![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(ছবির মডেল শায়মা হক, ছবির মালিক শায়মা হক, কানের মালিকও শায়মা হক )
বিসমিল্লাহিররাহ্'মানিররাহিম।
আসসালামুআলাইকুম।
যে কর্ণ দর্শনপূর্বক হৃদমাঝারে ঝড় ঊঠিয়াছে তাহা কি এমনিতেই হইবে ঠান্ডা? না, ঠান্ডা করিতে কিছু লিখিতে হইবে যদিও সেইজন্যে তেড়িয়া আসিতে পারে নানিশাশুড়ি হাতে লইয়া ডান্ডা! নয় ভয়, ভয়কে করিয়া জয়, জীবনান্দ দাশের বনলতা সেনের সাহায্য লইয়া, লিখিয়া যখন ফেলিয়াছি দেই তখন পোস্টাইয়া। হইবে ভাগ্যে যা আছে, যা পারে লোকে বলুক পাছে
দশ বছর ধরে, আমি ব্লগাইতেছি সামুর তরে,
কখনও ভাবিনিরে, চোখ পরবে কারো কানের 'পরে।
অনেক দেখিয়াছি আমি; লম্বা, চিকন, বেটে, আর মোটা কান
কখনও ভাবিনি আমি; সেই কর্ণ দর্শিব যাতে স্টুডেন্ট মারে টান।
আমি ক্লান্ত দেখি, চারিদিকে কতো কান সুবর্ণ,
কিন্তুু আমার দু-চক্ষু কাড়িলো, শায়মা হকের কর্ণ।
কান তার কবেকার পরিষ্কার সেনিটাইজার ধোয়া,
সর্বকর্ণ কারুকার্যমণ্ডিত; যেনো মনি মুক্তার কূয়া।
নন্টে-ফন্টেরা যেনো আজি হারাইয়েছে দিশা,
বাস্তব নাকি মিথ্যা? গবেষণায় লাগিয়াছে কান নিয়া।
আমি পাইলাম ইহারে পাইলাম, বলেছে যেনো কানে ধরিয়া,
এতোদিন কোথায় ছিলে? ওহে শায়মা মরমিয়া……..
সমস্ত অঙ্গ ছাড়ি কানের দিকে নজর প্রয়োজন?
করোনায় হায়; এ কি হাল করিলো গুলুমুলুদের?
অবশ্য যে কান সাজাতে এতো আয়ােজন,
অহেতুক কিবা দোষে দন্ডিত করিবো তাদের?
সবাই সুন্দরের পূজারি—সব বাচ্চা—এমন কি সব বুড়োর সখ,
জানিনা বাচ্চার বাবাদের কি হাল, যখন মুখােমুখি শায়মা হক!
সবাই ভালো থাকুন। আর আমার জন্যে দোয়া রাখুন যেনো ধমক না খাই। তাই শায়মা হক আসার আগেই পালাই। টা টা বাই বাই
আল্লাহ্ হাফিজ।
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১৪
জটিল ভাই বলেছেন:
এই নাও ভিমবার দিয়ে ঘসেমেজে চকচকা করে দিয়েছি। এবার খুশিতো?
মন্তব্যের জন্যে জটিলবাদ।
২| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:২৫
শায়মা বলেছেন: ইয়াক থু এইটাও ছেড়াবেড়া হইসে। দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি জিফ দিয়ে দিসিলাম যেন কেউ কপি করতে না পারে। কপি করলেই কোয়ালিটি খারাপ হবে। এখন দেখি খারাপেরও খারাপ আছে।
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৫
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা....... তোমার এই ছবির অবস্থা আরো খারাপ নিচে দেখো। সামু হতে যেনো ছবি কপি না করা যায় তাই এই টেকনিক ডিফল্ট করা। ছবি আপলোড করলেই রেজুলেসন কমে যাবে
বেটার তুমি এক কাজ করতে পারো। ছবি কমেন্টে আপলোড করার পর যে লিংকটা হয় তার ২ পাশের ব্রেকেট আর শুরুর htt : // পর্যন্ত কেটে বাকিটা দাও। তখন হয়তো ছবির কিছুটা রেজুলেসন ঠিক থাকতে পারে যদি ট্রিক্স কাজ করে
৩| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫৪
শায়মা বলেছেন:
এইটা আমার ....
যাইহোক অনেক কান নিয়ে টানা টানি করছস!!
বেশি টানাটানি করলে আবার তাইরে নাইরে ছড়াকার ভাইয়াজান আমার কান নিয়েই ছড়া লিখতে শুরু করে দেবে তিড়িং বিড়িং নৃত্য করে।
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫৯
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা........ আমিও মনে মনে ভাতেছিলাম যে কান নিয়া এমন টানাটানি আর টানটান উত্তেজনা তোমির নজর এড়াইতেছি ক্যামনে
ওকে। তাইলে তোমারটাই দিতাছি। পরে আবার ধমকাইও না যেহুতু লতি অর্ধেক নাই
৪| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: no comment
এই কানের মালকিন আমাকে সহ্য করতে পারে না।
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪১
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা...... এ কি শুনালেন প্রিয় ভাই? আমিতো জানি ভিন্ন কথা। আপনি আমার নানিশাশুড়ির একসময়ের অনুপ্রেরণার উৎস
যদিও আপনার মত আমিও উনারে বড্ড ভয় পাই
৫| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৩
শায়মা বলেছেন: ৪. ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৩১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: no comment
এই কানের মালকিন আমাকে সহ্য করতে পারে না।
হ্যাঁ দিনে দিনে তুমি অসহ্য হয়েছো মানে বোকা হয়েছো।
নিজেকে বেশি চালাক ভাবতে গিয়ে। যাইহোক বুঝতে পারার জন্য থ্যাংকস
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৭
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা........ আপনাদের মান-অভিমান দেখতে মজাই লাগে। যদি ভয়ে আছি যে আমিও আপনার অসহ্যের তালিকাভুক্ত হয়ে যাচ্ছি ভেবে
ওহ্, ভালো কথা। আপনারা ২জন যে নারী কোঠায় খেতাব পাইলেন, তারজন্যে একটা ট্রিট হবেনা?
৬| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৬
অধীতি বলেছেন: ওরে কবিতারে। বিংশ শতাব্দী কিংবা এর আগেও বোধয় কান নিয়ে কেউ লিখেনি। ভ্যান গঘ তার কান কেটে প্রেমিকাকে দিয়ে সারারাত বেহুশ পড়েছিল। এই কবিতা দেখে কি কারো কান কাটা যাবে
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৪
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা.......... তা হুঁশ হইবার পর কি প্রেমিকারে পাইছিলো? নাকি কান কাটা রমজান হইয়া.....
মন্তব্যের জন্যে জটিলবাদ প্রিয় ভাই
৭| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৭
শায়মা বলেছেন: ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪১০
লেখক বলেছেন:
হাহাহাহাহাহা...... এ কি শুনালেন প্রিয় ভাই? আমিতো জানি ভিন্ন কথা। আপনি আমার নানিশাশুড়ির একসময়ের অনুপ্রেরণার উৎস
যদিও আপনার মত আমিও উনারে বড্ড ভয় পাই
হ্যাঁ অনুপ্রেরনার উৎস ছিলো বটে আর আমিও কৃতজ্ঞ মানুষ সে কথা মনে আছে আমার।
কিন্তু সদা ও সর্বদা দেখেছি কিছু দূর্বল মনের মানুষ শক্তি অপশক্তি বা নেগেটিভ এনার্জীর কাছে নিজেদেরকে সপে দিয়ে সেইফ ফিল করে। ভাইয়াকে এখন আমার এমনই মনে হয়। সেই কারণে আমি বিরক্ত। দিনে দিনে ভাইয়া এত ভীতু হয়েছে জানতাম না।
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৯
জটিল ভাই বলেছেন:
সরি টু সে, এক্ষেত্রে প্রিয় ভাইয়ের এই ব্যপারটা আমার চোখেও লেগেছে। তবে আমার মনে হয়েছে উনার আশার পরিমাণটা একটু বেশিই ছিল। তাই চাওয়ার সাথে পাওয়ার মিলন সেভাবে ঘটে নাই বলে ভাই আমার হতাশার ডুব সাগরে হাবুডুবু খাচ্ছেন। আর এতে করে ভাই অপ্রত্যাশিতভাবে বদলে গেছেন
৮| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৯
শায়মা বলেছেন: ৬. ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৬০
অধীতি বলেছেন: ওরে কবিতারে। বিংশ শতাব্দী কিংবা এর আগেও বোধয় কান নিয়ে কেউ লিখেনি। ভ্যান গঘ তার কান কেটে প্রেমিকাকে দিয়ে সারারাত বেহুশ পড়েছিল। এই কবিতা দেখে কি কারো কান কাটা যাবে
হ্যাঁ যাবে।
তারপর নাম হবে কান কাটা জটিলজান।
২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২২
জটিল ভাই বলেছেন:
হবে। তবে, আপনার নাতনির জন্যে
৯| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫২
শায়মা বলেছেন: লেখক বলেছেন:
হাহাহাহাহাহা........ আপনাদের মান-অভিমান দেখতে মজাই লাগে। যদি ভয়ে আছি যে আমিও আপনার অসহ্যের তালিকাভুক্ত হয়ে যাচ্ছি ভেবে
ওহ্, ভালো কথা। আপনারা ২জন যে নারী কোঠায় খেতাব পাইলেন, তারজন্যে একটা ট্রিট হবেনা?
কিসের মান অভিমান?
আই হেট দূর্বল মনের মানুষ যারা ভয় পেলেই গর্তে লুকায়।
যাইহোক আমরা দুজন নারী কোঠায় মানে????????????
নারী কোটার নাম অপ্রকাশিত রাখার জন্য কালকে তাকে কয় লাখ জরিমানা করবো ভাবছি!
২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৪
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা........ আপনার কষ্ট করে আর জরিমানা করতে হবে না। অলরেডি মডুর জালে আটকে গেছে
১০| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৮
অধীতি বলেছেন: পরদিন সকালে তার বন্ধু তাকে উদ্ধার করিয়াছিল
২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৫
জটিল ভাই বলেছেন:
তাই। তবে প্রেমের পরিনতি কি হইয়াছিলো?
১১| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৩
শায়মা বলেছেন: ১০. ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৮০
অধীতি বলেছেন: পরদিন সকালে তার বন্ধু তাকে উদ্ধার করিয়াছিল
অধীতি ভাইয়া তুমিও জটিলাজানভাইয়াকে কান কাটার পরদিন উদ্ধার করার জন্য রেডি থাকো। তার এড্রেস নিয়ে রাখো।
২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৭
জটিল ভাই বলেছেন:
না না না..... এভাবে আমায় তুমি জান ডেকে ইমোসনাল করার চেষ্টা করো না! আমায় জান বলে ডাকার অধিকার শুধুই তোমার নাতনির জন্যে সংরক্ষিত
১২| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হায় আল্লাহ!
আমি আমার বই নিয়ে ব্যস্ত। চাইলেও আমি চালাক হতে পারব না আর তার কারণ আমি সেই অনেকে আগে জেনেছি, আমার আক্কেল নেই।
তবে ফালতু কাজে সময় নষ্ট করতে আমি মোটেই পছন্দ করি না।
২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৯
জটিল ভাই বলেছেন:
ফালতু কাজে আপনি নেই তা আপনার আচরণ দেখলেই বুঝা যায় প্রিয় ভাই। কিন্তু সমাজে আপনি ফালতু কাজে না জড়ালেও আপনাকে যে জড়িয়ে নেবে
১৩| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান, আপনি ঠিক বলেছেন।
২৪ শে এপ্রিল, ২০২২ রাত ২:২৫
জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্।
১৪| ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:২৮
জুল ভার্ন বলেছেন: হ্যা, এই কান পরিচিত।
২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৬
জটিল ভাই বলেছেন:
টেনে থুক্কু ছুঁয়ে দেখেছেন কি প্রিয় ভাই?
১৫| ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ এত বড় কান কার..... এই কানে এত ছিদ্র বাই করলো কিডা হাহাহাহা
শায়মাপু তোমার কান নাকি
একটু ছুঁয়ে দেখি
২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২১
জটিল ভাই বলেছেন:
আপনাদের কান টানাটানি দেখি আমার হাসতে হাসতে জান টানাটানি!
১৬| ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০৬
শায়মা বলেছেন: হা হা জুলভার্ন ভাইয়া জটিলভাইয়া এবার আমার কান নিয়ে টানাটানি শুরু করেছে। হাত কেটে ফেলতে হবে এইবার।
ছবি আপু জানোনা বুদ্ধিমান মানুষের কান বড় বড় হয় খরগোসের মত আর গাধাদের হয় ছোট ছোট।
আর কোনো ছিদ্রই লাগে না এই দুল পরতে।
আর ছুঁয়ে দেখবা মানে কি???
তুমিও আমার ক্লাসের বাচ্চাদের মত টান দেবে নাকি!!!!!!!!
২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৭
জটিল ভাই বলেছেন:
বুদ্ধিমান মানুষের কান বড় বড় হয় খরগোসের মত আর গাধাদের হয় ছোট ছোট।
হাহাহাহাহাহা........ কি লজিক মাইরি! আচ্ছা, খরগোসের কান কি হাতির চাইতে ছোট?
আমি আর কি টনাটানি করলাম! সনেট কবি ভাই থাকতে আমিতো কোন ছাড়! কান বাঁচাও এবার
ধরো কান, মারো টান,
শায়মা হকের আশেকান!
১৭| ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসতে হাসতে জীবন শেষ হাহাহাহা ..... টান দিতাম না ব্যথা পাইবা
বাচ্চারা বড্ড দুষ্টু
তোমার পোস্ট পড়ি নাই এখনো। পড়মু ইনশাআল্লাহ
২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩০
জটিল ভাই বলেছেন:
তারাতারি পড়েন। কানের স্টক সীমিত। সর্বসাকুল্যে ২ পিস্
১৮| ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৫
শায়মা বলেছেন: ছবি আপুনি পোস্ট পড়লে তো মনে হয় আক্কেল গুড়ুম করে ফেলবা। বাচ্চারা আমার দুল ধরে টানতে টানতে আর একটু হলে কান দুইটাই ছিড়ে ফেলতো। একটা না।
২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩২
জটিল ভাই বলেছেন:
কান ছাড়া আপনাকে কি ভয়াবহ সুন্দরী লাগতো কল্পনা করেছেন?
১৯| ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন:
সায়মা ও তাঁর কান
কান নিয়ে কানাকানি সামুর উঠনে,
অনবদ্য আলোচনা। বাস্তবে সুন্দর
সে কান। হে মনোরমা সুস্নিগ্ধ অন্তর
আপুনি। তোমার কান কেড়েছে হৃদয়।
সায়মা, নামের মত কানটা গঠনে
যেনকি পরীর কান। মনমুগ্ধকর
গয়নায় সুসজ্জিত সকল প্রহর
যেথায় রয়েছে তাঁর রূপের সঞ্চয়।
কান নয় শুধু তাঁর মোহনিয়া তিনি
সকলের প্রিয় আপু অনন্যা গুণেতে
বহুকাল ধরে আমি তাঁকে খুব চিনি
মহিয়সি নারী তিনি নির্মল মনেতে।
নানা শিল্পে জোতির্ময় অক্ষয় নক্ষত্র
বিদ্বেষ বিহীন মন মাহাত্মে পবিত্র।
২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪২
জটিল ভাই বলেছেন:
কান নিয়ে এমন কানাকানি
আগে কেউ দেখেছে কি?
একি শ্রদ্ধা নাকি মানহানি,
তেমন করে ভেবেছে কি?
এই সুযোগে বাংলা সাহিত্য
ভান্ডার হইলো আরো সমৃদ্ধ।
কান হইতে পারে অনবদ্য
তাহা ভাবিয়াছিলো কোনো বৃদ্ধ?
আপনার লিখা কর্ণ কবিতা
যুগ-যুগ ধরিয়া,
পাঠ করুক শাবানা-ববিতা
দিয়া মরমিয়া।
জটিলবাদ প্রিয় ভাই।
২০| ২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩২
জুল ভার্ন বলেছেন: লেখক বলেছেন:
টেনে থুক্কু ছুঁয়ে দেখেছেন কি প্রিয় ভাই?
এটা আমাদের প্রিয় বোনের কান- চেনা খুবই সহজ!
২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৪
জটিল ভাই বলেছেন:
এটা আমাদের প্রিয় বোনের কান- চেনা খুবই সহজ!
মনে থাকে যেনো প্রিয় ভাই। এই সিলেবাসে ভবিষ্যতে পরীক্ষা দিতে হইবে!
২১| ২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০০
মোহামমদ কামরুজজামান বলেছেন: যদিও মানুষটা কে মনে হয় চিনি না তবে এই কানটা যেন পরিচিত পরিচিত লাগে।
এই কান কি আমার বনি র কান নাকি ? ( কানে কানে কইনছেন দেহি জটিল ভাই )।
বড়ই সৌন্দর্য ভাই , শামুর কান ।
২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫১
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা.......... খাড়ান আপনার বইনে আইতাছে।
মতামতের জন্যে জটিলবাদ প্রিয় ভাই।
২২| ২৪ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৯
শায়মা বলেছেন: আমার কান নিয়ে এত টানাটানি আমার ক্লাসের বাচ্চারাও করেনি!!!!
এতদিন শুনেছি গাধার কান
খরগোসের কান
ভ্যানগগের কান!!!
এবার শামুর কান!!!!!!!!!
২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪১
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা....... তবে প্রিয় ভাইয়ের পোস্টতো ১৯ নং মন্তব্যে বিদ্যমান। তবে যাইহোক, আপনি বরং প্রিয় অপু তানভীর ভাইকে একটা ধন্যবাদ দিন
২৩| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আর কারও কান পান নাই। আপনার অনেক সাহস।
২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪২
জটিল ভাই বলেছেন:
আমার অনেক সাহস হলে যারা ছুঁয়ে দেখেছে তাদের কত সাহস?
মতামতের জন্যে জটিলবাদ প্রিয় ভাই।
২৪| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫২
শায়মা বলেছেন: ২৩. ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আর কারও কান পান নাই। আপনার অনেক সাহস।
হা হা হা ঐ তোমরা তো আমাকে মনে হচ্ছে কদিন পরে ডাইনী বানায় দেবে!!!!!!!!!
ভুই পাও ভুই পাও কেনো কেনো কেনো শুনি!!!!!!!!!!!!!
আমি কত্ত ভালা মানুষ!!!!!!!!!!
সবাইকে কত্ত ভালোবাসি!!!
২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৪
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা....... তবেতো আপনার নাতনি আপনার মতো হলে আমার কপালে শনি আছে
২৫| ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৫১
অধীতি বলেছেন: মেয়েটা ছিল বছর দশ-বারো বয়সের। ঐ সময়েই ভাগ্যর করুণ পরিহাসে তাকে গণিকাবৃত্তিতে জড়িয়ে পড়তে হয়। ভ্যান গঘ ওর কাছে যেত, মেয়েটা গঘের কান ধরে একদিন বলেছিল "তোমার কান নরম আমাকে দিবা?" তারপর বাসায় গিয়ে রাতে গঘ তার কান কেটে ফেলে এবং কাপড়ে পেঁচিয়ে তাকে দেবার মনস্থ করে কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়িতেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরে তাকে তার বন্ধু উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। পরে মেয়েটার সাথে আর দেখা হয়েছিল মনে হয় একবার। ঠিক মনে নেই। পোস্ট দিবোনে মনে করে
২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৫
জটিল ভাই বলেছেন:
টুইস্ট আছে মনে হচ্ছে। ওকে। পোস্টের অপেক্ষায় রইলাম। জটিলবাদ প্রিয় ভাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৫৫
শায়মা বলেছেন: ঐ আমার কানের ছবি এডিট করে সুন্দর ঝকঝকা করে দাও কইলাম!!!!!!!