![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(ছবি নেট হতে)
জটিল ভাইকে সবাই হয়তো চিনেন না। আমি কোনোকালেই তাঁর ভক্ত ছিলাম না। এমনকি কখনও আমি তাকে ব্লগার হিসেবেও স্বীকৃতি দিতে রাজি নই। তাছাড়া ভবিষ্যতে তিনি করবেন এমন একটি পোস্টের মাধ্যমে এনার মোড়ক সম্পূর্ণভাবে উন্মোচিত হয়ে গেছে। আপনারা জানেন ইদানিং তিনি সংগ্রহ হতে অনেককিছু পোস্ট করেন। সেই পোস্ট হতে কিছু ফ্যাক্ট নিয়ে মন্তব্যের মাধ্যমে আমি এই পোস্টে তুলে ধরতে চেষ্টা করবো যে তিনি আসলে কি ধরণের এজেন্ডা নিয়ে কাজ করছেন!!!
এই পোস্টে জনস্বার্থে আমি জটিল ভাইয়ের সম্পূর্ণ মুখোশ খুলে দিতে চাই!!!
ফ্যাক্ট নং ০১
মেয়ে- মা আমি কি খুব অলস?
মা- মোটেই না।
মেয়ে- আমি কি অহংকারী?
মা-কখনোই না!
মেয়ে- আমি কি ঝগড়াটে?
মা- প্রশ্নই আসেনা। কেন?
মেয়ে- তবে সবাই যে বলে আমি বাবার মতো না হয়ে তোমার মতো হয়েছি!
মন্তব্য: উপরের ফ্যাক্টটি বিবেচনা করে দেখুন জটিল ভাই কেমন সূক্ষভাবে কোমলমতী মেয়েদের মায়ের মুখের উপর কথা বলা শিখিয়ে দিচ্ছেন যা স্পষ্টতই বেয়াদবি। এমনিতেই আমাদের মেয়েরা কি কম যায়?
ফ্যাক্ট নং ০২
বাবা- তুই আবার ফেল করেছিস! পারেরবার যদি ফেল করিস তবে আর কখনও আমায় বাবা বলে পরিচয় দিবি না!
ছেলে- জ্বী বাবা। এখন হতে আমি নিয়মিত পড়বো এবং তোমার মুখ উজ্জ্বল করব।
বেশ কিছুদিন পর…….
বাবা- কিরে! আজকে তোর রেজাল্ট হবার কথা না? কি রেজাল্ট করলি এবার বল।
ছেলে গম্ভীর হয়ে- এক্স কিউজ মি! আপনি কে?
মন্তব্য: জটিল ভাই এখানে অতি সুকৌশলে ছোট ছেলেদের বাবার মুখের উপর কথা বলা শিখিয়ে দিচ্ছে যা সমাজ ব্যবস্থায় খুবই নেতিবাচক প্রভাব ফেলবে। এমনিতেই আমাদের ছেলেরা কি কম পাকনা???
ফ্যাক্ট নং ০৩
১ম জন- থাপ্পর দিয়া ৩২ দাঁত ফালাইয়া দিমু! তুই আমারে চিনোস???
২য় জন- থাপ্পর দিয়া ৬৪ দাঁত ফালাইয়া দিমু! তুই আমারে চিনোস!!!
এই শুনে ৩য় একজন এগিয়ে এসে,
৩য় জন- চিনাচিনি পরে হইবো। সবাই জানি মাইনষের দাঁত ৩২টা। আপনে ৬৪ডা ফালাইবেন কেমনে???
২য় জন- জানতাম আপনার লাহান কেউ না কেউ আমগোর মাঝে বাম হাত ঢুকাইবো! তাই হেইডাসহ হিসাব কইরাই কইছি!!!
মন্তব্য: দেখলেন জটিল ভাই কেমন সুন্দরভাবে ঝগড়াটিকে আরো চাঙ্গা করে দিলেন? এবার খুন-খারাবী হলে এর দায় কে নেবে???
ফ্যাক্ট নং ০৪
স্ত্রী- বিয়ের আগে তুমি আমায় কত্তো ভালবাসার কথা বলতে। কিন্তু এখন মনে হচ্ছে আমার প্রতি তোমার কোনো আসক্তিই নেই।
স্বামী- তোমাকেতো আমি প্রেমের শুরুতেই বলেছিলাম বিবাহিত নারীদের প্রতি আমার কোনো আসক্তি নেই!
মন্তব্য: এর মাধ্যমে কিন্তু জটিল ভাই অতি চালাকের মতো পরকীয়াকে সাপোর্ট করলেন। এনাদের মতো মানুষদের জন্যেই আজ সমাজের এতো অধঃপতন ঘটে চলেছে!
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২০
জটিল ভাই বলেছেন:
সকল সাক্ষী প্রমাণাদির ভিত্তিতে জটিল ভাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, যেহুতু হাসতে হাসতে পরে গেছেন, তো এবার কাশতে কাশতে উঠে দাঁড়ান
জটিলবাদ প্রিয় আপি
২| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+++
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২১
জটিল ভাই বলেছেন:
অশেষ জটিলবাদ প্রিয় ভাই
৩| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৮
এপোলো বলেছেন: খুব জটিল এজেন্ডা।
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২২
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা........ জটিলবাদ প্রিয় ভাই
৪| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৯
সাসুম বলেছেন: হেব্বি জটিল হয়েছে। পোস্ট জটিস্টিকি ( জটিল ভাবে স্টিকি) করা হোক।
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৩
জটিল ভাই বলেছেন:
হায়হায়হায়......... জটিলবাদ প্রিয়
৫| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: নেটে আপনার ছবি এভাবে আছে জানা ছিল না। তবে মাস্ক মুখে থাকলে ভালো হত। মনে হয় মাস্কটা থুতনিতে আছে। এই ব্যাপারে যত্নবান হলে আরও জটিল হত।
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩০
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা...... মাস্ক মুখে বা থুতনিতে নয় ভাই, ছবিতে যাহা দেখিতেছেন উহাই মাস্ক
জটিলবাদ প্রিয় ভাই
৬| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪২
জটিল ভাই বলেছেন:
হামাক লিয়ে এইসব হইচ্ছেটা কি হু???? হামি এর তেরব পিড়িতাবাদ জানাই গেলাম!!!!
(আইজ মাল্টি নাই বলে পল্টি নিতে পারি না! যেই নিকেতে পোস্ট সেই নিকেতেই কমেন্ট করতে হয়।)
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১০
জটিল ভাই বলেছেন:
সবই কপাল
৭| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৪১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: করোনা কালে মুখোশ (মাস্ক ) খুলে দেবার কারণে পুলিশ কতৃক ফাইনের (কান ধইরা উঠা বসার) শিকার হলেন ব্লগার জভা !
সুত্র - গোপনসুত্র ।
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪০
জটিল ভাই বলেছেন:
জভা! আমিতো আরো ভাবছিলাম নিচের জবার কথা বলছেন
যাইহোক, উক্ত মন্তব্যটি বাঁধাই কইরা ঝুলাইয়া রাখতে হইবো। বলাতো যায় না যদি বিসিএস-এ প্রশ্ন আসে কে কবে কখন কোথায় জটিল ভাইকে "জভা" উপাধিতে ভূষিত করে?
জটিলবাদ প্রিয় ভাই
৮| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এপোলো বলেছেন: খুব জটিল এজেন্ডা।
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৪
জটিল ভাই বলেছেন:
জটিলবাদ প্রিয় সোনা ভাই
কিন্তু আফসোস আপনার নিজস্ব কোনো কম্লিম্যান্ট দিলেন না!
৯| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: আমি না বেশ ধন্দে পড়ে গেছি।না মানে বুঝতে পারছি না জটিল ভাইয়ের পোস্টে কে এমন হ্যাক করাইছে।এমন নিষ্পাপ মুখোশধারীকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙার মতো জটিলাচারণ না করলেই কি হতো না। তবে নেপথ্যে যিনিই থাকুন ঘটনা কিন্তু সাসাঙ্ঘাতিক সুসুন্দর দুদুর্ঘটনাই হহয়ছে..
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৮
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা....... জটিলবাদ প্রিয় ভাই
মানুষ জানি আনন্দে বাকরুদ্ধ হয়ে যায়। কিন্তু আপনিতো দেখছি........
তবে যেই এই কাজ করেছে তাহাকে আইনের আওতায় আনিয় বেকসুর খালাস প্রদান করা হোক
১০| ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:১৭
নেওয়াজ আলি বলেছেন: জটিল ভাইয়ার চরিত্র ফুলের মত পবিত্র
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫০
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... জটিলবাদ প্রিয় নেওয়াজ ভাই
বাট আপনারে না আবার জটিল ভাই বিরোধীরা.......
১১| ২৩ শে জানুয়ারি, ২০২২ ভোর ৪:৪২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জটিল ভাই কি বলতে পারেন বাংলাদেশ গাইঞ্জা চাষে কত নম্বর স্থানে আছে এবং কেন?
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫১
জটিল ভাই বলেছেন:
বলতে পারি তবে সেইজন্যে ৫০০০ টাকা ফিস লাগবো
১২| ২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: জোশ!!!
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫২
জটিল ভাই বলেছেন:
অশেষ জটিলবাদ প্রিয় ভাই
১৩| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
হেব্বি হেব্বি জটিল হইছে
এমন পোস্ট দিতে কে কেইছে।
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৫
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা....জটিলবাদ প্রিয় ভাই
তবে কে যে কইছে তারে আমিও খুঁজতাছি। আপনি পাইলে আমারে খবর দিয়েন!
১৪| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫
ইসিয়াক বলেছেন: বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়। অনেক রাত হয়ে গেছে
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৬
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... জটিলবাদ প্রিয় ভাই
কিন্তু বাচ্চারা ঘুমিয়ে গেলে কে সামুকে আশা দেবে? কে সামুকে ভরষা দেবে?
১৫| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ দারুন মজার ছিল
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৮
জটিল ভাই বলেছেন:
জটিলবাদ প্রিয় আভী
অনেকদিন পর মনে হচ্ছে! তা কেমন আছেন?
১৬| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৮
শায়মা বলেছেন: নিজের এজেন্ডা নিজেই ফাঁস করলা?
আহারে কি দুঃখ কেউ তোমাকে নিয়ে ভাবলো না......
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০১
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা....... জটিলবাদ প্রিয় শ্যাম্পু (শায়মা+আপু)
কথায় আছে নিজের ঢোল পরের বাজাতে দিলে আশু ছিঁড়ে ফেলার সম্ভাবনা আছে। তাই নিজের ঢোল নিজে পেটানোই উত্তম
১৭| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
জটিল ভাই বলেছেন:
জটিলবাদ প্রিয় সোনা ভাই
কিন্তু আফসোস আপনার নিজস্ব কোনো কম্লিম্যান্ট দিলেন না!
ইয়ে, আমি যেটা বলতে চাইছিলাম, ওটা অলরেডি আগে একজন বলে ফেলেছেন, তাই অগত্যা তার কথা তুলে দিতে হলো।
২য় ইয়ে, মাথায় তো দেখি দুষ্টুমি কিলবিল করতেছে। ৩য় ইয়ে, আমিও আজ থেকে দুষ্টুমি ছেড়ে দিলুম, বাঁদরামিটা বাদে
২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৮
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা...... না ইয়ে মানে বলছিলাম কি যদি সবাই এভাবে ইয়ে ছেড়ে দিয়ে ইয়ে হয়ে যায় তখনতো আবার ইয়ের বড্ড টান পরে যাবিনে
তারপরও ইয়ে দিলেন দেখে ইয়ে লাগলো
জটিলবাদ প্রিয় সোনাভাই
১৮| ২৩ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৭
খায়রুল আহসান বলেছেন: নিঃসন্দেহে এটি একটি জটিল উপস্থাপনা!
২৩ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৮
জটিল ভাই বলেছেন:
অসংখ্য জটিলবাদ প্রিয় ভাই
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৫
মনিরা সুলতানা বলেছেন:

আর আমি জটিল ভাইয়ের পোষ্টে হাহাপগে দিয়ে, কি প্রমাণ করলাম ?