নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে নিয়ে এডিট করা)
জনাব,
“জনাব” বলিয়া শরু করিলাম কারণ আপনার এহেন কিম্ভূতকিমাকার নাম আমার নিকটে প্রচন্ড শক্ত বটে যা দাঁত ভাঙ্গিবার উপক্রম ঘটায়। আপনাকে কোনো একসময় লিখতে হবে ভেবেছিলাম। কিন্তু সেই সময়টা যে এতো তারাতারি চলে আসবে তা বুঝতে পারিনি। এ যাবৎ আপনি ৪০০+ মন্তব্য করে থাকবেন হয়তো। আগমনের পর যদিও বুঝতে পেরেছিলাম আপনি কারো মাল্টিই হবেন, তবুও আশা ছাড়িনি। কারণ, আপনার মন্তব্যগুলোর মাঝে আমি আশা দেখতে পেয়েছিলাম। তাই আমিও সামুটিমের মতাদর্শে দর্শিত হয়ে ভেবেছিলাম নিশ্চই পুরাতন জিনিস নতূন বোতলে ভালোভাবেই ফিরে এসেছে। তাই আপনার মন্তব্যসমূহ গুরুত্বের সাথেই নজরে রাখতাম। আপনার মন্তব্যে আরইউ টাইপের একটা কৌশলী ভাব দেখতে পেয়েছিলাম। যেটা সত্যিই ভীষণ আকর্ষনীয় ছিলো। কিন্তু এতো দ্রুত যে আকর্ষণে ছেঁদ পরবে, তা ভাবতে পারিনি। আসলেই ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।
হে জ্ঞাণপাপী,
আপনার সম্প্রতি মন্তব্যসমূহ আমার কাছে অত্যন্ত শিশুসুলভ ঠ্যাকছে। নতুবা প্রথমাবস্থায় আপনার মন্তব্যসমূহ যথেষ্ঠ্য গুরুগম্ভীর আর ব্যক্তিত্বপূর্ণ মনে হয়েছিলো। ভেবেছিলাম হয়তো আপনি সামুর জন্যে আলোর দিশারী হয়ে উঠবেন। কিন্তু এতো দ্রুত যে আপনার খাল খসে পরবে, সেটা ভাবতেও পরিনি। আসলেই প্রতিটি মানুষের ভেতরেই যে একটা শিশু বসবাস করে আপনি আবারো সেটা প্রমাণ করলেন। যদিও সম্প্রতি হারপিক কাহিণীতে তা আরো সুন্দরভাবে প্রকাশিত এবং প্রমাণিত হয়েছে।
হে পশ্চাৎগামী,
এভাবে আশা নষ্ট করা আপনার কাছে চাওয়া ছিলোনা। আপনি চাইলেই পারতেন সেই গুরুগম্ভীর ভাব ধরে রাখতে। পারতেন ব্লগের চাপাতি হয়ে সময়ে-সময়ে চাপেটাঘাত করে টিকে থাকতে। কিন্তু আপনি নিজের ব্যর্থতার প্রমাণ দিলেন। নিজের তুলে ধরা স্বকীয়তাকে বিসর্জন দিলেন। স্থান-কাল-পাত্র নির্বাচনে বিরাট ভুল করে ফেললেন। দিনশেষে বুঝিয়ে দিলেন, “আমি আগের ঠিকানায় আছি!” আসলে ভুলটা আমাদেরই। প্রদীপ দেখলেই আলোর আশায় ছুটে যাই। সব নতুন প্রদীপকেই আলাদ্বীনের প্রদীপ মনে করি। ভুলে যাই সেই প্রদীপও একসময় আস্তাকুঁড়ে পরেছিলো!
পূর্বে যাদের লিখেছি
সামু
সত্যপথিক
মডু
গোফরান
নতুন নকিব ভাই
পদাতিক ও গেঁয়ো ভূত ভাই
শেরজা তপন ভাই
সোনাবীজ ভাই
জুল ভার্ণ ভাই
সাড়ে চুয়াত্তর ভাই
ছবি আভী
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৬
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... দারুণ বলেছেন
২| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১০
জুল ভার্ন বলেছেন: বৃথা হে সাধনা ধীমান।
উলু বনে মুক্তো ছড়ানো!
ভাগ্যিস ৫ টাকা খরচ করে খামটা কিনতে হয়নি।
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৭
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা..... মাঝেমাঝে অপাত্রেও দান করে অভিজ্ঞতা অর্জন করতে হয় ভাই
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬
মেঠোপথ২৩ বলেছেন: ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড গেম