নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

"বন্দুকের মাছি" খুবই গুরুত্বপূর্ণ

২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে নিয়ে এডিট করা)

ভাই কামাল,
আপনাকে লিখছি দেখে আপনি আর কি অবাক হবেন? তারচেয়েও বহুগুণ বেশি অবাক আমি নিজেই হচ্ছি। আমি কখনো কল্পনাও করিনি যে আপনাকে লিখবো। কিন্তু গতকালের ঝড়ে আমার সব এলোমেলো আর চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। সারারাত ঘুমাতে পারিনি। তাই আপনাকে লিখতে বাধ্য হচ্ছি।

আচ্ছা, আগে একটা বিষয়ে আসুন আলোকপাত করি। “সঙ্গদোষে লোহা ভাসে” চিরসত্য। লোহা কঠিন হলেও কাঠের সংস্পর্শে পানিতে ভেসে থাকে। তেমনি আমাদের জীবনেও অন্যের ছায়ার অতি উপস্থিতি নিজের স্বকীয়তাকে বিলীন করে দেয়। ব্লগও জীবনের বাহিরে নয়। তাই ব্লগেও নির্দিষ্ট কারো সাথে বেশি মেলামেশা আর তার পোস্টে বেশি নিজের অস্তিত্ব জানান দেওয়ার মাধ্যমে নিজের অস্তিত্বকেই একসময় নিজের অজান্তে বিলীন করে দেওয়া হয়। অনেকটা পাতিনেতাদের পরিচয়ে “অমুক ভাইয়ের লোক” হয়ে বেঁচে থাকার মতো। ভাবছেন কেনো আপনাকে এসব বলছি?

আসলে আপনিসহ আপনার যতোমাল্টি, আজিজ ভাই, ঠাকুর ভাই, ভাই রাজীব, রানাসহ হাতেগোণা কিছু আছেন যারা নিজেকে সোনাগাজির পরশে এক করে ফেলেছেন। তাই সোনাগাজির বিষয় এলে অজান্তেই আপনাদের নামগুলো ভেসে আসে যেমনি বন্যার পানিতে আবর্জনারা ভেসে আসে। আর এই ভেসে আসার জেরেই গতকাল সোনাগাজিকে নিয়ে বলতে যেয়ে আপনাকে মাছি বলে ফেলেছি। কিন্তু বিশ্বাস করেন, আপনাকে মাছি বলা আমার মূল উদ্দেশ্য ছিলোনা। সোনাগাজি যেমনি নাম ধরে-ধরে ব্লগারদের হেয় করছে, তারই জেরে নাম বলতে যেয়ে আপনার নাম চলে এসেছে। প্লিজ আমকে ভুল বুঝবেন না। বিষয়টা সহজভাবে নেবেন। আমি কি আপনার পর?

আর মাছি কি শুধু বিষ্ঠাতেই ঘুরে? নিশ্চই না। মিষ্টির দোকানেও কতো হাজার-হাজার মাছি ঘুরঘুর করে। যে মাছি বিষ্ঠায় বসে তা মিষ্টিতেও বসে। তেমনি আপনি যেমনি সোনাগাজিরে মন্তব্য দেন, তেমনি অন্যদেরও দেন। আমিওতো আপনার কতো মন্তব্য গ্রহণ করি। শুধু ইসলাম নিয়ে আপনার করা বিষ্ঠারমতো কার্যকলাপকে ঘৃণা করি। রাজনীতিতে আপনি বামপন্থি, আমি ডানপন্থি। ব্লগে আপনি সোনাপন্থী, আমি জটিলপন্থী। এছাড়া আর আমাদের কি কোনো দ্বন্দ আছে? যেমন পাগলকে আমরা এড়িয়ে গেলেও পাগল ছাড়া কি সমাজ হবে? এটাতো সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। বরং পাগলের প্রতি মানবতা দেখতে পারাই আমাদের আসল মনুষত্ব্যের প্রকাশ। তাই আপনার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আমিও সত্যিকারের মানুষ হতে চাই। আজ যদি নিজের একটা ভাই পাগল হতো, তবে কি ফেলে দিতে পারতাম?

তাই আপনার বৃহৎ মনে ক্ষুদ্র বিষয়কে বরাবরের মতো পাত্তা না দিয়ে খোলা দিলের পরিচয় বজায় রাখবেন বলে আশা করি। আর কিরকুট আপনাদের কার মাল্টি তা জানিনা। যদি আপনাদের কারো মাল্টি না হয়, তবে সোনাগাজি হতে আপনারা যেই ডলার-ডুলার পান তা হতে কিরকুটকে কিছু দিয়েন, এ আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। বেচারা আপনাদের জন্য খুব খাটছে। আশা করি আমার অনুরোধটি গ্রহণ করে প্রায়শ্চিত্য করার সুযোগ দিবেন। বিশেষ আর কিবা লিখবো? ভালো থাকুন।
লাল সেলাম ♥♥♥

পূর্বে যাদের লিখেছি
নতুন নকিব ভাই
পদাতিক ও গেঁয়ো ভূত ভাই
শেরজা তপন ভাই
সোনাবীজ ভাই
জুল ভার্ণ ভাই
সাড়ে চুয়াত্তর ভাই
ছবি আভী

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

মোহামমদ কামরুজজামান বলেছেন: কামাল ভাই , জটিল ভাইয়ের জটিল (মাছি) সম্ভোধনকে জটিল ভাবে না নিয়ে সহজ ভাবে (মাছিকে হাত নাড়িয়ে উড়িয়ে দেয়া) নেয়ার বিনীত অনুরোধ রইলো।

আর জটিল ভাই, আপনি বহুত জটিল আছেন B-)) ,কে কি পাইলো? তাতে আপনার এত ইন্টারেস্ট কেলা X(( ভাই? ভাই ঔ জান এবগন নিজের যা আছে তাতেই খুশি থাকুন। নিজের মতই থাকুন ।

নীল সেলাম রইলো ---------- যদিও মাছির কামড়ে কেউ নীল অয়না।

২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৮

জটিল ভাই বলেছেন:
আমার ইন্টারেস্ট দেখে আপনি অতো রাগান্বিত হচ্ছেন ক্যান ভাই? নাকি আপনার কামায়ের মাঝে নাক গলাইলাম? =p~

কামাল ভাই বহুত কামেল আদমি। তিনি সোনার মতো প্যাঁচাল বা জটিলের মতো ক্যাঁচাল না। ভূষির বস্তায় যেমনি দু-একটা দানা থাকে, কামাল ভাই তেমনি নির্ভেজাল দিলের মানুষ। খালি ইসলামের বিষয়ে একটু চুঁলকানি আছে। কিন্তু লোক ভালো।

আপনারে কি রঙের সেলাম দেওয়া উচিৎ, ভাবতাছি..... :D

২| ২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

দেখা হবে রাজপথে বলেছেন: আপনার কি কোন মাল্টি নাই?
কামালের পরে কি ব্লগার সাজ্জাদকে চিঠি পাঠাবেন নাকি চিন পন্হী আজিজকে?
এই চিঠিটা তো অনেক গোমর ফাঁস করে দিল!! গাজী তো ল্যাটকায় যাবে হে।

২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৪৩

জটিল ভাই বলেছেন:
হায় হায়! আপনি রাজপথে! আমিতো আরো রাজাকার পড়ছিলাম! সোনাগাজি, তার দোসর, আর বান্ধবীর "রাজাকার" বুলি দেখে-দেখে এখন রাজ দেখলেই "রাজাকার" দেখি! ভাবছিলমতো পরবর্তিতে আপনারেই লিখবো। কিন্তু এখনতো মনে হচ্ছে ভাবতে হবে। প্রশ্নফাঁস কারবারির গোমর ফাঁস করে কি আদৌ কোনো ফায়দা আছে???

৩| ২৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২১

আলামিন১০৪ বলেছেন: ভাই আপনি তো দারুণ লিখেন।

২৯ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৬

জটিল ভাই বলেছেন:
আপনিওতো জানতাম দারুণ মন্তব্য করেন। কিন্তু এখানেতো প্রতিফলন ঘটলো না!

৪| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫৩

মেঠোপথ২৩ বলেছেন: রেজাউল নামের এক নিক একবার এক কমেন্টে ব্লগার কামাল সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছিল। সেই নিক আবার সক্রিয় হলে , ইনার সম্পর্কে অনেক কিছুই জানা সম্ভব হত। একজন স্বঘোষিত বামপন্থী তাও আবার সিরাজ শিকদারের দলের লোক কেন নিল্লজ্জভাবে খুনী আওয়ামিলীগের চাটুকারিতা করে তা যথেষ্ঠই সন্দেহজনক।

২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১৫

জটিল ভাই বলেছেন:
ভাইরে, চাটুকার মাত্রই ধান্দাবাজ। তাই মনে হয়না সন্দেহের কোনোরূপ অবকাশ আছে। তবে শুধু রেজাউল না, কালে-কালে অমন অনেক আইডি'ই এসেছে যাদের মন্তব্যে মনে হয়েছে ডার্কসাইডের অনেককিছুই তাদের জানা। যদিও সেসব আইডি কালের গহ্বরে অকালে হারিয়ে গেছে, কিন্তু এখন সন্দেহ লাগে সেসব আইডি'র স্থান কি আয়নাঘরে হয়েছিলো? :(

৫| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৩

করুণাধারা বলেছেন: আমি ওনার একটা মন্তব্যের স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। হঠাৎ একদিন মনে হল এত জঘন্য কথাটা আমি ছবি তুলে রেখেছি কেন! তাই মুছে দিয়েছিলাম।

২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১৭

জটিল ভাই বলেছেন:
অপূর্ব বলেছেন আপা। আমার ডিভাইসের মেমরিও এমন অনেক স্ক্রিনসটে পরিপূর্ণ। যখন নিয়েছি তখন মনে করেছি এগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে কাজে আসবে। কিন্তু যখন বুঝেছি কান দু'টোই কাটা, তখন বুঝেছি কতোটা জঞ্জাল দিয়ে ডিভাইসের মেমরি ভরে রেখেছি :(

৬| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩১

রাফখাতা- অপু তানভীর বলেছেন: মোদীর ভাই নুরুইল্লাহ/কামাল মিয়া, আসলেই একখান বলগার ! কোন পোস্ট না পড়েই পোস্টে মন্তব্যে তার জুড়ি মেলা ভার ! তীব্র ভাবে ধর্মবিদ্বেষী নির্লজ্জ বেহায়া একজন !
এই ধর্মবিদ্বেষের কারণে ব্লগটিম তাকে পাছায় লাথি মেরে দুর করেছিল । কেবলই দুরই করে নি রবং সেই পাছায় লাথি মেরে দুর করাটা নোটিশ দিয়েও জানানো হয়েছিলো ব্লগে । এতো অপমানের পরেও মোদীর ভাই কামাল আবার ব্লগে ফিরে এসেছে ।

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২৬

জটিল ভাই বলেছেন:
হেহেহে...... তাহার উস্তাদই কম কিবা?

যোগ্য নেতার যোগ্য চামচা
ধন্য আজ আমরা,
সামুকলংকের নেতৃত্বে
বাচ্চা সজছে দামড়া!

৭| ২৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৬

ঢাবিয়ান বলেছেন: রেজাউল নিকের আড়ালে কে , আমার মনে হয় মডু , শায়মা আপু জানে !:#P

৩০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২৮

জটিল ভাই বলেছেন:
শ্যাম্পু কি জানলেই কইবো?
শ্যাম্পু নিজে যে ছায়ামডু সেইটাইতো স্বীকার করেনা =p~

৮| ৩০ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫০

রাসেল বলেছেন: ব্লগার কামাল১৮ কে লক্ষ্য করে রসাত্মক ভঙ্গিতে লেখা আপনার চিঠি ভালো লেগেছে। প্রত্যেকেরই নিজস্ব আদর্শ, দর্শন, মতামত থাকে; সেই অধিকারবলে বলছি লেখাটা ইচ্ছাকৃতভাবেই হয়তো আপনি বিদ্রুপাত্মক, ব্যক্তি আক্রমণাত্মক লিখেছেন। অবশ্যই বলতে হবে, ব্লগার কামাল১৮ তথা আরো একজন ব্যক্তি আরো বেশি দৃষ্টিকটুভাবে বিদ্রুপাত্মক, ব্যক্তি আক্রমণাত্মক, একপাক্ষিক লিখে থাকেন। যার লেখায় আমি কখনো কাউকে শেখানোর উদ্দেশ্যে বিদ্রুপ, ব্যক্তি আক্রমণ দেখতে পাইনি, এটা আমার এটা আমার ব্যর্থতা, অযোগ্যতা হতে পারে। বরং আমার মনে হয়েছে, উনি উনার বিরুদ্ধবাদীদের নিরুৎসাহী করার জন্য বিদ্রুপ, ব্যক্তি আক্রমণ করে থাকেন।

অপ্রাসঙ্গিক হতে পারে তারপর বলি; আমরা সবাই অন্যদের চেয়ে নিজেকে নিজে বেশী জানি, তারপরও আমরা নিজেকে একজন নির্দোষ, সৎ মানুষ হিসেবে বিবেচনা করি। এটা কি নিজের সাথে প্রতারণা নয়? কেন আমরা এটা করি, শুধু খ্যাতি, সম্পদের জন্য। মৃত্যুর পরে, এই খ্যাতি, সম্পদ কাউকে সাহায্য করবে? না, কখনই না ।

বাংলাদেশ এখন বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সেগুলি হল রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষাগত, বিচারিক, সামাজিক, স্বাস্থ্য ইত্যাদি; যা সকলেই এক কথায় বলছেন। সঙ্গত কারণেই তার ছাপ এই ব্লগে দেখতে পাই । ভালকে ভাল এবং মন্দকে মন্দ বলাই স্বাভাবিক। কিন্তু যখন এর উল্টা হয় কিংবা কোন বিষয়ে মিথ্যা বলা হয়, তবে উহা উদ্দেশ্য প্রনোদিত অথবা তথ্যের ঘাটতি রয়েছে। এই সঙ্কটের কারণ আমরাই, যার শুরু ১৯৭১ সাল থেকেই । যে মানুষটি অত্র ব্লগে নিজেকে সবচেয়ে বুদ্ধিজীবী হিসেবে ভাবছেন, যিনি আমাদেরকে প্রশ্নফাঁস প্রজন্ম হিসেবে চিহ্নিত করছেন, তিনিও দায়ী কারণ তিনি আমাদের সঠিকভাবে গড়ে তোলেননি। মাঝে মাঝে আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতাকে সামনে রেখে কেউ যুদ্ধ করেছে নিজের স্বার্থ অর্জনের লক্ষ্যে ।

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৫

জটিল ভাই বলেছেন:
একটি পোস্ট সমমর্যাদার মন্তব্যের জন্যে আন্তরিক জটিলবাদ জানাই ভাই।
আমরা সবাই অন্যদের চেয়ে নিজেকে নিজে বেশী জানি, তারপরও আমরা নিজেকে একজন নির্দোষ, সৎ মানুষ হিসেবে বিবেচনা করি। এটা কি নিজের সাথে প্রতারণা নয়?
অবশ্যই প্রতারণা। এবং এই প্রতারণা হতে বেড় হতে চেষ্টা করেও ব্যার্থ হচ্ছি। হয়তো চেষ্টায় ত্রুটি রয়েছে :(
আপনার মন্তব্যে সম্মান ও সহমত জানাই।

৯| ৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪১

কিরকুট বলেছেন: :D :D :D :D :D :D :D :D :D

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৯

জটিল ভাই বলেছেন:
?????????

১০| ৩০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৯

কিরকুট বলেছেন: জটিল সাহেব, সম্ভাবত আপনার অন্যান্য বয়সস্ক ব্যক্তিদের মতো মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। আপনাকে তেল না দিলেই সবাই খারাপ? আপনার অবস্থা সোনা থেকে কম নয়, একই পথের পথিক আপনারা। এই জন্যই দুইজনের বিবাহ দেয়া প্রয়োজন। জটিলের সোনার সংসার শুভ হোক, এই কামনায় আমি কিরকুট।

৩০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫০

জটিল ভাই বলেছেন:
বয়সস্ক!!!!
মন্তব্য করার আগে মিয়া বানান শিখেন। =p~
জটিল-সোনার বিয়া হইলে কি কিরকুটের জন্ম হইবে? :P

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৬

কোমলমতিরপ্যাদানি বলেছেন: বামচুতিয়াডার লজ্জা নাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৮

জটিল ভাই বলেছেন:
কি করে বুঝলেন? B:-)

১২| ১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৩

কোমলমতিরপ্যাদানি বলেছেন: কোমলমতিরপ্যাদানি বলেছেন: বামচুতিয়াডার লজ্জা নাই।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৮০

লেখক বলেছেন:
কি করে বুঝলেন

ঁ আমি ওইডারে তুলনামূলক বেশি মানবিক মনে করেছিলাম। কিন্তু শ্লায় এমনভাবে মন্তব্য করে যে পন্থীর জায়গায় চুতিয়া বসায় দিলাম।

১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৯

জটিল ভাই বলেছেন:
আচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.