নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

বিসমিল্লাহিররাহ্\'মানিররাহিম। আসসালামুআলাইকুম।

২৯ শে মে, ২০২২ সকাল ১০:১৭


(ছবি নেট হতে)

তারপর সবাই কেমন আছেন?

চোখ কঁচলাকঁচলির কিছু নাই,
আমিই আদি ও আসল জটিল ভাই।


ভাবতে পারেন এতোদিন পরে কোথা হতে উদয় হলাম। আসলে উদয় হয়নি। অস্তমিত হবার কালে একটা ঝলক বলতে পারেন। এই ব্লগের উপর হতে মন উঠে গেছে বহু আগেই। তারপরও ফিরে আসা ছিলো সামু নাম আর কিছু মানুষের টান।

কিন্তু যখন উপলব্ধি হয় দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্যের মতো সর্বভৌমত্ব এক আল্লাহ্'র হলেও সংগত কারণে কিছু স্থান এড়িয়ে চলা উচিৎ, তখন সাবধানতা অবলম্বন আবশ্যক। সার্বভৌমত্ব এক আল্লাহ্'র হলেও যেমনি মূর্তির সামনে দাঁড়িয়ে নামাজ আদায় হবেনা, তেমনি ধর্মচর্চা ও ধর্মপ্রচার সবস্থানে করার চেষ্টা অমূলক।

একদা ভাবতাম সামু ধর্মের নামে উগ্রতার বিপক্ষে কিন্তু সঠিক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমার ধারণা ভুল ছিলো। আর তাই সামু হতে দূরে সরে যাওয়া। কারণ, সবার উপরে আমার স্রষ্টা। সেই সূত্রে স্রষ্টার মনোনীত দ্বীনই সর্বাগ্রে।

তাই এখন আর এখানে লিখতে যে তেমন আগ্রহী নই তা নিশ্চই আমার লিখা পড়েই বুঝতে পারছেন। তাই অনেককিছুই বলার থাকলেও নির্বাক। অপলক দৃষ্টিতে আজ অবাক।

আজকের এই পোস্টটা ছিলো শুধুই ব্লগের প্রিয় সেইসব ভাই-বোনদের প্রতি যাদের সঙ্গে কথা চালাচালি করে কিছুটা তৃপ্তি পেতাম। যাঁদের সঙ্গ মনকে আনন্দিত করেছে। যাঁদের লিখা মনকে দোলা দিয়েছে। তাঁদের প্রতি অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। আর তাই এভাবে চুপসে যাবার মুহুর্তে সেই দায় হতে এসেছি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক শুভকামনা প্রত্যাশা করতে।

আপনাদের প্রতি রইলো বরাবরের মতোই অফুরন্ত জটিলবাদ। যে যেখানে থাকুন, সাবধানে আর সুখে থাকুন এই দোয়া রইলো। সেই সঙ্গে নিজের জন্যেও দোয়ার দরখাস্ত দিলাম।

তবে বলবো না একেবারে চলে যাচ্ছি। কারণ, পাগল মন হয়তো বারবার ফিরে গিয়ে ফুঁড়ে আসবে.......

আল্লাহ্ হাফিজ।

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২২ সকাল ১০:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কেউ কেউ এমন ভাবে ধর্মকে নিয়ে কটাক্ষ করছেন এবং এমন সব অশালীন কথা বলছেন যাহা কোনভাবেই বাক স্বাধীনতার মধ্যে পরেনা। কতৃপক্ষের এ বিষয়ে একটা গঠনমূলক পোস্ট দেয়া উচিত।

৩১ শে মে, ২০২২ রাত ১:২৮

জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। তা কেমন আছেন প্রিয় ভাই?
বাকস্বাধীনতা শব্দটাই এখন এখানে এলে একটা কৌতুক মনে হয়। আর কর্তৃপক্ষ? সে যেনো আরেক কৌতুকময় কৌতূহল! =P~
মতামতের জন্যে আন্তরিক জটিলবাদ জানবেন।

২| ২৯ শে মে, ২০২২ সকাল ১০:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগে কয়েকজন ব্লগার আছেন যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না সেটা তাদের নিতান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু তাই বলে তাদের শুধুমাত্র ইসলাম ধর্মকে লক্ষ্য করে বিদ্রুপ মন্তব্য করা একেবারে অগ্রহনযোগ্য। ইহা কোনভাবেই বাক স্বাধীনতা নহে।

৩১ শে মে, ২০২২ রাত ১:৩৪

জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। তা কেমন আছেন প্রিয় ভাই?
কষ্টতো এখানেই যেখানেই ধর্মহীণতা সেখানেই টার্গেট পয়েন্ট ইসলাম, মনে হয় আর কোনো ধর্মের অস্তিত্ব নেই। তবে এতে এটা ভেবে ভালো লাগে যে, ইসলামই স্রষ্টার একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। যাইহোক, এখানে এখন এসব নিয়ে নীরব থাকাই উত্তম বলে মনে হচ্ছে। আর এতেই বেশ ভালো আছি।
জটিলবাদ জানবেন প্রিয় ভাই।

৩| ২৯ শে মে, ২০২২ সকাল ১০:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এযে চোরের সাথে রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো হয়ে যাচ্ছে।
আপনার চলে যাওয়া আপনারই আগমনের শুরু হোক।
শুভকামনা রইলো।

৩১ শে মে, ২০২২ রাত ১:৩৮

জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। তা কেমন আছেন প্রিয় ভাই?
বহুদিনে আপনার হঠাৎ মন্তব্য মনে বেশ দোলা দেয়। তবে পরের বাড়িতে চোরের সাথে রাগ করে মাটিতে না খেয়েইবা কি লাভ? পরের বাড়িতো পরের বাড়িই, তাই না?
যাইহোক, শুভ কামনা সাদরে গ্রহণ করিলাম। সেইসাথে আপনিও আমার জটিলবাদ গ্রহণ করুন।

৪| ২৯ শে মে, ২০২২ সকাল ১০:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব আবেগময় মনে হলো ভাল ও সুস্থ থাকবেন

৩১ শে মে, ২০২২ রাত ১:৪০

জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। তা কেমন আছেন প্রিয় কবি ভাই?
শুভ কামনার তরে আন্তরিক জটিলবাদ জানবেন।

৫| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: গিয়ে লাভ কী । থেকে যান আমাদের সাথে। আল্লাহ হেদায়েত দিন অইসব মানুষদের যারা মুসলিম হয়েও ইসলামের প্রতি কটাক্ষ করলে প্রতিবাদ করেন না।

যাবেন না প্লিজ

৩১ শে মে, ২০২২ রাত ১:৪৮

জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। তা কেমন আছেন প্রিয় আভী?
যাদের মিস করি এলাকাগত কারণে আপনি অন্যতম। তবুও এখন সামুকে একটা নিষিদ্ধ সাইটের মতো মনে হয় তাই আসতে ইচ্ছে হয় না। ফলে মিস করা লিখাগুলোর মাঝে আপনার লিখাও মিস করছি খুব। যদিও দেখলাম আপনিও আগের মতো এক্টিভ নন। আর গিয়ে লাভ ততোটাই, অন্ধত্বের অভিশাপ নিয়ে বেঁচেও যেমনি অনেককে এই পৃথিবীর কুৎসিত রূপটা দেখতে হয়না। তাই এক মন থাকতে চাইলেও আরেক মন চায় না।
অনন্ত জটিলবাদ জানবেন।

৬| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:০৬

রানার ব্লগ বলেছেন: আরে অভিমান করে কি করবেন !! মাঝে মাঝে আপনার জটিলবাদ ভালই লাগে !!! এই নেন জিলাপি খানা । আরে অভিমান করে কি করবেন !! মাঝে মাঝে আপনার জটিলবাদ ভালই লাগে !!! এই নেন জিলাপি খানা ।

৩১ শে মে, ২০২২ রাত ১:৪৯

জটিল ভাই বলেছেন:
আপনার জন্যেও প্লেটপূর্ণ জটিলবাদ রইলো।

৭| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:১৯

প্রতিদিন বাংলা বলেছেন: পরাজিত সৈনিক /পলাতীত সৈনিক
ভবিষতে কোন বিশেষণের দাবিদার হতে চান !!
...................
চির উন্নত মম শির দা বেস্ট

৩১ শে মে, ২০২২ রাত ১:৫২

জটিল ভাই বলেছেন:
জাজাকাল্লাহ্। তা কেমন আছেন প্রিয় ভাই?
ভবিষ্যততো বহুদূরে। আপাতত কোনো খেতাব চাই না। শুধু আশা না পূরণ হবার হতাশা হতে বাঁচতে চাই।
জটিলবাদ প্রিয় ভাই।

৮| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:৪৯

গেঁয়ো ভূত বলেছেন:



আপনাকে মিস করেছি, দুজনকে মেসেঞ্জারে নক দিয়ে অজ্ঞাত কারণে রিপ্লাই পাইনি। ফেবুতে যদি আপনার সাথে কানেক্ট থেকে থাকি তাহলে নক দিয়েন, আমার নাম পরিচয় আপনি জানেন বলেই মনে হয়েছে। অন্তত কোনো একটা যোগাযোগ মাধ্যমের লিংক প্রত্যাশা করছি।

আমি জোরালোভাবে বিশ্বাস করি সামু এবং আমাদের ছেড়ে আপনি যেতে পারবেননা। কারণ, দুই দিকের আকর্ষণকে অবজ্ঞা করা কি আপনার শক্তিতে কুলাবে?

নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন।

২৬ শে জুলাই, ২০২২ রাত ২:০৫

জটিল ভাই বলেছেন:
প্রিয় মল্লিক ভাই,
প্রথমেই আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এভাবে দূরে থাকা এবং এসেও দেরিতে উত্তর করার জন্যে। সত্যি বলতে আপনার মত অনেকের ভালবাসার কাছে আমি বাকরুদ্ধ। তাই মন্তব্যের উত্তর করতে ভীত আর মানসিকভাবে অপ্রস্তুত। জড়তা কাটিয়ে ঠান্ডা মাথায় উত্তর দিব-দিব করেও দেওয়া হচ্ছিলো না। যা লিখি তাই কম মনে হচ্ছে। তাই আবারো ক্ষমা প্রার্থণা করছি।
আপনার সঙ্গে আমি ফেইসবুকে কানেক্টেড নই। তাছাড়া যোগাযোগের আর অন্যকোনো মাধ্যমও ইন্টারনেট ইউজ ছেড়ে দেবার কারণে নেই। বিষয়টা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার আবেদন রইলো। সামুর আকর্ষণের কারণে সত্যিই দূরে না থাকতে পারলেও আকর্ষনের জোর কমে যাওয়ায় খুব কাছেও থাকতে মন চাইছে না। তাই আপনাদের প্রবল আকর্ষণে থাকতে চাইলেও পরছিনা বলে ক্ষমাপ্রার্থী।
পরিশেষে অকৃত্রিম ভালবাসার জন্যে আন্তরিক জটিলবাদসহ দোয়াপ্রার্থী। জাজাকাল্লাহ্।

৯| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:৫৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: জটিল ভাইজান,

কি কমু , কওয়ার কিছু নাই।
শুধু কমু , যেখানেই থাকুন ভাল ।

কিছু জায়গায় কখনোই আপোষ করা যায়না , তারপরও জীবন থেমে থাকেনা । জীবন চলে জীবনের নিয়মে। তবে অনেক সময় চলার পথের নিয়মেই কিছু কিছু সংযোজন-বিয়োজন করতে হয় জীবনের প্রয়োজনেই।

আর সেই চলার পথে এই ব্লগে এসে যে কয়জন মানুষকে মন থেকে অনুভব করি তার মাঝে আপনি একজন। তবে ইদানিং আসিনা তেমন একটা তার পিছনে আরও অনেক কারনের সাথে সাথে কর্মব্যস্ততা একটি।

আপনাকে মিস করবো খুব জটিল ভাবে । আপনার সুখ-শান্তি-দীর্ঘায়ু কামনা রইলো । সাথে সাথে চাওয়া হিংসা- বিদ্বেষ ও কাদা-ছোঁড়াছুড়ি মুক্ত সমাজ ও ব্লগ এবং মত প্রকাশের জন্য স্বাভাবিক একটি পরিবেশ।

যেতে যেতে আর একটি কথা -

"যাবার বেলায় শুধু শান্তনা নয় :(( কান্না,
আবার দেখা হবে ,এখনি শেষ দেখা নয়,
আবার কথা হবে, এখনি শেষ কথা নয়"।

২৬ শে জুলাই, ২০২২ রাত ২:১০

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
আন্তরিক জটিলবাদ গ্রহণ করুন। আপনার জন্যেও ৮নং মন্তব্যের উত্তরে বলা কথাগুলো প্রযোজ্য। আপনি সত্যি বলেছেন। যথার্থ বলেছেন। সবক্ষেত্রে আপোস চলেনা না। তাই দূরে থেকে ভালবেসেই সুখে আছি। তবে শেষ দেখা নয় বলেই এই ফেরা। এভাবেই মাঝে মাঝে ফিরে এসে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। আপনাদের ভালবাসা পেতে চাই। আপনাদের জটিলভাবে ভালবাসতে চাই।
জাজাকাল্লাহ্।

১০| ২৯ শে মে, ২০২২ দুপুর ১:৪১

জুল ভার্ন বলেছেন: আমারও যাবার সময় হয়েছে.....

শুভ কামনা নিরন্তর। ❤️

২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:৪০

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
জটিলবাদ। দিব্যিইতো আছেন, এভাবেই থাকুন যুগে-যুগে। আপনার লিখাগুলো পড়ার জন্যে সময় খুঁজে চলেছি।
জাজাকাল্লাহ্।

১১| ২৯ শে মে, ২০২২ দুপুর ২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ প্রত্যাবর্তন। ব্লগেই থাকুন।

২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৮

জটিল ভাই বলেছেন:
প্রিয় সোনা ভাই,
জটিলবাদ। আপনার গান শোনা হয়না বহুদিন। তারপর কেমন আছেন?
জাজাকাল্লাহ্।

১২| ২৯ শে মে, ২০২২ বিকাল ৪:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই বার বার ফিরে আসতে হবে ভাই। ভাল থাকুন।

২৬ শে জুলাই, ২০২২ রাত ১:৪৪

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
ঠিক বলেছিলেন। এই যে সাময়িক হলেও ফিরে এলাম।
জাজাকাল্লাহ্।

১৩| ২৯ শে মে, ২০২২ রাত ৮:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সামু ব্লগ আসলে ধার্মিক-বান্ধব না। এখানে ধর্ম ছাড়া অন্য যে কোন বিষয় নিয়ে খোলা মনে লিখতে পারবেন। এখানে কোন মুসলমান ইসলাম ধর্মের জন্য গর্ব অনুভব করলে সেটাকে ভালো ভাবে দেখা হয় না। সেটাকে ধর্মীয় উগ্রতা হিসাবে মনে করা হয়।

যাই হোক সাময়িক বিরতি দিয়ে আবার আসবেন এই কামনা করছি। ভালো থাকবেন।

২৬ শে জুলাই, ২০২২ রাত ১:৫৬

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
জটিলবাদ জানবেন। অসাধারণ বলেছেন। তবে সমস্যা হচ্ছে অন্য কিছু নিয়ে লিখতে গেলেও তা সাম-হাউ ধর্মের সঙ্গে রিলেটেড হবেই। তাই এখানে না লিখাই উত্তম।
জাজাকাল্লাহ্।

১৪| ২৯ শে মে, ২০২২ রাত ৮:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: এতদিন পরে এলেন তাও পোস্ট দিয়ে আবার শীঘ্রই চলে গেলেন?????
আরে ধুর মিয়া ভাই কি যে সব উল্টা পাল্টা চিন্তা করছেন। স্পোর্টিং হন। কমেন্টের উত্তর না দিলে আপনার জটিলাবাদ গ্রহণ করমু না।

২৬ শে জুলাই, ২০২২ রাত ২:১৯

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
উত্তরসহ আন্তরিক জটিলবাদ গ্রহণ করুন। আপনার তরেও ৮নং মন্তব্যের উত্তরের কথাগুলো নিবেদিত। ভাই, জীবন নামক খেলাঘরে খেলতে-খেলতে হয়রান হয়ে গেছি। তাই আর খেলায় মন বসে না। :(
আপনার লিখা পড়তে আকুল হয়েও মানসিক প্রস্তুতির জন্য দেরি হচ্ছে বলে দুঃখিত। দয়া করে ক্ষমা করবেন।
জাজাকাল্লাহ্।

১৫| ২৯ শে মে, ২০২২ রাত ১০:৫৭

জ্যাকেল বলেছেন: আমার মতে সামু যথেষ্ট উদার মতনিরপেক্ষ নয়। কিছু কিছু ক্ষেত্রে অশোভন জিনিসকেও প্রশ্র‍য় দিতেও দেখা গেছে। তাই বলে সামু ধর্মের বিপক্ষে মোটেও নহে। আপনে যদি মত প্রকাশের জন্য সামুকে বেছে নেন তবে এটা সঠিক, যদি ধর্ম প্রচার করতে বেছে নেন তবে সঠিক নহে। এখানে কিন্তু, যদি ইত্যাদি আছে।

আশা করি ভাল থাকবেন। শুভেচ্ছা ও ভালবাসা রইল।

২৬ শে জুলাই, ২০২২ রাত ৩:০০

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
জটিলবাদ জানবেন। আপনার তরেও ৮নং মন্তব্যের উত্তর উৎসর্গকৃত। তবে ব্লগে এসে আপনাকে সেভাবে এ্যাক্টিভ না দেখে নিরাশ হতে হলো। তবে আশা করি ভাল আছেন। এই কিন্তু, যদি, তবে এসব চক্করে বাস্তব জীবন জরাজীর্ণ। তাই ভার্চুয়াল জীবনে এসবের ছাপ নিয়ে জীবনকে আরো বিষাক্ত করার রিস্ক নিতে পারলাম না। তাই নীরবতাকেই সঙ্গী করলাম।
জাজাকাল্লাহ্।

১৬| ০১ লা জুন, ২০২২ দুপুর ১:১৬

মুজাহিদুর রহমান বলেছেন: "কিন্তু যখন উপলব্ধি হয় দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্যের মতো সর্বভৌমত্ব এক আল্লাহ্'র হলেও সংগত কারণে কিছু স্থান এড়িয়ে চলা উচিৎ, তখন সাবধানতা অবলম্বন আবশ্যক। সার্বভৌমত্ব এক আল্লাহ্'র হলেও যেমনি মূর্তির সামনে দাঁড়িয়ে নামাজ আদায় হবেনা, তেমনি ধর্মচর্চা ও ধর্মপ্রচার সবস্থানে করার চেষ্টা অমূলক।"

"তেমনি ধর্মচর্চা ও ধর্মপ্রচার সবস্থানে করার চেষ্টা অমূলক।" - এই কথাটা যদি মনে প্রাণে উপলব্ধি করতে পারেন তাহলে আশা করব যে সামুকে ছেড়ে কোথাও যাবেন না।
ধন্যবাদ।

২৬ শে জুলাই, ২০২২ রাত ৩:০৩

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
উপলব্ধি করার মতো যথেষ্ঠ্য যোগ্যতাহীণ হওয়ায় ছেড়ে গিয়ে দূর হতে জড়িয়ে থেকেই মনে হয় ভাল আছি। মন্তব্যের জন্যে আন্তরিক জটিলবাদ রইলো।
জাজাকাল্লাহ্।

১৭| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৯:২১

ফারহানা শারমিন বলেছেন: Click This Link

২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:৩১

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা.... মনে রেখেছেন? জাজাকাল্লাহ্।

১৮| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৯:৪৪

ফারহানা শারমিন বলেছেন: পোস্ট না পড়ে কমেন্ট দিয়ে দিয়েছিলাম। কোন কিছু নিয়ে মন ছোট কইরেন না ভাই। আমি আস্তিক, নাস্তিকের ক্যাচালে জড়াতে যাই না। মহান সৃষ্টিকর্তা আমাকে তাঁর নেয়ামত দেখার, বোঝার সৌভাগ্য দিয়েছেন। সবাইকে হয়তো দেননি। শুভকামনা রইলো।

২৬ শে জুলাই, ২০২২ রাত ১:৪৬

জটিল ভাই বলেছেন:
অসংখ্য জটিলবাদ আপি লিংক এবং সুন্দর কমেন্টের জন্যে। এভাবে সবাইকে আল্লাহ্ নিয়ামত বুঝার ক্ষমতা দান করুন।
জাজাকাল্লাহ্।

১৯| ০৫ ই জুন, ২০২২ রাত ১২:৫৬

রেজাউল৯৬ বলেছেন: এটা কেমন হল? আপনার লেখা/কমেন্ট কেন্দ্র করে বিশিষ্ট এক মুফাছছির কোরানের বিবিন্ন সুরার তাপসির দিতেছিল। আমিতো এই ভাপতেচিলাম যে আপনারে পলো করলে ওই মুপাচ্ছিরের কাছ থেকে পুরা কোরানের তপসির পাওয়া যাবে। আপনি আমার আশায় পানি ঢাইলে দিলেন

২৬ শে জুলাই, ২০২২ রাত ১:৫৩

জটিল ভাই বলেছেন:
বাংলা ভাষা কি এবার গাজী থুক্কু শহীদ হবে?

২০| ৩০ শে জুন, ২০২২ রাত ১১:২৭

ফারহানা শারমিন বলেছেন: আপনার মন ভালো হয় নাই এখনো?

২৬ শে জুলাই, ২০২২ রাত ১:৫২

জটিল ভাই বলেছেন:
বিষয়টাতো মন নয়, স্বাধীনতার বিষয় আপি।
বারবার স্মরণ করায় আন্তরিক জটিলবাদ।
জাজাকাল্লাহ্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.