নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
ডালিম বা বেদানা আজ,
শুধু একটি সুস্বাদু ফল নয়
একটি শক্তিশালী ঔষধি গাছ!
লাল রঙের রুবির মতো
দানায় ভরা আছে এই ফল,
অনেকে বলে সুপারফুড
ইংরেজি নাম Pomegranate।
ইরান ও ইরাক থেকে ডালিমের উৎপত্তি,
পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় ইহা সত্যি।
তুরস্ক, ভারত, বাংলাদেশ, চীন, মিশরসহ
প্রায় সব মহাদেশেই ডালিম লভ্য অহরহ!
ডালিমে রয়েছে বিউটেলিক অ্যাসিড, ভিটামিন,
আরসোলিক অ্যাসিডসহ বেশ কিছু উপাদান।
এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক,
ডালিমে আছে প্রাকৃতিক ইনসুলিন অব ডায়াবেটিক।
ডালিম গাছের প্রতিটি অংশ মাত্র,
কোনো না কোনো চিকিৎসায় ব্যবহৃত।
ডালিম ফুল রক্তস্রাব বন্ধে কার্যকর।
ডালিমের খোসা আমাশয় প্রতিষেধক।
ডালিমের শিকড়ের ছাল গুঁড়া করে,
মধুর সাথে মিশে পেটের পীড়া দূর করে।
এটি কৃমিকেও নাশ করে।
পাতা ও ডালে বিভিন্ন জটিল রোগ সারে।
ডালিম শুধু ফল হিসেবে হয় না খাওয়া,
এতে আয়ুর্বেদিক ও ইউনানি ঔষধ যায় পাওয়া!
ডালিমের উপাদান শরীরকে সুস্থ রাখে,
রোগ প্রতিরোধে সহায়তা করে থাকে।
বাড়ির প্রতিটি সদস্যের খাদ্যতালিকায়
ডালিম রাখা উচিত অবলীলায়।
ডালিম নয় শুধু একটি ফল,
এটি প্রাকৃতিক ওষুধের মহল!
২| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:১২
এইচ এন নার্গিস বলেছেন: ভালো জাতের ডালিম তুরস্কে প্রচুর হয় ।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৩
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর লেখা পড়ে ভালো লাগলো
৪| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৪
নতুন বলেছেন: ডালিম শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেরই অপছন্দের ফল।
তবে ডাক্তার সাহেব ডালিম পছন্দ করবেন। বাঙ্গালীদের ডালিম খাওয়াতে পারলে ডাক্তার সাহেবের বাপ দাদার অতীতের কাজ সবাই ভুলে যাবে।
৫| ০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: দুইদিন যাবত দেখি সবাই ডালিমের দিকে নজর দিছে
৬| ০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৪
ইমরান৯২ বলেছেন: ডালিমের দাম এখন খুব বেড়ে যাবে
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:১৭
অধীতি বলেছেন: ডালিম একটি চেতনা নাশক ওষুধ। পার্শ্ববর্তী দেশ সহ এই দেশের হাজারো চেতনা এই ডালিমের জন্য জ্বলতেছে।