নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে নিয়ে এডিট করা)
ভাই শাইয়্যান,
আপনাকে লিখাতে নিশ্চই অবাক হচ্ছেন না, কারণ ইতিমধ্যে আপনাদের শিবিরের অনেককেই লিখেছি। যদিও “আপনাদের শিবির” কথাটা আপনাকে বলা উচিৎ নয়, কারণ হিসেবে আগে একটা কবিতার লাইন এবং শেখ সাদীর একটা ঘটনা বলি।
”লোভের টানে হয়নি যারা
ভীনদেশিদের পণ্য”
শেখ সাদীকে একদিন একজন প্রশ্ন করলেন, জনাব আপনি এতো আদব কিভাবে শিখলেন? তিনি জবাব দিলেন, দুনিয়ার সকল বেয়াদবদের দেখে দেখে আমি আদব শিখেছি। কিভাবে ? আবার প্রশ্ন । তিনি জবাব দিলেন, যখন বেয়াদবরা তাদের বেয়াদবি আচরন করে আর দুনিয়ার মানুষ সেটাকে ঘৃনা করে তখন বুঝে নেই এই আচরনটা আমার করা উচিৎ নয়। এভাবেই আমি বেয়াদবদের কাছ থেকে আদব শিখি।
এবার মূলবিষয়ে আসি। আপনি ব্লগে মূলত যেই ঘরণায় উঠা-বসা করেন তাতে আপনাকেই এখনো সেভাবে ব্যক্তিত্ব বিসর্জন দিতে দেখিনি। আপনার এই মূল্যবোধটা আমায় ভীষণ অভিভূত করে। আসলে মানুষ মাত্রইতো এমন হওয়া উচিৎ। পানির মতো অন্যের সঙ্গে মিশে যাওয়া কিংবা পরিবেশের সঙ্গে রং পাল্টানো অন্তত কোনো সুস্থ্য মূল্যবোধসম্পন্ন মানুষের আচরণ হতে পারে না। সেইদিক হতে আপনি নিজের স্বাতন্ত্র্যতা ধরে রাখতে চেষ্টা করেন। আপনি দেশ নিয়ে ভাবেন। মানুষের জন্যে ভাবেন। সর্বোপরি ভন্ডদের মতো কেবল তা ভাবনাতেই সীমাবদ্ধ রাখেন না, বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করেন। এসব দেখে মাঝেমাঝে আপনার সঙ্গে কাজ করার লোভ জাগে।
কিন্তু আদর্শিক কিছু দ্বন্দের কারণে আপনার পোস্ট সেভাবে পড়া এবং মন্তব্য করা হয় না। তাতে কোনো সমস্যা হচ্ছে বলে মনে করছি না। কারণ, এটাই মানুষের স্বাতন্ত্র্যবোধ। আপনার আমার নীতি, আদর্শ, দর্শন ভিন্ন হতেই পারে। আপনি আমি ভিন্ন মত আর পথের পথিক হতেই পারি। তা কোনো দোষের বিষয় নয়। ততক্ষণ পর্যন্ত এটা দোষের নয় যতক্ষণ না আপনি আমার গন্ডিতে আঘাত করছেন, কিংবা আমি আপনার গন্ডিতে। যেমন বর্তমানেও প্রথম পাতায় জিন্নার ছবি ঝুলছে যা আমার দর্শনে লাগছে। কিন্তু যিনি ছবিটা পোস্ট করেছেন তাঁরও আলাদা দর্শন আছে, এবং ছবিটা পোস্ট করার পেছনে কারণও পোস্টে উল্লেখ আছে। তাই এখন যদি এই ছবির জন্যে উনাকে আক্রমণ করি তবে নিশ্চই সেটা আমার কুশিক্ষারই প্রমাণ বহন করবে? তবে হ্যাঁ, এখন যদি তিনি সব পোস্টেই গণহারে জিন্নার ছবি যুক্ত করেন, তবে নিশ্চই তা হবে উদ্দেশ্য প্রণোদিত। তখন তা দৃষ্টিকটু হতেই পারে, কারণ ব্লগ একটি পাবলিক প্লেস।
আপনিও নিশ্চই একমত হবেন যে, ছবি পোস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমাদের সবারই নিশ্চই ছবি সিলেকসনে চিন্তা করার দরকার আছে। তবে ইদানিং আপনিও মনে হচ্ছে ছবি সিলেকসনে সেভাবে মনযোগী নন, কিংবা প্ররোচিত হচ্ছেন। কিন্তু এটা হলে তা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানাবে না। ব্লগে আপনার যে একটা স্বাতন্ত্র্য অবস্থান রয়েছে তাকে প্রশ্নবিদ্ধ করবে। কারণ, ব্লগের ক্ষেত্রে আপনি এক ইউনিক স্থান ধরে আছেন। খালি অর্থ হলেই সবার মন বড় হয় না। আপনি সমাজসেবামূলক অনেক কাজ করেন। সেইসাথে ব্লগের সবাইকে টি-শার্ট অফারের যে সাহস আপনি দেখিয়েছেন, এবং তা সফল করেছেন, এ নজির আশা করি মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া আপনার একটি শৈল্পিক মন আছে। আপনি গান করেন। আপনার দেশ নিয়ে ভাবনাগুলো অনেকটা ছোট বাচ্চাদের মতোই বিশুদ্ধ। আর সবচাইতে বড় বিষয় আপনি এসব ব্লগে তুলে ধরেছেন, যা সাধারণ আর কেউই সেভাবে পারেনি। সাধারণ বলছি কারণ, শৈল্পিকতায় শ্যাম্পু অলরেডি অসাধারণ হয়ে ব্লগের বুকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে।
তাই আপনার আগামীর পথ চলা সুদীর্ঘ আর মসৃণ হোক এবং আপনার স্বাতন্ত্র্যবোধ বজায় থাকুক এই প্রত্যাশা করি।
পূর্বে যাদের লিখেছি
মডু
গোফরান
নতুন নকিব ভাই
পদাতিক ও গেঁয়ো ভূত ভাই
শেরজা তপন ভাই
সোনাবীজ ভাই
জুল ভার্ণ ভাই
সাড়ে চুয়াত্তর ভাই
ছবি আভী
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৪
জটিল ভাই বলেছেন:
তাতো অবশ্যই। তাইতো বললাম তুমি সাধারণ নও, অসাধারণ ♥♥♥
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৭
জুল ভার্ন বলেছেন: অপাত্রে সময় নষ্ট!
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৬
জটিল ভাই বলেছেন:
তারপরও যদি পাত্রে রূপান্তরিত হয়, সেই আশা.....
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৩
ভুয়া মফিজ বলেছেন: জুল ভার্ন বলেছেন: অপাত্রে সময় নষ্ট!
জটিল ভাইয়ের সময়ের কোন অভাব নাই।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৭
জটিল ভাই বলেছেন:
এইডা ভাই হাছা কথা কইছেন
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৩
শায়মা বলেছেন: হা হা সবাই কি বলছে!!!
তোমার নাকি সময়ের অভাব নেই!
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০১
জটিল ভাই বলেছেন:
সেতো আপনিও না জানার কথা নয়
৫| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অপাত্রকে পাত্রস্থ করার জন্যে ধন্যবাদ।
আমি চেষ্টা করবো ছবি সিলেকশনে আরও সাবধান হতে।
ইত্মধ্যে কিছুটা হয়তো পেরেছি।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪২
শায়মা বলেছেন: আমার সাথে কিন্তু পারা যাবে না...... আমি ফার্স্টো হবো!!!
ভাইয়ু সেকেন্ড!!!