নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
ভাই গোফরান,
জ্বী সম্বোধন ঠিক আছে। অবাক হলেও আমি আপনাকেই লিখছি। কারণ, শেষ পর্যন্ত লিখবো না, লিখবো না করেও না লিখে পারলাম না। তা যেহুতু আপনি মিডিয়া জগতের বলে পরিচয়েই পরিতৃপ্তি লাভ করে থাকেন, তাই লিখার শুরুতে আসুন একটি গান শুনি।
হয়তো গানটি শোনার পর অবাক হচ্ছেন কেনো আপনাকে এই গান শুনাচ্ছি। ভাবছেন আপনার জীবনেতো এতো কষ্ট নেই। তবে কেনোইবা এই কষ্টের গান ডেডিকেট করছি?
হুম, আমিও জানি যে আপনার জীবন খুবই রোমান্সপূর্ণ। মিডিয়ায় আছেন তাই রোমান্টিক জীবন হবে এটাইতো স্বাভাবিক। তারপরও আপনাকে এমন গান শোনানোর কারণ হচ্ছে আপনার ব্লগের কার্যক্রমে মনে হয় আপনি খুবই ডিপ্রেসড্। আপনি যেকোনো সুস্থ্য ব্যক্তির সাথে আপনার ব্লগীয় কার্যক্রম আলোচনা করে দেখবেন। যদিও সুস্থ্য বলতে আপনি একজনকেই বুঝেন। সে বিষয়ে পরে আসছি।
ব্লগে আপনার আচরণ বলে আপনার সবসময় মনে হয় যে অন্যরা আপনাকে নিয়েই লিখছে। আপনার কথাই ভাবছে। ইদানিং কেউ পরিবর্তন বা রং বদলের কথা বললেই আপনি তা নিজের দিকে টেনে নেন। বিষয়টা “আমি কলা খাই না” টাইপের হয়ে যাচ্ছে না? একজন রোমন্টিক মানুষের কি এটা মানায়? আপনি থাকবেন সদা স্বতঃস্ফূর্ত। কে কি বলছে তা এতো দেখার, শোনার বা ভাবার সময় আছে নাকি? যাস্ট চিল! আমাকে নিয়েওতো আপনি কতো কি বলেন। আমিতো অস্বস্তি ফিল করিনা, বরং এনজয় করি। তবে আপনার মতো রোমান্টিক একটা মানুষের কিসের এতো অস্বস্তি? যাস্ট চিল ম্যান!
আপনি রক্ত গরম রাখতে ভালবাসেন মনে হয়। সবসময় নিজের মাঝে একটা প্রতিবাদী ভাব রাখতে চান। কিন্তু ভাই, প্রতিবাদেরতো একটা ধরণ আছে। বিশ্বাস করবেন, আপনি যেটাকে প্রতিবাদ মনে করেন সেটা বাচ্চামি লাগে? আপনিতো ম্যাচিউর। তাছাড়া রোমান্টিসিজমের মাঝে থেকে এতো প্রতিবাদ কোথায় পান? মডেলদের মাঝে থেকেতো আপনার মেজাজ এবং রক্ত দু'টোই ঠান্ডা থাকার কথা। আপনার পেশার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আপনি যে পেশায় বা যাদের সাথে কাজ করেন, সেখানে কি এতো গরম মেজাজ মানায়?
একা আসছি, একা যাবো। তো এই কয়দিনের জীবনে বাঁচার জন্যে কেনো গুরু লাগবে? নিজের মতো করে বাঁচাইতো স্বাধীনতা। তাই না? তবে কেনো অন্যের থেকে নিজের দায়িত্ব-কর্তব্যের দীক্ষা নিতে হবে? নিশ্চই নিজের পছন্দে মিডিয়াতে এসেছেন? তবে বাকি জীবনটা কেনো অন্যের থেকে পছন্দ-অপছন্দের দীক্ষা নিতে হবে? যাস্ট চিল ব্রো। জীবনটা এতো সিরিয়াস কিছু না। আর আপনি মিডিয়ার লোক। সো আপনাকে লাইফ এনজয় করা আমার শিখানো বেমানান।
তাই আপনার রাজনৈতিক ব্যক্তিগত আদর্শ নিয়ে অন্যকে জামাত-শিবির তকমা দেওয়াও কি ঠিক? সবারই নিজস্ব স্বাধীনতা রয়েছে। তাই এসব করা প্রতিবাদ নয়, যাস্ট বাচ্চামি। নিশ্চই এখন আপনার ফিডার খাবার বয়স না? তাই আশা আপনার কাছে যে আপনি শিরদাঁড়া উঁচু করে নিজের জন্য রোমান্টিক জীবন যাপন করবেন। কে কি বলছে বা করছে তাতে যাস্ট ডেম ক্যায়ার। কাউকে গুরু মানাও কর্তব্য নয়। যাস্ট লাইফটা এনজয় করুন মানুষ হিসেবে, কোনো গুরুর শিষ্য হিসেবে নয়!
অনেককিছু বললাম বলে ক্ষমা করবেন। জানিনা আপনি বুঝতে পেরেছেন কিনা যে আপনার ভালোর জন্যেই ভালোবেসে এসব লিখেছি। হয়তো ভুল বুঝে বলে চলেছেন যে, আমি রং বদলে ভালো মানুষ সাজছি। এমনটা ভাবলে কিন্তু বিষয়টা আপনার নিজের দিকেই যাবে। আবার হয়তো এজন্য দৌড়ে গুরুর পোস্টে গিয়ে আমায় বিকৃত নামে জামাত-শিবির বলবেন। হাহাহাহাহা……. যাস্ট চিল ম্যান। আপনার পেশার সাথে মাথা গরম বড্ড বেমানান। এতে আপনার সহকর্মীদের বদনাম হবে। নিশ্চই আপনি তা চান না? তাই সহকর্মীদের মতো মেজাজ ঠান্ডা রাখার তালিম নিন। জীবনে কাজে দিবে। গুরুর পেছনে ধর্না দিয়ে এসাইলামের আশা ছেড়ে দিন। নিশ্চই যারা তৃণমূলে সাবেক সরকারের শিষ্য ছিলো তাদের হতে শিক্ষা নিয়েছেন? গুরুদের মতাদর্শ যতোই ভিন্ন হোক, কিন্তু সব গুরুরই প্রধান মতবাদ হচ্ছে, “জান বাঁচানো ফরজ!”
যাইহোক, ভালো থাকুন। রোমান্টিক হোন। সহকর্মীদের মুখ উজ্জ্বল করুন। আর সবশেষ আপনার জন্যে আবার একটি গান। আশা করি এবার খুশি হবেন। স্মাইল প্লিজ……..
১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৬
জটিল ভাই বলেছেন:
পজেটিভলি নেবার জন্যে আপনাকেও ধন্যবাদ। আপনিও ভালো থাকুন
২| ১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার অনেক পোস্টে আমি মন্তব্য করতে চেয়েছিলাম। কমেন্ট মডারেশনের যন্ত্রণায় করিনি। আমি চাই ব্লগে আপনিও থাকেন সোনাগাজীও থাকুক। কেউ না যাক ব্লগ ছেড়ে।
ভালো থাকুন।
১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১০
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... আমি কি কখনো উহাকে ব্লগ হতে কিক মারতে চাইছি? বরং........
৩| ১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৯
নয়া পাঠক বলেছেন: দারুণ দারুণ, অতি সুন্দর লিখেছেন জটিল ভাইয়া! এই গোফরান সাহেবের অযথা গায়ে পড়ে আক্রমণাত্নক কথাবার্তার প্রতিবাদ করে তার কোন একটি পোষ্টে কমেন্ট করেছিলাম, তিনি তার যথাযথ উত্তর প্রদান না করতে পেরে আমাকে কমেন্ট ব্যান রেখেছেন। যাক সেটা্ তার অধিকার রয়েছে। কিন্তু বেশ কিছুদিন যাবত লক্ষ করছি উনি আসলে অনেক ডিপ্রেশনে রয়েছেন, হয়ত নতুন এই পরিবেশ এবং নতুন এই সব পরিবর্তনের কথা শুনতে তিনি অভ্যস্ত নন। যাই হোক আপনার পোষ্টটি যথার্থ তেনাদের জন্য।
১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৭
জটিল ভাই বলেছেন:
অসংখ্য জটিলবাদ প্রিয় ভাই। আসলে আমরা সবাইতো মানুষ। মানুষ মাত্রই ভুল হবে। আর সেই ভুল সংশোধনের দায়িত্বটা আবার আমাদেরকেই নিতে হবে। মজার না ব্যাপারটা? তাই আমার দিক হতে আমি আমার দায়িত্বটা পালনের চেষ্টা করলাম আরকি
৪| ১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: গান গুলো শোনে নেই।
১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৮
জটিল ভাই বলেছেন:
জ্বী অবশ্যই।
৫| ১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: কাউটাল এর মন্তব্য পড়ে মেজাজ ঠিক রাখা যায় কিনা ব্লগ বাসী ঠিক করুক।
১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৫
জটিল ভাই বলেছেন:
হুম। ব্লগ জনতার জন্যেই মন্তব্যটি মুছিনি। তবে কাউন্টার এ্যাটাক না করার জন্য আপনাকে ধন্যবাদ
৬| ১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৬
ঢাবিয়ান বলেছেন: আমার এই নিকে আমি আর ব্লগিং করি না। শুধু এই পোস্টে কমেন্ট করতে এলাম। এই ব্লগার গোফরান দীর্ঘদিন যাবৎ আমাকে জামাত শিবির, জামাতের নায়েবে আমীর, ক্লাসলেস বস্তি ইত্যাদি নানান ট্যগিং করে যথাসম্ভব উত্যক্ত করেছেন। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেন সবসময় । আমার দোষ একটাই যে , আমি উনার প্রানপ্রিয় দলের সমালোচনা করে পোস্ট দিতাম। এগুলো যে বাক স্বাধীনতা কেড়ে নেবার অভিপ্রায়ে করা হত তাতো আর বলার অপেক্ষা রাখে না। তবে জেন-যির উদ্দেশ্যে এই সব ট্যগিং যে বুমেরাং হয়ে যাবে তা উনারা বুঝতে পারে নাই। এখন ক্ষমতা হারিয়ে যদি শিক্ষা হয় এদের।
যাক এখন এই ব্লগারের পল্টিবাজি দেখে চরম বিনোদিত হচ্ছি। সামনে দাড়ি টূপি লাগিয়ে কাটমোল্লার বেশ ধরতে দেখলেও অবাক হব না
১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩১
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা...... ভাইরে আপনিতো দলের বিরুদ্ধে লিখে ট্যাগ খাইছেন। আর আমি যে ট্যাগ খাই শুধু ইসলাম ভালোবেসে?
তাই এখন এসব আর গায়ে লাগে না। যাস্ট এনজয় করি
মন্তব্যে আন্তরিক জটিলবাদ রইলো
৭| ১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ঢাবিয়ান @
আপনি তো এঞ্জেল ছিলেন নাকি? শোনেন আপনি আগে এট্যাকিং মন্তব্য করেছেন। সে কমেট গুলো এখনো আছে। আমি নিজে থেকে কখনোই বিরোধী মতের (জামাত বা ইনিয়ে বিনিয়ে জামাত ছাড়া) কাউকে এট্যাক করিনাই।
আমি খুবই ডিস্টার্ব মেন্টালি কিছু ব্যাক্তিগত ইস্যু ও বিজনেস নিয়ে। কাইনডলি ক্যাচাল লাগানোর ট্রাই করবেন না আর মিথ্যাচার ও ব্যাক্তি আক্রমণ (আপনার অন্য কয়েকটি নিক থেকেও) করবেন না।
আমি একটা ব্রেক চাই।
১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৬
জটিল ভাই বলেছেন:
কুল....কুল.....কুল ডাউন ব্রো.....
৮| ১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাতে চাই এই পোস্টটির জন্য। আমরা এটাকে ব্লগীয় দায়িত্বশীল আচরণের উদহারন হিসাবে দেখতে চাই।
আমি সকল ব্লগারদের অনুরোধ করব, যেহেতু ব্লগার গোফরান নিজেই স্বীকার করেছেন তিনি কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত তাঁকে অহেতুক পেছনের প্রসঙ্গ টেনে অহেতুক খোঁচা দেয়া বা বিরক্ত না করা হোক। কেউ যদি কোন বিষয়ে নিজেকে ইতিবাচকভাবে সংশোধন করতে চায় তাহলে সেটাকে আমরা স্বাগত জানাই। এই সংশোধন হবার অর্থ এই নয় যে, সামাজিক চাপে বা অন্য কোন ভয়ে নিজের পছন্দের আদর্শকে ভুলে অন্য আদর্শকে ধারণ করতে হবে। যদি তিনি তাঁর মন থেকে তার অতীত কর্মকাণ্ড, অতীত অন্যায় সমালোচনার ব্যাপারে অনুতপ্ত হন, তাহলে সেটাকে আমরা স্বাগত জানাই।
আমরা মনে করি, কোন রাজনৈতিক দলকে সমর্থন করা অন্যায় বা ভুল কিছু নয়। তবে যখন কোন রাজনৈতিক দল দানবে পরিণত হয়, দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়, দেশের স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করে, মানুষের কথা বলার অধিকারকে ছিনিয়ে নেয় তখনও যদি কেউ সেই দলকে সমর্থন করেন - তাহলে সেটা অন্যায়, অন্ধত্ব এবং স্বাধীনতা বিরোধী চেতনা।
আমি বিশ্বাস করি, ব্লগে গোফরান সাহেবের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আশা করি তিনি সকলের মূল্যায়নের সম্মান রক্ষা করবেন।
১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৮
জটিল ভাই বলেছেন:
আপনাকেও আন্তরিক ধন্যবাদ। অবশ্যই কেউ যখন নিজেকে ইতিবাচকভাবে সংশোধন করতে চায় তখন সেটাকে সবারই স্বাগত জানানো উচিৎ। আমার কথাগুলো তিনি বাস্তবায়নে গুরুত্ব দেবেন কিনা সন্দিহান আছি। তবে আশা করি আপনার কথাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গেই গ্রহণ করবেন। এভাবেই পরিবর্তন আসুক সমাজের প্রতিটি স্থরে।
৯| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ৯:০৩
করুণাধারা বলেছেন: সত্যিই চমৎকার। দায়িত্বশীল লেখনী।
আপনার দেয়া স্ক্রিনশট দেখে আমি অবাক হলাম। সোনাগাজী নিকের ব্যক্তিটি আপাতমস্তক একজন মিথ্যাবাদী মানুষ। ছাত্রদেরকে নিয়ে অমূলক সন্দেহ করেন, মিথ্যাচার করেন, গুজব ছড়ান। এখন দেখছি আমার নামেও মিথ্যাচার করছেন। আমি কখনো ফেসবুকে লিখি না, অথচ উনি বলছেন আমি নাকি ফেসবুকে লিখি...
১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৫
জটিল ভাই বলেছেন:
মন্তব্যে আন্তরিক জটিলবাদ জানবেন প্রিয় আপা।
আসলে আপা ঐ ব্যক্তি নিয়ে ভেবে কূল খুঁজে পাওয়া দুষ্কর। উহার কাজে কথায় কোনো মিল পাবেন না। যদি বিবাহিত হয়ে থাকে তবে নিশ্চই দাম্পত্যজীবনেও উহা অসুখী। তবে আমার বড্ড খারাপ লগে উহার সহধর্মীনির কথা ভেবে........
১০| ১৪ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:১২
কাঁউটাল বলেছেন: কি মুশকিল, আমি কি লিখছিলাম কিছুতেই মনে করতে পারতেছি না। এদিকে আমার কমেন্ট মুছে দেওয়া হয়েছে।
যাই হোক ফ্যাসিস্ট গোবড়ানকে (এখন সুযোগের অভাবে ভদ্দরনোকের ভাব ধরা) সামু ব্লগ লালন পালন করবে এবং মুখে তুলে ফিডার খাওয়াবে - এতে আমি অবাক হই না। সামুর সাব-স্ট্যন্ডার্ড চরিত্রই এইরকম। এই সামু এক সময় মুত্রমনায় চাষ করা নাস্তিক্যবাদের জীবানুর ফিল্ড-টেষ্ট গ্রাউন্ড ছিল।
১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৪
জটিল ভাই বলেছেন:
বিরাট অভিজ্ঞতা!!!
১১| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৯
ধুলো মেঘ বলেছেন: গোফরান সাহেবের পোস্ট আমার ভালো লাগতো বলে রেগুলার তার পোস্টে আমি হাজিরা দিতাম। কিন্তু একদিন দেখি কোন কারণ ছাড়াই আমাকে ব্লক মেরে দিল। অপরাধ - উনি মুক্তিযোদ্ধা থেকে হঠাৎ রাজাকার বনে যাওয়ার ভাব ধরেছিলেন আমি সেটা ধরিয়ে দিয়েছি। তিনি যে সুযোগ বুঝে রঙ পাল্টান - সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছি। এতে এত রেগে যাবার কি কারণ ছিল আমি বুঝতে পারিনি। আমি তো উনার ভালোই চেয়েছি।
১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৫
জটিল ভাই বলেছেন:
যাইহোক, বাদ দিন।
মন্তব্যে জটিলবাদ।
১২| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার নাম নিয়ে গোফরান পোস্ট দিয়েছে এবং বলেছে তাকে নাকি আমি ব্যক্তি আক্রমন করেছি সেই সংগে হুমকির সুরে বলে সবগুলো স্ক্রিনশর্ট রেখে দিয়েছে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য। যখন আমি বললাম একটা স্ক্রিনশর্ট দিন সবাই দেখুক যে, আমি কি ব্যক্তি আক্রমন করেছি তখন গোফরান ত্যানা প্যাচানো শুরু করলো পরে দেখি সেই পোস্ট আর নেই।
সত্যপথিক শাইয়্যান আবার গোফরানের সেই পোস্টে ত্যানা প্যাচানো শুরু করল একটা স্ক্রিনশর্ট দিয়ে, আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো, আমি যখন ব্যাখ্যা দিলাম এবং উহার কাছে তখন দেখি হাওয়া। আবারও তার অন্য পোস্টে উত্তর চেয়েছি দেখি কী উত্তর দেয় ত্যানা প্যাচানোর দল।
১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৩
জটিল ভাই বলেছেন:
হুম্ দেখুন।
১৩| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কাল্পনিক_ভালোবাসা যখন বললো আমাকে রিপোর্ট করেন ব্যবস্থা নিবো তখন একেবারে ভেজা বেড়াল হয়ে গেল। পোস্ট সরিয়ে নিল।
১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১১
জটিল ভাই বলেছেন:
মডু দায়িত্ব পালন করেছেন।
১৪| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ জটিল ভাই, ধন্যবাদ মোহাম্মদ গোফরান । শুভ কামনা সবার জন্য।
১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১০
জটিল ভাই বলেছেন:
আপনাকেও প্রত্যাবর্তনের শুভ কামনা প্রিয় বড় ভাই ♥♥♥
১৫| ১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৩
অরণি বলেছেন: মানুষ এমন দলান্ধ হয় কী করে?
১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১০
জটিল ভাই বলেছেন:
হলে কিবা করা?
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আপনার চিঠর জন্য।
চিঠি পড়ে বুঝলাম নিজেকে অনেক স্থানে সংশোধন করতে হবে।
ভালো থাকুন।