নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

সবার অংশগ্রহণ কাম্য

১৪ ই মে, ২০২১ বিকাল ৩:০৬

শেহজাদী মেহদী প্রেজেন্টিং....

ঘরে বসি,
আঙুল চোষি!


এই মহামারীর সময়ে ঘরে-বসে আঙুল চোষার পাশাপাশি চলুন একবার সেই ছোট্টবেলা হতে ঘুরে আসি। মনে পরে সেইসব দিনগুলি যখন পাবজি-বাবাজি ছিলোনা? ছিলোনা কোনো আধুনিক সরঞ্জাম! কিন্তু আনন্দ ছিলো। আর সেই আনন্দের মূলে ছিলো কখনও ধাঁধা, কখনও কৌতুক, কখনও গানের কলি কিংবা নাম-দেশ-ফুল-ফল!
সেইদিনে একটু বিচরণের চেষ্টায় এই পোস্ট। সবাইকে অনুরোধ থাকবে মন্তব্যে আগের মন্তব্যে/উত্তরে দেওয়া গানের শেষ বর্ণ/উচ্চারণ দিয়ে একটি গানের প্রথম লাইন/মুখের কথা লিখার জন্য। আবার তার শেষের বর্ণ দিয়ে আরেকজন। এভাবে চলতে থাকবে.....
আর যাঁরা গান না দিতে চান তাদের প্রতি অনুরোধ থাকবে ধাঁধাঁ/কৌতুক/মজার কোনো ঘটনা মন্তব্য করার।
এটাই আপনাদের নিকটে চাওয়া ঈদী। আশা করি কেউ কিপ্টেমি করবেন না :)

প্রথম গানটা আমিই দিচ্ছি......

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ


Now your turn with "দ"

মন্তব্য ৪৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২১ বিকাল ৩:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অত্যন্ত সুলিখিত প্রবন্ধ।

১৪ ই মে, ২০২১ বিকাল ৩:৩৫

জটিল ভাই বলেছেন: হা হা হা......
ভাই সব পোস্টেই এক কমেন্ট করলে চলবে??? :D

২| ১৪ ই মে, ২০২১ বিকাল ৩:৩৭

সভ্য বলেছেন: ঈদ মোবারক লেখা ভালো হয়েছে। ঈদ ভালো কাটুক, শুভেচ্ছা ও শুভ কামনা।

১৪ ই মে, ২০২১ বিকাল ৩:৩৯

জটিল ভাই বলেছেন: হাহাহা......... ধন্যবাদ :) কিন্তু পোস্টেতো একটা চাওয়া ছিলো হে গায়ক ভাই :)

৩| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: দ্বীল দ্বীল তুমি আমার দ্বীল
হল যে দুটি মনের মিল
জীবনে মরনে তুমি যে আমারি....

পরের গান র দিয়ে।

১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪১

জটিল ভাই বলেছেন: রংচটা জিনসের প্যান্ট পরা,
জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা!
লাল শার্ট গায়ে তার বুক খোলা
সানগ্লাস কপালে আছে তোলা।
রাখোনা কেনো ঢেকে ঐ দুটি চোখ?
হে যুবক???

এখন "ক" দিয়ে। অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ :)

৪| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: কত পানি দুই নয়নে
কত দু:খ এ জীবনে
সুখ সোনার হরিন হবে এ কথা ভাবিনি আগে
ত পানি দুই নয়নে
কত দু:খ এ জীবনে..

ন -দিয়ে। সবাই অংশ গ্রহণ করলে মজা হতো।

১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৯

জটিল ভাই বলেছেন: নাই টেলিফোন, নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম,
বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠাইতাম? :P

"ম" দিয়ে। সবাইকেতো বললাম। দেখা যাক.... :)

৫| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: মন মানেনা মানেনা আর দেরী সহে না
সাথী কবে আমার হবে সে কথা তুমি বলনা

আবারও ন দিয়ে

১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

জটিল ভাই বলেছেন: নানিগো নানি, বলি যে আমি
আমারেনি লইয়া যাইবা ভাইসাবের বাড়ি? :P

"র" দিয়ে...... :)

৬| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: রূপের মাইয়া, একবার চাইয়া গো
ভাব লাগাইয়া পরান কাড়িলে

ল -দিয়ে

১৪ ই মে, ২০২১ রাত ৮:০০

জটিল ভাই বলেছেন: লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না,
তার চাই লাল ফিতে, চিরুনি আর আয়না :)

আবার "ন"

৭| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

শেহজাদী১৯ বলেছেন: দিন গুলি মোর সোনার খাঁচায়
রইলো না সেই যে আমার নানা রঙের দিনগুলি.....

নাও ইওর টার্ন (ল)

১৪ ই মে, ২০২১ রাত ৮:০২

জটিল ভাই বলেছেন: লিখতে পারিনা কোনো গান আজ তুমি ছাড়া,
ভাবতে পারিনা কোনকিছু আজ তুমি ছাড়া!
কি যে যন্ত্রণা, এই পথ চলা,
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে, তুমু বুঝো না :)

আবার "ন" :D

৮| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

শেহজাদী১৯ বলেছেন: ল আগেই এসে গেছে!

লাল টুকটুকে বউ যায় গো লালনটের খেতে গো লাল নটের খেতে
তার আলতা পায়ের চিহ্ন এঁকে........

(ক)

১৪ ই মে, ২০২১ রাত ৮:১৫

জটিল ভাই বলেছেন: কিছু কিছু মানুষের জীবনে, ভালবাসা চাওয়াটাই ভুল!
সারাটি জীবন ভরে দিতে হয়, শুধু সেই ভুলের মাশুল!

৯| ১৪ ই মে, ২০২১ রাত ৮:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
জোনাকীর আলো নিভে আর জ্বলে শাল মহুয়া বনে

না-দিয়ে।

১৪ ই মে, ২০২১ রাত ৮:০৪

জটিল ভাই বলেছেন: নাই নাই নাইরে সারা দেশে নাই,
তোমার মনের মতো মন আর নাই!
তুমি টাঙ্গাইলের চমচম, বগুরার দই,
নাটোরের কাঁচাগোল্লা, যশহোরের খই! :)

"ই" দিয়ে.....

১০| ১৪ ই মে, ২০২১ রাত ৮:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: নীল নীল নীলাঞ্জনা...

চোখ দু'টো টানা টানা...
কপালের টিপ যেন জোনাকির দীপ
আমি প্রেমে পরেছি তুমি কর না মানা
নীল নীল নীলাঞ্জনা ...

১৪ ই মে, ২০২১ রাত ৮:০৬

জটিল ভাই বলেছেন: নদীর জল ছিলোনা, কূল ছিলোনা, ছিলো শুধুই ঢেউ!
আমার একটা নদী ছিলো, জানলো নাতো কেউ!

"উ" দিয়ে....

১১| ১৪ ই মে, ২০২১ রাত ৮:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইশারায় শিস্ দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ নিয়ে আমাকে দেখো না
লাজে... মরি, মরি মরি গো

গ-দিয়ে

১৪ ই মে, ২০২১ রাত ৮:০৯

জটিল ভাই বলেছেন: গাছে কাঁঠাল ঘোঁফে তেল,
টিনা দেয়না আমায় বেইল!
আমি লিখলাম চিঠি লিখলাম তারে চুপিচুপি......

"প" দিয়ে....

১২| ১৪ ই মে, ২০২১ রাত ৮:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: উ উ হু হু আ আহা হা তোমার আমার প্রেম এক জনমের নয়
হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয় আমার এমন মনে হয়।

য় মানে অ দিয়ে।

১৪ ই মে, ২০২১ রাত ৮:১৯

জটিল ভাই বলেছেন: য় আমার বন্ধুগো, চিরসাথী পথ চলার,
তোমার জন্য, গড়েছি আমি, মঞ্জিল ভালবাসার :P

"র" আবারও..... :)

১৩| ১৪ ই মে, ২০২১ রাত ৮:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: পাখিরে ওপাখিরে পাখিরে তুই মনের খাচায় কই
আমি পানি নই সাধারন নইতো যেমন তেমন সত্যবাদী পাখি আমি মিথ্যা বাদী নই

ই দিয়ে।

১৪ ই মে, ২০২১ রাত ৮:২২

জটিল ভাই বলেছেন: ইস্টিসনের রেইলগাড়িটা,
মাইপা চলে ঘড়ির কাঁচা!
প্ল্যাটফর্মে বইসা ভাবি,
কখন বাজে বারোটা!

"ট" দিয়ে...... :)

১৪| ১৪ ই মে, ২০২১ রাত ৮:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: টাকা নাইরে পয়সা নাইরে
মা নাইরে পাব নাইরে এইতো জীবন ধারা
বড় কস্টে আছি আমরা বেকার যুবক যারা

র-দিয়ে।

১৪ ই মে, ২০২১ রাত ৮:৫৬

জটিল ভাই বলেছেন: রসিক আমার ভালবাসা, রসিক আমার জান,
চুনের সাথে খাওয়ায় রসিক জর্দা দিয়া পান!

"ন" দিয়ে :)

১৫| ১৪ ই মে, ২০২১ রাত ১০:৫০

শেহজাদী১৯ বলেছেন: নাই টেলিফোন নাইরে পিওন নাইরে টেলিগ্রাম
বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌছাইতাম

ম ম ম

১৪ ই মে, ২০২১ রাত ১১:০০

জটিল ভাই বলেছেন: মন মাঝি তোর বৈঠা নেরে....
আমি আর বাইতে পারলাম নারে......

রররর

১৬| ১৪ ই মে, ২০২১ রাত ১১:৫৬

আমি সাজিদ বলেছেন: রাতের আকাশে নিশ্চুপ সাক্ষী
দূরের ঐ ধ্রুবতারা
কতটা বেসেছি ভাল
শুধু মন জানে, এ হৃদয় জানে ...

ন দিয়ে আবার।

১৫ ই মে, ২০২১ রাত ১২:০১

জটিল ভাই বলেছেন: নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়

অ....

১৭| ১৫ ই মে, ২০২১ রাত ১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার অনেক প্রিয় একটা পাখি ছিল। আমার জানের জান, প্রাণের প্রাণ ছিল পাখিটা। খাঁচা ভেঙে একদিন পাখিটা উড়ে গেল। পাহাড়ের ঢালুতে গড়াইয়া পড়তেছেন, আবার উঠে দাঁড়াইয়া নায়িকার উদ্দেশেয় গলা ফাডাইয়া কাঁদতেছে। নায়িকা আবার পালকিতে চড়ে জামাই বাড়িতে হেঁটে যাচ্ছে। নায়িকাকে কল্পবা করুন - কবরী। আর আপনি নিজে আব্দুর রাজ্জাক।

এই নিয়া একটা গান লেখেন।

১৫ ই মে, ২০২১ দুপুর ১:০৭

জটিল ভাই বলেছেন: আপনারা বুঝি এমন করেই খেলতেন? :P

১৮| ১৫ ই মে, ২০২১ রাত ২:১০

আমি সাজিদ বলেছেন: আমার ভাষা পৃথিবীর সবচে মধুর ভাষা। এই ভাষায় বাঁধা গান যেন স্বর্গীয় সঙ্গীত।

অ দিয়ে -

অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা ..

১৫ ই মে, ২০২১ দুপুর ১:১২

জটিল ভাই বলেছেন: সোনাবীজের জন্য....

"সোনা সোনা সোনা, লোকে বলে সোনা, সোনা নয় ততো খাঁটি,
বলো যতো খাঁটি তারচেয়েও খাঁটি বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি!"

১৯| ১৫ ই মে, ২০২১ রাত ২:১৩

আমি সাজিদ বলেছেন: ন দিয়ে পরেরটা।

সোনাবীজ ভাইয়ের দেওয়া পটভূমি কাজে লাগিয়ে একটা গান বেঁধে ফেলুন।

১৫ ই মে, ২০২১ দুপুর ১:১০

জটিল ভাই বলেছেন: ন না ণ কোনটা আসল মন???
কা‌ন্দে না ঐ দুই চোখ্যু কা‌ন্দে দুই নয়ন।

আবার "ন" :P

২০| ১৫ ই মে, ২০২১ বিকাল ৪:৩৯

আমি সাজিদ বলেছেন: নীলাঞ্জনা
ঐ নীল নীল চোখে চেয়ে দেখ না
তোমার ঐ দুটি চোখে
আমি হারিয়ে গেছি।

ছ দিয়ে৷

১৫ ই মে, ২০২১ বিকাল ৪:৪৩

জটিল ভাই বলেছেন: ছাইয়া দিলমে আনারে আখো ফেনা জানারে
ছম ছমা ছম ছম.........

এবার "ম".....

২১| ১৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৮

আমি সাজিদ বলেছেন: মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি

চোখের দৃষ্টি যেন
মনের গীতি কবিতা
বুকের ভালোবাসা
যেথায় রয়েছে গাঁথা।

থ - চ্যালেঞ্জিং।

১৫ ই মে, ২০২১ রাত ৮:৫১

জটিল ভাই বলেছেন:

২২| ১৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৯

আমি সাজিদ বলেছেন: হিন্দি বাদ দেন।

১৫ ই মে, ২০২১ রাত ৮:০৭

জটিল ভাই বলেছেন: হিন্দি সমস্যা কি? :)

২৩| ১৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখক বলেছেন: আপনারা বুঝি এমন করেই খেলতেন? =p~

১৭ নম্বর মন্তব্যে ১৬ নম্বর রিপ্লাইয়ের উত্তর ছিল - 'অ' দিয়া। আপনার জন্য আরেকটা চান্স, এবং এটাই শেষ

১৫ ই মে, ২০২১ রাত ৮:৫৫

জটিল ভাই বলেছেন: অমন করে বলো নাগো তুমি,
বুকে আগুন জ্বালিও না তুমি........

"ম" দিয়ে....

২৪| ২২ শে মে, ২০২১ রাত ৯:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: মা গো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

শেষ অক্ষর 'ল'।

২২ শে মে, ২০২১ রাত ৯:৫৯

জটিল ভাই বলেছেন: লক্ষ তারার মাঝে তুমি চাঁদ,
তুমি আমার প্রাণেরই আলো!
জীবন দিয়ে তোমায় আমি বেসেছি ভালো......

আবার "ল"..... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.