নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে নিয়ে এডিট করা)
প্রিয় আভী,
জানি দুঃখ-সুখে মিলেমিশে আছো।
প্রিয় ছবি আপু,
তবু অজ্ঞাণেরে মূল্যবাণ জ্ঞাণ দিয়াছো।
জানি তোমার এই জ্ঞাণ বিলোনো অনেকের সয় না,
কি করে সইবে? উচিৎ কথা বন্ধু যে মেনে লয় না!
তবুও নিজের কর্তব্য আর দায়িত্ব করিতে পালন,
অমূল্য জ্ঞাণের ভান্ডার দিয়াছো করিয়া উন্মোচন।
কবি বলেন, "বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর",
সেই মহাবাণী অন্তরে ধরি তুলিছো তৃপ্তির ঢেকুর।
মহাণ স্রষ্টার প্রেম সাগরে নিজেরে দিয়াছো শপি,
তোমার মতো যে পারিনা, এই আমি মহা পাপী!
তোমার মত করে মন বড় চায় শাশ্বত বাণী বলি,
কিন্তু আমি, "পাছে লোকে কি বলে!" শুনে চলি!
তাই চলতে গিয়েও থেমে যাই হোঁচট খেয়ে অল্প,
এভাবে শুরু হলেও শেষ হয় না আমার বলা গল্প।
ভাবি এটাই শেষ লিখা, কিন্তু জানি না কেমন করে,
লেখা আমি ছাড়লেও লেখা যে ছাড়েনা আমারে।
বারেবারে টেনে-হিঁচড়ে আনে, কিছু লিখতে দেয় তাড়া,
কিন্তু যখন লিখতে বসি তখন বিবেক যে দেয় নাড়া!
চারদিকে চেয়ে দেখি বসে আছি অন্যায়ের আস্তাবলে,
তখন আর পারিনা কানে দিতে "পাছে লোকে কি বলে!"
কলম হয়ে যায় বিদ্রোহী কিন্তু বুঝেনা বিদ্রোহের নীতি,
লিখে ফেলে মনে যা আসে তাই ভুলে যায় প্রেম-প্রীতি।
চারদিকের ন্যয়-নীতিহীণতায় করে তুলে যে বেশামাল,
তখন আর থাকে না দিক ঠিক, বা লিখার হাল-চাল।
ইচ্ছায়-অনিচ্ছায় চলে আসে তা, যা ছিলোনা লক্ষ্যে,
বিদীর্ণ করিয়া হাজারো কুঠার তখন চলে এই বক্ষে।
তাই সর্বশক্তি দিয়া নিজেরে বাঁধিয়া রাখিতে চাই আমি,
পাগল মনেরে কতো বুঝাই, আমার লিখা নয় তত দামি।
কোনো ক্ষতি হবেনা দেশ বা দশের, আমি না কলম ধরিলে,
কোনো মাখলুক রাখিবে না মনে, এই আমি অধম মরিলে।
কিন্তু ঐ যে "পাছে লোকে কি বলে!" তাতে মোর পিছুটান,
তাইতো বারবার লিখবোনা করেও হঠাৎ লিখি ভুলে মান।
পাছে লোকের খোঁচা খেতে খেতে যখন হয়ে যাই ক্লান্ত,
তখনই হঠাৎ ঘুরিয়া দাঁড়ায় সে মন, যা দুঃখ ভরাক্রান্ত।
তখন আবার কথিত সুশীল সমাজ হয়ে উঠে সোচ্চার,
যুক্তি খন্ডন পূর্বাচরণের, করিতে পূর্বের আচার বিচার।
কিন্তু যখন নীরবে চালিয়েছে মনেতে বিষের তরবারি,
তখন যে সুশীলদের ঘুম ছিলো বড্ড গভীর আর ভারি।
এসব যাতনা সইতে পারিনা, কইতে পারিনা মন খুলে,
তাইতো ভুলের পর শুধু ভুলই হয়ে চলে, ভুলেরই ফলে।
এই সুযোগে দ্বীনহীণে কয় দ্বীন নিয়া যতো মনগড়া কথা,
তখন সেই বিদগ্ধ মন আরো বিদগ্ধ, সইতে পারিনা ব্যাথা।
তাই বারবার চাই সব ছাড়িয়া যাইতে, না ফেরার ঐ দেশে,
আমার স্থান পূরণ নিশ্চই করিবে কেউ না কেউ ঠিক এসে।
ঘুনে ধরা এই সমাজের সংস্কারে নাই থাক মোর অবদান,
আগামী না জানুক মোর এই ভুলগাঁথা, না করুক অভিমান।
তোমরাও ভুলে যেও এই অধমেরে, রাখিওনা মনে আর ধরি,
তোমাদের মাঝে আমি চাইনা বাঁচিতে, নিয়া পাপের বোঝা ভারি।
তোমরা সদা থাকো সুখে, দুঃখ সব দিয়ে মোর বুকে কবর,
আগামী প্রজন্মেরে দিও না জানিতে, এই পাপী অধমের খবর।
তলাইয়া যাইতে মোরে করো সাহায্য এই অন্যায়ের আস্তাবলে,
এখানে মরে বেঁচে থাকা বড্ড কঠিন, যে কোনো ছল আর কৌশলে!
পুনশ্চ: কবিতাটি আভী তথা "কজী ফাতেমা ছবি" আপাকে উৎসর্গ করা যাতে সামগ্রিকভাবে ভাব প্রকাশ করা হয়েছে। আমার পূর্বের অনেক পোস্টে অনেক প্রিয় এবং শ্রদ্ধেয় ভাই ও আপাদের কমেন্ট ছিলো যার উত্তর করা হয়নি তারজন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। সত্যি বলতে এই ব্লগ হতে নিজেকে গুটিয়ে নিয়েছি ঠিক, কিন্তু কিছু প্রিয় মানুষকে মন হতে গুটাতে পারছি না। সে সম্পর্কে বিস্তারিত ভবিষ্যতে বলবো ইনশাল্লাহ্। আর আমার স্টাইলে শুরুতে ধর্মীয় বিষয় যুক্ত করাটা যাদের কষ্ট দেয় তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আমার লিখা এড়িয়ে যাবার। আমি ব্লকলিস্ট আর ভারি করতে চাইনা। আমার ভীষণ কষ্ট হয়।
২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৯
জটিল ভাই বলেছেন:
কবির হাত বাঁধা কি এতোই সোজা?
২| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শর্টকাটে লিখবেন। এত বড় কোবতে পড়তে কষ্ট হয়।
২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৯
জটিল ভাই বলেছেন:
মাথায় রইলো।
৩| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি দ্বিধা দ্বন্দ্ব ভুলে নতুন করে লেখা শুরু করুন। আপনার অপেক্ষায় আছে অনেকে।
২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
আপনাকে বলার জন্যেও অনেক কথা জমে আছে। কিন্তু বলার জন্য ঠিক গুছিয়ে উঠতে পারছি না। মন্তব্যের জন্য আন্তরিক জটিলবাদ।
৪| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪১
রানার ব্লগ বলেছেন: আবার কি ব্লগে কোন আন্ত রাষ্ট্রীয় কোন সমস্যা হলো?!
২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
জটিল ভাই বলেছেন:
ঠিক বুঝতে পারলাম না।
৫| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৪২
ঢাবিয়ান বলেছেন: ফিরে আসায় স্বাগতম । গুরু শিষ্য আপনাকে এত মিস করত যে সকাল বিকাল কেবল আপনার নামই জপ করিত। আপনার ফিরে আসায় তারা এখন নতুন উদ্যোমে মাঠে নামবেন বোঝা যাচ্ছে। ক্যচাল তৈরীর দারুন সম্ভাবনা আবার তৈরী হয়েছে। কতৃপক্ষ যাহাই বলুক না কেন , ব্লগকে প্রানবন্ত রাখতে ক্যচালের জুড়ি নাই।
২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
জটিল ভাই বলেছেন:
আসসালামুআলাইকুম প্রিয় ভাই। ভুলতে চাওয়া অদূর অতীত হতে ঘুরিয়ে আনলেন। আর এতো ভনভন করলে আপনাকেই আর কি দোষ দিই! তা বলেন, আছেন কেমন? শরীর ভালো?
৬| ২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
জিকোব্লগ বলেছেন:
সুস্বাগতম!! সুস্বাগতম !!!
গরু থুক্কু গুরু ও উহার শিষ্যরা আপনার নাম নিয়ে
কালবি ও জবানি উভয় প্রকারই জিকির করছিল।
২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬
জটিল ভাই বলেছেন:
আসসালামুআলাইকুম প্রিয় ভাই। সেই জিকিরের ফিকির ধরেইতো তাসরীফ আনতে বাধ্য হলাম
তারপর কেমন আছেন? শরীর ভালো?
৭| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:১৯
দারাশিকো বলেছেন: মাঝে দীর্ঘদিন ব্লগে ছিলাম না - তাই এই পোস্ট এবং মন্তব্যগুলো বুঝতে পারলাম না। কেউ নুক্তা দিলে সুবিধা হতো!
২৫ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫৬
জটিল ভাই বলেছেন:
আসসালামুআলাইকুম প্রিয় ভাই। কেমন আছেন? এই পোস্টের কোনো নুক্তা নাই। যা আছে সবটাই আর্তনাদ!
মন্তব্যের জন্য আন্তরিক জটিলবাদ জানবেন।
৮| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:৩৬
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন। প্লিজ নিয়মিত লিখুন।
২৫ শে মার্চ, ২০২৩ রাত ১১:০০
জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
অনেককিছুই বলতে আর লিখতে চেয়েছিলাম। অনেককিছুই বলতে আর লিখতে চাচ্ছি। আবার অনেককিছুই লিখার আর বলার ইচ্ছে আছে। জানিনা কতোটা পেরেছি, পারছি, আর পারবো! তাই শুধু ক্ষমা আর দোয়া চাই। আপনাদের ভালবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না
৯| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:৩৮
সোনালি কাবিন বলেছেন: জিকোব্লগ বলেছেন:
সুস্বাগতম!! সুস্বাগতম !!!
গরু থুক্কু গুরু ও উহার শিষ্যরা আপনার নাম নিয়ে
কালবি ও জবানি উভয় প্রকারই জিকির করছিল৷
# মাশাল্লা আমাকেও ভয় পায় গরু আর তার চামুচ।
আমার নামও সকাল বিকাল নিতাসে।
২৫ শে মার্চ, ২০২৩ রাত ১১:০১
জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
কার নাম নিতাছে না, সেই লিস্টটা করলে মনে হয় সহজ হইতো
১০| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার গুরু আপনার শিষ্য। গুরুজীর মুখে আপনার নাম জপ শুনেছি। জয় মহাগুরু।
২৫ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৪
জটিল ভাই বলেছেন:
আসসালামুআলাইকুম প্রিয় ভাই। কেমন আছেন? শরীর ভালো?
আমার শিষ্যের ডাকে অবশেষে আমি সাড়া দিতে বাধ্য হলাম। তাই শিষ্য হিসেবে আপনিও একবার মন খুলে ডেকে দেখবেন কি আপনার গুরু হিদায়াতপ্রাপ্ত হয় কিনা?
মন্তব্যের জন্য আন্তরিক জটিলবাদ জানবেন।
১১| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৫
শায়মা বলেছেন: এতদিন পরে এসে আভী আভী পোস্ট দিলে কিন্তু আভীর তো দেখা নাই জটিল ভাইজান!
২৬ শে মার্চ, ২০২৩ রাত ১:৫৬
জটিল ভাই বলেছেন:
আসসালামুআলাইকুম। তারপর কেমন আছেন?
শুধু আভী আভী করি নাই। আপনার পোস্ট পড়েও + দিয়ে এসেছি। কিন্তু মন্তব্য করার মতো সাহস হলো না
১২| ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৩২
সোনালি কাবিন বলেছেন: সোনালি কাবিন বলেছেন: জিকোব্লগ বলেছেন:
সুস্বাগতম!! সুস্বাগতম !!!
গরু থুক্কু গুরু ও উহার শিষ্যরা আপনার নাম নিয়ে
কালবি ও জবানি উভয় প্রকারই জিকির করছিল৷
# মাশাল্লা আমাকেও ভয় পায় গরু আর তার চামুচ।
আমার নামও সকাল বিকাল নিতাসে।
২৫ শে মার্চ, ২০২৩ রাত ১১:০১০
লেখক বলেছেন:
প্রিয় ভাই,
কার নাম নিতাছে না, সেই লিস্টটা করলে মনে হয় সহজ হইতো৷
# হা হা, জটিল কয়েছেন।
২৬ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৪০
জটিল ভাই বলেছেন:
১৩| ২৬ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সায়মা আপু আভী মানুষটা ভালা তাইতো ভালোবাসাটা আভি পায় অনায়াসে।
অনেকদিন পর জটিল কাব্য নিয়ে জটিল ভাইয়া হাজির মাশাআল্লহ
আর কিন্তু যাই যাই বলবেন না।
যাদের যেমন বুঝ, থাকুক ওরা ওদের মত
যারা ইহকাল পরকাল মানে না এদেরকে ইসলাম সম্পর্কেও জ্ঞান দেয়া দুস্কর।
২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৬
জটিল ভাই বলেছেন:
শ্যামাপিতো আপনার কথার কোনো জবাবা দিলেন না! নাকি আবার অস্ট্রেলিয়া চলে গেলেন???
এই কথা বলে আটকে দিয়েন না আভী। দয়া করুন। যদি থাকার হতো তবে কবিতায় এমন আকুতি থাকতো না
আল্লাহ্ আমাদের সবাইকে হিদায়াত নসিব করুন। আমিন। সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক জটিলবাদ গ্রহণ করে বাধিত করুন।
১৪| ২৯ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতায় মনের কথা সুন্দর করে তুলে ধরেছেন। আপনি ধর্মীয় পোস্ট দিয়েন তাতে যাদের সমস্যা তাড়া এড়িয়ে যাক, আপনি কেন লিখবেন না ?
৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:১১
জটিল ভাই বলেছেন:
আন্তরিক মন্তব্যের জন্য অশেষ জটিলবাদ প্রিয় ভাই। কেনো লিখবো না তা নিশ্চই আমার লিখাগুলো পড়েই বুঝতে পারছেন। দোয়া করবেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শর্টকাটে লিখবেন এত বড় কোবতে পড়তে কষ্ট হয়।