নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

এরই নাম স্বাধীনতা?

২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে)

ব্লগার মানেই জটিল ভাই নয়,
মডু মানেই জাদিদ নয়,
আওয়ামিলীগ মানেই বাঙালি নয়,
জামাত-শিবির মানেই মুসলমান নয়,
ইসকন মানেই হিন্দু নয়,
জয় বাংলা মানেই দেশপ্রেম নয়,
জয় শ্রী রাম মানেই হিন্দুবাদ নয়,
আল্লাহু আকবার মানেই জঙ্গী নয়!


কিন্তু বর্তমানে এটাই যেনো ট্রেন্ড হয়ে গেছে। আগে দর্শনদারী, বাদে গুণ বিচারি। এর মতো নিকৃষ্ট কোনো মতবাদ আছে বলে অন্তত আমার মনে হয় না। একজন মানুষের দাঁড়ি-টুপি বা তিলক-গেরুয়া কেনো এই ধারণা দিবে যে সে ভন্ড?
এ ধরণের চিন্তা করাও পাপ। কিন্তু আজ এটা করাই আধুনিকতা! কারো চেহারা বা কথা শুনেই তার সম্পর্কে কেনো নেগেটিভ ধারণা করতে হবে?

আপনার ভন্ডামির কারণে কেনো আমার ধর্ম পালন বাঁধাগ্রস্ত হবে?
আপনার কপটতার কারণে কেনো আমার মানবতা লাঞ্ছিত হবে?
জটিল ভাই খারাপ মানেই কেনো সব ব্লগারকে খারাপ বলতে হবে?

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

আজব লিংকন বলেছেন: সুন্দর পোষ্ট।।
"পাপীকে নয়, পাপকে ঘৃণা কর।।
ব্লগার মানেই জটিল ভাই নয়,
গাছের ডালে পাখির ডাক, জটিলবাদ নিপাত যাক।।
(উপস. . . ভুল স্লোগান দিয়ে ফেলছি)

২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

জটিল ভাই বলেছেন:
মন্তব্যে জটিলবাদ জানবেন। তবে যেই পোস্টে স্লোগান চাই, সেখানেতো পাই না :(

২| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

আজব লিংকন বলেছেন: তবে যেই পোস্টে স্লোগান চাই, সেখানেতো পাই না
মোন্টু না দিলে ক্যাম্নে কি?
চা - পানির ব্যবস্থা করেন। তারপর দেখবেন ধুমচে স্লোগান নাড়া সব হবে।

২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২

জটিল ভাই বলেছেন:
মামু লাগলে দিমু। মাগার মামু নেবার যে যোগ্যতা আছে তারতো প্রমাণ দরকার! =p~

৩| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

আজব লিংকন বলেছেন: তবে যেই পোস্টে স্লোগান চাই, সেখানেতো পাই না প্রমাণ

২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২

জটিল ভাই বলেছেন:
এটা মামুর প্রমাণ? না যোগ্য মানুষের অভাবের প্রমাণ? =p~

৪| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

পবন সরকার বলেছেন: হুম কথা ঠিক

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০১

জটিল ভাই বলেছেন:
কিন্তু সাক্ষী দুর্বল :(

৫| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

ঢাবিয়ান বলেছেন: শ্লোগান ভাল হয়েছে। ++++

২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:০১

জটিল ভাই বলেছেন:
++++++++ কই??????????

৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বাধীনতা মানে স্বাধীনভাবে মিলেমিশে থাকা।

৭| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৬

জুল ভার্ন বলেছেন: যেমনঃ আওয়ামী লীগ মানেই চোর, সন্ত্রাসী, দেশ বিরোধী নয়, তবে আওয়ামী লীগের সবাই চোর, সন্ত্রাসী, দেশ বিরোধী এবং ভারতীয় দালাল।

৮| ২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি মানেই কিন্তু কবি নয়
ফটো মানেই ফটোগ্রাফী নয়
জটিল মানেই জীবন জটিল নয়

সব জটিলতা দূর হ্উক মন হতে

৯| ২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪

মেহবুবা বলেছেন: মানুষ চেনা দাশ, তাই চেনার চেষ্টা বৃথা।

১০| ২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: রাইট ব্রো।

১১| ২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪১

মোস্তফা সোহেল বলেছেন: সমাজে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.