![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(ছবি নেট হতে )
বিসমিল্লাহিররাহ্'মানিররাহিম।
আসসালামুআলাইকুম।
আলহাম্দুলিল্লাহ্। সেইফ আছি।
ঈদ চলে এসেছে। তাই গরীব হলেওতো কিছু সাধ থাকে। আর আনলিমিটেড নেটে পরে থাকলেতো সাধ পূরণের সাধ্য হবেনা। তাই আপাতত নেট হতে দূরে থাকা উত্তম মনে হচ্ছে। পাশাপশি এখন সবাই ঈদের সপিং, বাড়ি যাওয়া, ঘুরাঘুরি ইত্যাদিতে ধীরে-ধীরে ব্যস্ত হয়ে নেটওয়ার্ক বিড়ম্বনায় কিংবা নেটপাড়া হতে কাছে থাকলেও দূরে থাকবেন। আর তাই সবাইকে জানিয়ে দিচ্ছি ঈদের আগাম মোবারাকবাদ।
ঈদ মোবারাক। (দয়া করে ঈদ আর ইদ নিয়ে ক্যাঁচাল না করি।)
পাশাপাশি ব্লগে নির্দিষ্ট ওয়েবসাইটের তুলনায় ফেইসবুকের নির্দিষ্ট কোনো গ্রুপের মত আচরণ বেড়েছে বলে আমার মনে হচ্ছে। যা ব্লগের আবেদন অনেকটাই কমিয়ে দিচ্ছে। তাই যদিও আমার মতো অনেকেই ঈদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, তাঁদের প্রতি অনুরোধ থাকবে ব্লগে মূল্যবাণ লিখা যতোটা সম্ভব অব্যহত রাখুন। পাশাপাশি "+" চিহ্নটাকে ফেইসবুকের রিএ্যাক্ট চিহ্নের মতো এতোটা সস্তা করে না ফেলি। কারণ, ফেইসবুকের হাজারটা রিএ্যাক্ট অপেক্ষা এখানের একটা "+" অনেক মূল্যবাণ বলে মনে করি। সেইসাথে ফেইসবুক যখন ক্লাসলেস হবার পথে তখনও মনে করি ব্লগ একটা নির্দিষ্ট ক্লাস ধরে রেখেছে। এটা অত্যন্ত দরকার।
সেদিনও আমার এক স্যারকে বলছি যে, বর্তমান সমাজের অধপতনে বিদ্যাপীঠগুলোর অবদান রয়েছে। কেননা, এগুলো যদিও উত্তম উদ্দেশ্য নিয়ে সাবার জন্য উন্মুক্ত করা হয়েছে সমমনা তৈরীর লক্ষ্য নিয়ে, বাস্তব ফলাফল কিন্তু ভিন্ন এসেছে। কারণ, স্টুডেন্ট বেশি হবার কারণে কর্তৃপক্ষ সবার প্রতি নজর না দিতে পারায় সুশিক্ষাতে সবাই সেভাবে অগ্রগামী হতে না পারলেও, এক লেভেলের স্ট্যান্ডার্ড সহজে আরেক লেভেলে ঢুকে গেছে যেহুতু নেগেটিভিটি আমাদের উপর বেশি কাজ করে। ফলে শিক্ষাতে না আগালেও, ভালো পরিবার হতে গিয়েও সঙ্গদোষে অনেকেই স্বাভাবিকভাবে অভদ্র পরিবারের কালচার রপ্ত করে ফেলছে। আর এর ফলতো এখন আমরা প্রতিদিনই দেখছি আর উপলব্ধি করছি। আর ইন্টারনেট সে জিনিসটা আরো ত্বরান্বিত করছে। ফলে দ্রুত সামাজিক শ্রেণীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাই অতি নেটবাজি হতে নতুন প্রজন্মকে মুক্ত করা আবশ্যক মনে হচ্ছে।
তা আমার পূর্বের পোস্টের পর হতে যাঁরা ভাবছেন সেইফ কিনা তাদের উৎসর্গকৃত এই পোস্ট।
তো ঈদে সাবধানে চলাচল করুন,
সাবধানে কেনাকাটা করুন,
জান-মালের সাবধানতা অবলম্বন করুন,
যাত্রা পথে চোখ-কান খুলা রাখুন,আর
মুখ বন্ধ রাখুন মাস্কের আড়ালে। এটা রোগের পাশাপাশি আরো অনেককিছু হতে প্রটেক্ট করবে।
পরিশেষে, প্রত্যেকের ঈদ সুন্দরভাবে কাটুক সেই দোয়া করি। পাশাপাশি আমাদের জন্যেও দোয়া চাই।
আল্লাহ্ হাফিজ।
২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৯
জটিল ভাই বলেছেন:
আলহাম্দুলিল্লাহ্। বাড়িতে প্রিয় ভাই সেই কবেই চলে এসেছি। দোয়া করি সুস্থ্য-সুন্দরভাবে ঈদ উদযাপন করুন।
আর টুপিল প্রাসঙ্গিকতা বলতে, ইদানিং সামু যেভাবে অভিযান চালিয়ে টুপি পরাচ্ছে তাতে আমার গত পোস্ট সড়ানোতে অনেকেই ভেবেছেন আমিও টুপির আওতায় চলে এলাম কিনা। সেই দৃষ্টিকোণ হতেই পোস্টে টুপি লাগালাম।
কিস্তি-টুপি দিতাম ঈদ সামনে রেখে। কিন্তু জামাত-শিবির ট্যাগের ভয়ে হ্যাট দিলাম
২| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:০৮
জুল ভার্ন বলেছেন: ঈদ মুবারক।
২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৯
জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্ প্রিয় ভাই।
৩| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জি আগাম ঈদের শুভেচ্ছা রইল
ঈদ মোবারক
ভাল ও সুস্থ থাকবেন-------
২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১১
জটিল ভাই বলেছেন:
আলহাম্দুলিল্লাহ্ প্রিয় কবি ভাই। আল্লাহ্ আপনাদেরকেও সুস্থ্য-সুন্দরভাবে ঈদ উদযাপন করান, দোয়া রইলো।
৪| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঈদ মোবারক
ভাল ও সুস্থ থাকবেন। দোয়া রইল।
আমার জন্যও দোয়া করবেন।
২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১২
জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। আল্লাহ্ আপনাকে সুস্থ্য-সুন্দররূপ ঈদ উদযাপনের জন্যে কবুল করুন।
৫| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক। ঈদে কোথাও যাচ্ছি না। স্বপরিবারে ঈদ করুন আনন্দে। ফি আমানিল্লাহ।
২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৪
জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। কেনো? বিলাইয়ের ডরে? (ময়মনবিলাই হাহাহাহাহাহা.....)
আল্লাহ্ আপনাদের সুস্থ্য রেখে সুন্দরভাবে ঈদ পালনের তৌফিক দান করুন।
৬| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: ঈদ মোবারক।
কিন্তু ভাইয়া আপনি কথায় কথায় এমন টুপি দেখান কেন? টুপি পরানোর মধ্যে শান্তি পান, নাকি নিজে পরায় শান্তি পান?
২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৬
জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। আল্লাহ্ আপনার ঈদেরদদিন সুস্থ্য-সুন্দরভাবে কাটান। আর টুপি? হাহাহাহাহাহা.......
ইদানিং সামু যেভাবে অভিযান চালিয়ে টুপি পরাচ্ছে তাতে আমার গত পোস্ট সড়ানোতে অনেকেই ভেবেছেন আমিও টুপির আওতায় চলে এলাম কিনা। সেই দৃষ্টিকোণ হতেই পোস্টে টুপি লাগালাম।
কিস্তি-টুপি দিতাম ঈদ সামনে রেখে। কিন্তু জামাত-শিবির ট্যাগের ভয়ে হ্যাট দিলাম
৭| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৫
মিরোরডডল বলেছেন:
Bye
২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৬
জটিল ভাই বলেছেন:
Tata.
৮| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ২:১৩
জিকোব্লগ বলেছেন: আগাম ঈদ মুবারক!!!
২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৬
জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্ প্রিয় ভাই।
৯| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ২:২৯
অপু তানভীর বলেছেন: গতকাল বাসায় এসেছি । ঢাকায় থাকলে যে ব্যস্ততা থাকে গতকাল থেকে সেই ব্যস্ততা একদম চলে গেছে । সারা দিন বাসায় শুয়ে বসে কাটছে । এতো আরাম আবার দুই একদিের বেশি সহ্য হয় না আমার ! বোর হয়ে যাবো আজ কালের ভেতরেই !
আপনাকেও আগাম ঈদ মোবারক !
২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৯
জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। চিন্তা কি প্রিয় ভাই? এই সুযোগে জমে থাকা লিখাগগুলো লিখে ফেলুন, আর সময়ের অভাবে না করা এক্সপেরিমেন্টগুলো সেরে নিন
মন্তব্যের জন্য আন্তরিক জটিলবাদ।
১০| ২৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২২
ভুয়া মফিজ বলেছেন: আপনার বাকী রোযাগুলো আর ঈদ আনন্দময় হোক।
এডভান্স ঈদ মুবারক!
২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩১
জটিল ভাই বলেছেন:
আলহাম্দুলিল্লাহ্। জাজাকাল্লাহ্। দোয়া করি আপনার ঈদসহ সকল দিন অনাবিল আনন্দে কাটুক প্রিয় ভাই। আল্লাহ্ আপনার সহায় থাকুন।
১১| ২৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
শায়মা বলেছেন: ঈদ মুবারাক জটিলভাইজান।
ঈদের খানাপিনা নিয়ে এবার পোস্ট দিও।
দেখি তোমার বাড়ি কি কি রান্না হলো।
২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৩
জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। অসংখ্য জটিলবাদ প্রিয় নীরু (আপা)। তবে ইচ্ছে থাকলেও হয়তো তোমার শিরোধার্য আদেশ পালন করতে পারবো না। প্রথমত ছবি তোলার নেশা আমার নেই নিশ্চই লক্ষ্য করেছো। সেইসাথে আমাদের ঈদেরদিনের আয়োজন আর বকি দিনগুলোর মতোই সাদাসিধে হয়ে থাকে। তোমার মতো সুন্দর আর স্পেসাল করে সেভাবে কিছু করা হয়না। তবে জানি ঈদে তোমার স্পেসাল পোস্ট থাকবে। সেই অপেক্ষায় রইলাম। ঈদ কাটুক অনাবিল আনন্দে। আদেশ পালনে অক্ষমতা প্রকাশের জন্যে ক্ষমা করে দিও নিরূপমা (আপা)।
১২| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৯
শায়মা বলেছেন: ধানাই পানাই ছেড়ে সেই সহজ সিম্পল পোস্টই দাও।
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২০
জটিল ভাই বলেছেন:
তুমি যদি তুমি যদি চাও একবার ভালবেসে,
এনে দেবো সবকিছু হ্যাঁ দেবোই, এক নিমিষে।
দুনিয়ায় যতো আছে অসম্ভব,
সবটাই করে দেবো সম্ভব।
তুমি যদি হেসে বলো, দু কদম পাশে চলো, জিতবোই অবশেষ......
ঠিক আছে প্রিয় নিরূপমা (আপা)। তবে সাধাসিধেভাবেই চেষ্টা করবো ইনশাল্লাহ্। আর উপরের কথা আমার না। গানের কলি
১৩| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২২
জ্যাকেল বলেছেন: আগাম পাগাম বুঝি না, ঈদ তো আসবেই। অতএব ঈদ মুবারাক!
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৫
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা....... কথা সত্য। কিন্তু আগাম না লিখলে যদি আবর যুক্তিবাদী সেন্সরবোর্ড আটকে দেয়!
জটিলবাদ প্রিয় ভাই
১৪| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:২৭
গরল বলেছেন: ঈদের শুভেচ্ছা সকল ব্লগারদের, আশা করি সবাই সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারবে। ঈদের যে জিনিষটা খুব ভালো লাগতো সেটা হচ্ছে ছালামি।
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩০
জটিল ভাই বলেছেন:
শেষ বাক্যটা মাথার উপরে দিয়া গেলো। এর সহজ কোনো ব্যাখ্যা কি আছে প্রিয়?
১৫| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩১
গরল বলেছেন: দুখিত, সালামি হবে বোধ হয়, ক্ষমা করবেন।
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৭
জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। হাহাহাহাহাহা..... একটা মজার বিষয় শেয়ার করি। আপনি ছালামি লিখেছেন। কিন্তু সালামি পড়ে অভ্যস্ত আমি আপনার শব্দটাকে পড়ছিলাম "ছাগলামি" ব্লগে ছাগল আর ছাগলামি শব্দদ্বয় অনবরতভাবে দেখতে দেখতে আপনার অবচেতন মনের পক্ষপাতিত্বের মতো হয়ে গেছে ব্যাপারটা
জটিলবাদ প্রিয় ভাই।
১৬| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৮
গরল বলেছেন:
এটা আসলে মস্তিষ্কের আর এক ধরণের খেলা, আমাদের মস্তিষ্ক ভুল কিছু পেলে সেটা সংশোধনের চেষ্টা করে। উপরে ছবির লেখাটা পড়ে দেখুন। আরও কিছু পাবেন নিচের লিংকে।
https://www.funwithpuzzles.com/2012/01/test-if-you-can-read-this.html
৩০ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:৫৬
জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। এই বিষয়টি আগেই জানি আর অনেক ইন্টারেস্টিং। কিন্তু এই প্রসেসটার নাম জানিনা বলে মন্তব্যের উত্তর করার সময় মাথায় থাকলেও বলতে পারিনি। ছবিটির জন্যে আন্তরিক জটিলবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ৭:৪৯
খায়রুল আহসান বলেছেন: ঈদে বাড়ী যাচ্ছেন নাকি? গেলে, শুভ হোক আপনার ঈদযাত্রা! আর যে পরামর্শগুলো পোস্টের শেষে দিয়েছেন, আশাকরি আপনিও সেগুলো মেনে চলবেন।
পোস্টের সাথে 'নেট হতে' নেয়া শিরোনামের ছবিটার প্রাসঙ্গিকতার কোন ব্যাখ্যা আছে কি?
ঈদ মুবারক!