
আমায় তুমি ভুলে গেছ,
বন্ধু তুমি কেমন আছ??
,
তোমার কথা ভেবে ভেবে
সকাল আমার বিকেল হল,
গানের পাখি গান গেয়ে
আপন নীড়ে ফিরে গেল।
বন্ধু তুমি কেমন আছ???
,
স্মৃতির পাতা মেলে দেখি
আমি ছিলাম কত কাছে
হরদম পাশে পাশে।
সময়ের সাথে সাথে
সেই আমি আজ পরবাসে।
,
তোমার রায়ে হয়ত আমি ভাল না
তাই বলে নিঠুর এই ছলনা
করলে কেন ?
একবার তুমি বল না ??
,
ছলনার ফল জেনো কভু ভাল না,
আজ কি'বা কাল, ভুলের মাশুল
গুনতে হবে, এই সত্য ভুলো না।
বন্ধু তুমি কেমন আছো?
সত্যিই কি সুখে আছো??
,
কোন সে পথে সুখ খুঁজে পাও
আমায় একটু বল না।
,
সুখের তালাশ করছি আমি
প্রতিটা দিবস-যামী ,
সুখ তো পাওয়া হলনা।
,
ক্লান্ত হয়ে শরীর- মন দুটোই বলে
আর বেশি পথ যাব না।
,
বন্ধু তুমি কেমন আছো?
একবার, শুধু একবার
আমায় বলনা ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৫ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: ছন্দ-ময় কবিতা।

০৭ ই মে, ২০১৫ সকাল ৮:০৩

রেফায়েত প্রধান বলেছেন: ধন্যবাদ #সুমন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.