নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

বিগত লীগই আগামীর জামাত-শিবির

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৮

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে নিয়ে এডিট করা)

শিরোনামটা শতভাগ সঠিক হয়নি। কেনোনা, জামাতকে কখনো ক্ষমতায় দেখা হয়নি। কিন্তু লীগের ক্ষমতার দাপটে মনে হচ্ছে আগামীতে জামাতের চাইতে অনেক ভয়ংকররূপে ফিরে আসতে পারে লীগের সুবিধাবাদীরা। প্রশ্ন হতে পারে জামাতের সাথে লীগ কেনো মেশাচ্ছি?

৭১-এ যদিও মূল খেলোয়াড় মুসলিম লীগ, তবুও এর দোসর হিসেবে সেই প্রেক্ষাপটের জের নিয়ে বেঁচে আছে জামাত। যদিও বাংলাদেশ মুসলিম লীগ চেষ্টা করেছিলো ঐতিহ্য ধরে রাখতে, কিন্তু জামাতের মাঠ দখল, বা জনগণের ঘৃণার মাঝে টিকতে পারেনি।

সেই সময়ের মুসলিম লীগ বা দোসর জামাতের মূল বক্তব্য হচ্ছে দেশকে ভারতীয় তথা মালাউন হতে মুক্ত রেখে উন্নয়ন করাই তাদের উদ্দেশ্য ছিলো। যেমনি লীগের আদর্শ ছিলো জঙ্গী বা রাজাকার বা তাদের দোসর তথা দেশদ্রোহী হতে মুক্ত রেখে দেশকে উন্নয়ন করা।

মুসলিম লীগের ইতিহাস বলে গভর্ণর মুনায়েম খানের আমলে দেশের বিমানবন্দর, রেলস্টেসন, সংসদভবনসহ অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়। তেমনি লীগের ইতিহাসও বলবে দেশের স্যাটেলাইট, সেতু, মেট্রোসহ অভূতপূর্ব উন্নয়ন লীগ আমলে সাধিত হয়।

মুসলিম লীগ ও দোসরেরা এখনো যেমনি ৭১ এর যুদ্ধাপরাধের দায় অস্বীকার করে, লীগও হয়তো কখনো ২৪ এর ম্যাসাকারের দায় স্বীকার করবে না।

মুসলিম লীগের ছিলো কাঠমোল্লা, লীগের ধর্মনিরপেক্ষতা।

তবে একটা বিষয়ে ২ লীগই এক। দু'টোরই দাঁড়ি-টুপি ভীতি! এ থেকে তাদের আতুঁরঘর কিছুটা চেনা যায়।

মুসলিম লীগের দালালরা এদেশের সম্পদ লুটে নিয়েছে, লীগের দালালেরা কোটি-কোটি টাকা বিদেশ পাচার করেছে।

৭১-এ যেমনি মুসলিম লীগ জাতির জনক জিন্নাকে এই জাতি ছাড়েনি, ২৪-শে তেমনি বঙ্গবন্ধুর সাথে করা আচরণ জাতি দেখেছে।

এতো সবের পরও যেমনি বাংলাদেশ মুসলিম লীগের সুবিধাবাদীরা নবাব স্যার সলিমুল্লাহ্-কে পুঁজি করে বাঁচতে চায়, তেমনি সোনাগাজির মতো অনেক নির্লজ্জরা মাওলানা ভাসানীর তলে দেখছি আশ্রয় খুঁজতে।

জামাত-শিবিরের আছে রগ কাটা, লীগের আছে গুম।

৭১ এ দোসর জামাত যা করেছে তা যেমনি তৎকালীণ সরকারের তথা রাষ্ট্রের নির্দেশ, ২৪ এ যা ঘটেছে তার নায়কই লীগ।

৭১ এ যেমনি নিপিড়নে পরে জাতি সরকারের বিরোধীতা করে, ২৪ এ তেমনি জাতি বাধ্য হয়।

৭১ এ যেমনি সরকারি নির্দেশে জনগণের বাহিণী জনগণের বুকে গুলি ছুঁড়ে, ২৪ এর সরকারের নির্দেশেও তাই।

৭১ এ পাক সরকার এ দেশ ছেড়েছে, ২৪ এ সরকার প্রধান এ দেশ হতে পালিয়েছে।

এমন অজস্র উদাহরণ দাঁড় করা সম্ভব। পার্থক্যের মাঝে আছে এবার নয় মাস লাগেনি। এবার নতুন ভূ-খন্ড হয়নি। এবার ত্রিশ লাখ প্রাণের বিনিময় হয়নি। তারপরও যা হয়েছে সেটা কোনোদিক হতে কম নয়। যদিও এর সঙ্গে মুসলিম লীগের তুলনা করাটাই সহজ ছিলো, কিন্তু মুসলিম লীগের ডামি হয়ে জামাত মাঠে আছে।

তাই দেখার বিষয় জাতি এবার কি করে। মুসলিম লীগের মতো লীগকেও ছুঁড়ে ফেলে, নাকি জামাতের মতো ধুকে-ধুকে বাঁচতে দেয়। নাকি লীগের কোনো দোসর দলকে জামাতের স্থান দেয়। নাকি ধান্দাবাজের ধোঁকায় পরে আবারও মূলধারায় লীগকেই ক্ষমতায় আনে। সবই সময় বলে দিবে। এখন শুধু অপেক্ষায় থাকা, আর

নির্লজ্জ দালাল মুসলিম লীগ আজও যেমনি সুযোগে রাজাকারদের হিরো বানানোর আর মুক্তিযোদ্ধাদের ভিলেন বানানোর খেলা দেখাতে চায়, তেমনি নির্লজ্জ দালাল সোনাগাজিগংদের মুগ্ধদের কোমলমতি বলে অপমান করা আর ফ্যাসিস্টদের দেশপ্রেমী বানানোর খেলা দেখা।

আক্ষেপ ৭১ এর দোসরদের মতো ২৪ এর দোসরেরাও এই জমিনে টিকে থাকবে আমাদের জাতিগত আহাম্মকির কারণে :(

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দরভাবে মুসলিমলীগ এবং জামাতের সাথে বর্তমানের আওয়ামী লীগের তুলনা করেছেন। ইতিহাস বারবার ফিরে আসে। তাই সেই মুসলিমলীগের ঘটনা পুনরায় মনে হয়ে ফিরে আসছে। আপনার দেয়া উদাহরণগুলো ভালো লেগেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৫

জটিল ভাই বলেছেন:
আন্তরিক জটিলবাদ প্রিয় ভাই।
আমি শুধু আমার দৃষ্টিকোন হতে বিষয়গুলো যেমন দেখছি, তাই প্রকাশ করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে আরো ভালো লাগলো। তা কেমন আছেন? আরসব ভালতো?

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৪

এম ডি মুসা বলেছেন: অপ্রপচার উচিত নয়

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩১

জটিল ভাই বলেছেন:
হুম। কিন্তু সেই শিক্ষাতো জাতিগতভাবে আমরা নিতে পারছি না। বরং অপপ্রচারের পেছনেই ইঁদুরের পালের মতো ছুটে চলেছি :(

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৬

নতুন বলেছেন: নির্লজ্জ দালাল মুসলিম লীগ আজও যেমনি সুযোগে রাজাকারদের হিরো বানানোর আর মুক্তিযোদ্ধাদের ভিলেন বানানোর খেলা দেখাতে চায়, তেমনি নির্লজ্জ দালাল সোনাগাজিগংদের মুগ্ধদের কোমলমতি বলে অপমান করা আর ফ্যাসিস্টদের দেশপ্রেমী বানানোর খেলা দেখা।

আক্ষেপ ৭১ এর দোসরদের মতো ২৪ এর দোসরেরাও এই জমিনে টিকে থাকবে আমাদের জাতিগত আহাম্মকির কারণে


জটিল সহমত ভাই।

দেশের দুইজন মানুষ কেন জানি কোন কিছুতেই একমত হতে পারেনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৩

জটিল ভাই বলেছেন:
দেশের দুইজন মানুষ কেন জানি কোন কিছুতেই একমত হতে পারেনা।
কেনো নয়? এই যে আপনি আমার সঙ্গে সহমত পোষণ করলেন। আসলে আমরা বড্ড অধৈর্য আর স্বার্থপর। খুব সহজে নিজের স্বার্থ হাসিল করতে চাই। আর সেটা না হলেই দ্বিমত। তাই জাতীয় স্বার্থের শিক্ষাটা আজও আমরা নিতে পারিনি :(
মন্তব্যে আন্তরিক জটিলবাদ জানবেন ভাই :)

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪১

জুল ভার্ন বলেছেন: অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বাস্তবতা তুলে ধরার জন্য ধন্যবাদ। মোদ্দা কথা আওয়ামী লীগের প্রেতাত্মা এখন জামাত শিবিরের বেশ ধরেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৯

জটিল ভাই বলেছেন:
আপনাকেও আন্তরিক জটিলবাদ প্রিয় ভাই :)
সবেতো শুরু। সামনে আরো কি করবে সেটাই মূল ভাবনার বিষয় :(

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫১

ভুয়া মফিজ বলেছেন: গতকালের লীগই আগামীর জামাত-শিবির শিরোনামে ভুল আছে।
হবে...........গতকালের লীগই আজকের জামাত-শিবির।

এখনও অফিসে, তাই ডিটেইল পড়তে পারলাম না। বাসায় গিয়া পড়মু!!!! B-)

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১২

জটিল ভাই বলেছেন:
স্বাধীনতার বহুবছর পরের জামাতের রূপের সাথে নতুন স্বাধীনতার বহুবছর পর লীগের কি রূপ হবে সেটাই তুলনা করে শিরোনাম দিতে চেষ্টা করলাম। অফিস হতে এসে পড়ে যদি বলেন ঠিক হয়নি, তখন পরিবর্তন করে নেবো।
ব্যস্ততার মাঝেও স্মরণ করার জন্যে আন্তরিক জটিলবাদ জানবেন :)

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০০

ভুয়া মফিজ বলেছেন: আপনে আসলেই দুষ্ট প্রকৃতির। শিরোনামের ছবিটায় একটা ইউনিকনেস আছে। কেউ কি ধরতে পারলো কি সেটা??? :-B

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৭

জটিল ভাই বলেছেন:
হেহেহেহে....... আর কেউ ধরতে না পারলেও আশা করি আপনার বড় ভাই ধরতে পেরে খুশি হবে। আর সেই খুশির ঠ্যালায় হয়তো একটা পোস্টও প্রসব করে ফেলতে পারে :P =p~

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৯

মাহফুজ ই এলাহী জামি বলেছেন: Nice post ,

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫১

জটিল ভাই বলেছেন:
জটিলবাদ।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫২

আদিত্য ০১ বলেছেন: সবকিছুই পরিবর্তন করা হোক, দেশের নাম বাংলাদেশের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধিদেশ করা হোক, ঢাকা পরিবর্তন করে সারজিশনগর রাখা হোক, রাজশাহিকে পরিবর্তন করে নাহিদশাহি রাখা হোক, রংপুরকে পরিবর্তন সাইদ নগর রাখা হোক, এভাবে সব বিভাগ ও জেলার নাম হবে ছাত্রদের নামে। জাতীয় সংগীত বাদ দিয়ে পাকিস্তানের জাতীয় সংগীত রাখা হোক, ১৯৭১-এ দেশ স্বাধীন হয় নি, মুক্তিযোদ্ধারা সব দালাল, পাকিস্তানের সাথে তারা অন্যায়ভাবে দেশ ভাগ করেছে, এই দেশের নাম আবার পূর্বপাকিস্তান নয়ত বৈষম্যবিরোধিদেশ নাম রাখা হোক, ১৯৭১-এ যারা পাকিস্তানে পক্ষে ছিলো তারা দেশপ্রেমী ও মুক্তিযোদ্ধা।
জাতীয় ফুল পরিবর্তন করে গোলাপ রাখা হোক নয়ত হাসনা হেনা (আরবি নাম), জাতীয় ফল খেজুর রাখা হোক, জাতীয় পশুর নাম গরু রাখা হোক

এই দেশ বৈষম্যবিরোধী ছাত্রদের দেশ, এই দেশ তারা স্বাধীন করেছে, তাদের কথা অনুযায়ী সবকিছু চলবে, বাকি সবাই তাদের আদশে চললে চলবেন নয়ত ভারতে চলে যান, এই দেশ বৈষম্যবিরোধী ছাত্রদের - আপনি ভাড়ায় থাকতেছেন এইটাও ভাবতে পারেন। আপনি বৈষম্যবিরোধী ছাত্রদের কথা না শুনলে ভারত চলে যান বা অন্য দেশে চলে যান

১৯৭১ এ ৩০ লক্ষ মানুস মারার সহযোগিতা করা লোক ৩০ লক্ষ নাকি ৩ লক্ষতে বানিয়েছে। তখন ১৯৭১-এ মুক্তিযুদ্ধ না, ঐটা দালালী যুদ্ধ বলে খুব শীগ্রই বানানো হবে আর ২৬ মার্চ স্বাধিনতা দিবস বা ১৬ ডিসেম্বর বিজয় দিবস না হয়ে হবে ৫ আগস্ট।

শুকরের পেট থেকে গরু জন্ম নেয় না, তেমনি পাকিস্তানের বীজ থেকে পাকিই জন্ম নেয় সেটা গোআ-র পুত্র প্রমান করেছে বার বার, গোআরা এই দেশে মুক্তিকামী নিরপরাধ মানুসকে গলা টিপে মেরেছে, আর এখন তার ছেলে ইতিহাসের সত্যকে গলা টিপে ধরার চেষ্টা করছে, ইতিহাসের সত্য আগুনের শিখা, গলা টিপতে গিয়ে যে হাতটাই পুরে যাবে। আর এই গোআর দোসররা ও শকুনেরা এই স্বাধীন দেশের মানচিত্রটাই খামছে ধরেছে, খুচিয়ে খুচিয়ে খাওয়ার জন্য। আর তাদের খাওয়ার সুযোগ করতে কিছু মানুস তাদের পাহারা দিচ্ছে,

আপনি নিজেই কি সেই পাহারার দায়ীত্ব নিয়েছেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৬

জটিল ভাই বলেছেন:
আপনি কোথায় কি মন্তব্য করছেন, নিজে বুঝেন?

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৮

অস্বাধীন মানুষ বলেছেন: পোস্টের প্রথমে ইমেজ আর মাথায় টপিক একদম সেরকম হয়েছে ওয়াটার জন্য বেশি +++++++++++
লেখাটাও ভালো হয়েছে। ++++++++

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০১

জটিল ভাই বলেছেন:
আপনাকেও এই প্রথম আমার পোস্টে মন্তব্য করার জন্যে অনেক-অনেক জটিলবাদ :)

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০০

কামাল১৮ বলেছেন: গাজী সাহেব আসল নেকড়ে না।আসল নেকড়ে এখন মাঠে গর্জন করছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০৫

জটিল ভাই বলেছেন:
আমারও ছবির প্রাণীটাকে নেকড়ে না, অন্যকিছু লাগে =p~

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০৭

আদিত্য ০১ বলেছেন: ঠিক করেই মন্তব্য করেছি,যেমনটা আপনি বুঝিয়েছেন, কারন আপনাদের লেখায় ঘুরিয়ে পেচিয়ে একই, ব্যক্তি আক্রমন করে অনেক কিছুই প্রকাশ করেন, এর হাতিয়ার হচ্ছে মব ভায়োলেন্স, আপনাদের কাছে এখন সবই ঠিক,

ক্ষমতা আপনারা আত্মহারা, যেই আপনারা বলেছেন ক্ষমতা চিরদিনের না, সেই আপনারা ভুলেই গেছেন,
আপনারা ব্লগেও ব্যক্তি আক্রমনের মত ভায়োলেন্সে লিপ্ত, মানে আপনাদের মতের বাইরে কেউ কিছু বলতে পারবে না, এখন কি বাকস্বাধিনতাকে ডিকশনারি থেকে মুছে ফেলেছেন

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩০

জটিল ভাই বলেছেন:
বুঝছি ভাই দৌড়ের উপ্রে আছেন। ১ গেলেস পানি খাইয়া লন :-B

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: এরা মুদ্রার এপিটওপিট।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪০

জটিল ভাই বলেছেন:
যথার্থ বলেছেন। জনগণ নিয়ে ভাবে এমন কোনো দল এ দেশের মাটিতে কখনো আসেনি :(

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৩৫

রাসেল বলেছেন: নিরপেক্ষ লেখার জন্য ধন্যবাদ ।

অপ্রাসঙ্গিক তথাপি অনুরোধ করছি, "দেশের শিক্ষা ব্যবস্থা অবনমনের উদ্দেশ্য কি" প্রসঙ্গে লিখার জন্য। আমার মতামত, অবশ্যই এতে কারো কোনো ফায়দা আছে ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪২

জটিল ভাই বলেছেন:
আপনাকেও আন্তরিক জটিলবাদ।
অপ্রাসঙ্গিক হবে কেনো? আপনার চাওয়া যথার্থ। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ্।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৫৭

আলামিন১০৪ বলেছেন: ভাই আপনারা যে দলই আসেন, জনগণের ম্যানডেট নিয়ে আসবেন আর দুর্নীতি নিমুলের কথা বলে দুর্নীতির মচ্ছব লাগায়েন না, বিএনপির আমল ও দেখছি, কি চুসছেন আপনারা! ডঃ ইউনুস আর যাই করুক চুরি-ধারী করবে না, আমরা চাই ইউনুস একটা সিস্টেম দাঁড় করিয়ে সাসটেইনএবল করে দিয়ে যাবেন, যাতে করে দেশ আবার লুটপাটকরীদের আখরায় পরিণত না হয়। জামাত আর যােই করুত দুর্নীতি করবে না আশা করি. ওদের যারা মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে কি কোন অভিযোগ ছিল?

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৫

জটিল ভাই বলেছেন:
এটা আপনার না, পুরো জাতীর প্রস্তাব। আর অভিযোগ কম-বেশি, সবার নামেই আছে এবং থাকবে। দেখার বিষয় অভিযোগের সত্যতা এবং ফলাফল।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৮

আলামিন১০৪ বলেছেন: একটা পরামর্শ, জামাআতের সাথে এখনই বৈরীভাব দেখায়েন না, লীগকে নিশ্চিহ্ন করতে হলে জামাআতের সাথে কোয়ালিশন করে নির্বাচনে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে তাতে লীগ সংসদে ১০টির বেশি আসন পাবেনা। আর যদি একলা যান নিশ্চিতভাবেই ভোট ভাগ হবে আর তাকে আওয়ামী পশুরা, সংসদে প্রতিনিধিত্ব করার মতো আসন পাবে এবং আগামী বিএনপির শাসনকাল কুসুমাস্তীর্ণ হবে না।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৭

জটিল ভাই বলেছেন:
জাতি এখন সম্পূর্ণ নতুন মুখ এবং মানুষ দেখতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে নতুন মুখ আর মানুষকে আবার এই জাতিই ভোট দিবেনা। তাই এ জাতি নিজেই কখনো নিজের শেকল হতে বের হতে পারবে বলে মনে হয়না।
মন্তব্যে আন্তরিক জটিলবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.